1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শরণার্থীদের চেয়ে ট্রাম্পকে বেশি ভয় জার্মানদের

৬ সেপ্টেম্বর ২০১৮

সম্প্রতি এক জরিপে অংশ নেয়া প্রায় দুই-তৃতীয়াংশ জার্মান জানিয়েছেন, বিশ্বের উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির বিপজ্জনক প্রভাব নিয়ে তাঁরা খুবই উদ্বিগ্ন৷ এরপর তাঁরা উদ্বিগ্ন শরণার্থীদের নিয়ে৷

ছবি: picture-alliance/AP Photo/NTB Scanpix/T. Meek

বিমা প্রতিষ্ঠান ‘আর + ভি ফ্যায়াজিসারুঙেন’-এর সহযোগী প্রতিষ্ঠান ‘আর + ভি ইনফোসেন্টার’ প্রতিবছর জার্মানদের ভয় নিয়ে জরিপ পরিচালনা করে৷

চলতি বছরের জরিপে প্রায় ২,৪০০ জার্মান অংশ নিয়েছেন৷ জুন মাসের ৮ তারিখ থেকে ১৮ জুলাই পর্যন্ত তথ্য সংগ্রহ করা হয়েছে৷

জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে সর্বোচ্চ ৬৯ শতাংশ ট্রাম্পের নীতি নিয়ে তাঁদের ভয়ের কথা জানিয়েছেন৷ জরিপ পরিচালনাকারী সংস্থার উপদেষ্টা ও হাইডেলব্যার্গের রুপ্রেশট-কার্লস-ইউনিভার্সিটির অধ্যাপক মানফ্রেড শ্মিড্ট বলছেন, ‘‘ট্রাম্পের নিষ্ঠুর ‘অ্যামেরিকা ফার্স্ট' নীতি, আন্তর্জাতিক চুক্তির প্রতি তাঁর আগ্রাসী মনোভাব এবং মিত্র দেশসহ অন্যান্য রাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও নিরাপত্তা সম্পর্কের ক্ষেত্রে ট্রাম্পের সমপরিমাণ আগ্রাসী আচরণ নিয়ে অধিকাংশ জার্মান শঙ্কিত৷’’

১৯৯২ সাল থেকে জার্মানদের ভয় নিয়ে জরিপ প্রকাশ করা হচ্ছে৷

জরিপে অংশ নেয়া ৬৩ শতাংশ জার্মান মনে করেন, জার্মান কর্তৃপক্ষ ও প্রতিষ্ঠানগুলো শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের সামলাতে অক্ষম৷

এছাড়া একই সংখ্যক জার্মান মনে করেন, অভিবাসন বেড়ে গেলে জার্মান ও শরণার্থী এবং আশ্রয়প্রার্থীদের মধ্যে উত্তেজনা বাড়বে৷

২০১৭ সালের জরিপে যতজন অংশগ্রহণকারী  জার্মান শরণার্থী ও অভিবাসন নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন, এবারের জরিপে তাঁদের সংখ্যা বেড়েছে৷

৬০ শতাংশের বেশি জার্মানের বিশ্বাস, তাঁদের রাজনীতিবিদরা ঠিকমতো দায়িত্ব পালন করছেন না৷ প্রায় অর্ধেক উত্তরদাতা রাজনীতিবিদদের ‘ব্যর্থ’ বা তার চেয়ে একটু ভালো বলে মনে করছেন৷ আর মাত্র ছয় শতাংশ তাঁদের কাজকে ‘ভালো’ বা ‘খুব ভালো’ বলেছেন৷

জার্মানিতে সন্ত্রাসী হামলার সংখ্যা কমে এলেও এখনো প্রায় ৫৮ শতাংশ জার্মানের মনে সেই ভয়টি আছে৷

প্রায় একই সংখ্যক জার্মান ইউরোপের ঋণ সংকট নিয়েও তাঁদের ভয়ের কথা জানিয়েছেন৷ তাঁদের আশঙ্কা, ইউরোপীয় ইউনিয়নের কোনো দেশ খেলাপি হয়ে গেলে তাদের সহায়তা করতে জার্মানদেরই বেশি কর দিতে হবে৷

এদিকে, জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়েও শঙ্কিত ৪৮ শতাংশ জার্মান৷ পরিবেশের উপর এর নাটকীয় প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা তাঁদের৷ এছাড়া অর্ধেকের বেশি অংশগ্রহণকারী মনে করেন, ভবিষ্যতে আরও প্রাকৃতিক দুর্যোগ ঘটবে৷

নিকোল গোয়েবেল/জেডএইচ

গতবছর মার্চের এই ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ