1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শরণার্থীদের জন্য মানসিক থেরাপি

৩ জুলাই ২০১৬

জার্মানিতে ভুক্তভোগীদের রক্ষা বিষয়ক একটি সংগঠন ভীতসন্ত্রস্ত শরণার্থীদের জন্য আরো বেশি মানসিক থেরাপির ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে৷ কারণ হিসেবে জার্মানিতে শরণার্থী শিবিরে হামলার ঘটনা উল্লেখ করেছে সংগঠনটি৷

জার্মানিতে শরণার্থী হয়ে আসা ভীতসন্ত্রস্ত এক নারী
ছবি: picture-alliance/dpa/F. Rumpenhorst

জার্মানির শরণার্থী শিবিরগুলোতে হামলার ঘটনা বাড়ার প্রেক্ষিতে একটি সংগঠন জানিয়েছে, শরণার্থীদের জন্য আরো বেশি থেরাপি এবং ট্রমা বিশেষজ্ঞদের দরকার৷ জার্মানির একটি সংবাদপত্র সংগঠনটির উদ্বৃতি দিয়ে এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে৷

‘‘যুদ্ধপীড়িত এলাকা থেকে আসা একজন শরণার্থী যখন আবারো হামলার শিকার হন, তখন সরকারের দায়িত্ব হচ্ছে তাদের জন্য মানসিক থেরাপি নিশ্চিত করা'', বলেন ভাইসার রিংয়ের জাতীয় চেয়ারওম্যান রোসভিটা ম্যুলার-পিপেনক্যোটার৷

একটি জার্মান পত্রিকাকে তিনি জানান, এই মুহূর্তে শরণার্থীদের মানসিক থেরাপি তেমন একটা দেয়া হচ্ছে না৷ তিনি অবশ্য এটাও স্বীকার করেছেন যে, জার্মানিতে প্রশিক্ষিত ট্রমা থেরাপিস্টের অভাব রয়েছে৷

ম্যুলার-পিপেনক্যোটার মনে করেন, জার্মান সরকার থেরাপির প্রয়োজনীয়তার বিষয়টি অবমূল্যায়ন করেছে৷ ‘‘কেউ কেউ মনে করছেন, এটার প্রয়োজনীয়তা তেমন একটা নেই'', বলেন তিনি৷ সঙ্গে যোগ করেন, অপরাধ এবং সহিংসতার শিকার অন্যান্য ভুক্তভোগীরাও থেরাপির সুযোগ তেমন একটা পাচ্ছেন না৷

এদিকে, মঙ্গলবার জার্মানির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা (বিএফভি) প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গতবছর দেশটিতে উগ্র-ডানপন্থিদের দ্বারা সহংস হামলার পরিমাণ ৪২ শতাংশ বেড়েছে৷ রাজনৈতিক আশ্রয়প্রার্থীরা অধিকাংশক্ষেত্রে এ সব সহিংসতার শিকার হচ্ছেন৷

গত বছর শরণার্থী শিবিরগুলোর বিরুদ্ধে ৮৯৪টি অপরাধ ঘটেছে, আগের বছরের তুলনায় যা পাঁচগুণ বেশি৷

আরএস/এআই/ডিজি (এএফপি, ইপিডি, কেএনএ)

শরণার্থীদের জন্য মানসিক থেরাপির ব্যবস্থা করা কতটা যুক্তিসঙ্গত? আপনার মতামত জানান, লিখুন নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ