1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শরণার্থীদের ভবিষ্যৎ

৮ সেপ্টেম্বর ২০১৫

জার্মানির মতো কিছু দেশের প্রশাসন ও মানুষ শরণার্থী গ্রহণের ক্ষেত্রে বর্তমানে অভাবনীয় উদারতা দেখা যাচ্ছে৷ কিন্তু শরণার্থী প্রশ্নে দীর্ঘমেয়াদি নীতি সম্পর্কেও নানা মহলে নানা প্রশ্ন উঠছে৷

ছবি: Reuters/M. Rehle

ইউরোপ যখন শরণার্থীদের ঢল সামলাতে হিমশিম খাচ্ছে তখন দেশ হিসেবে জার্মানির প্রশাসন ও মানুষ শরণার্থীদের স্বাগত জানাচ্ছে৷ কিন্তু এমন সদিচ্ছা, সহায়তার মনোভাব এবং ক্ষমতা কতদিন অক্ষত থাকবে, তা নিয়েও প্রশ্ন উঠছে৷ জার্মান সরকার আগামী বছরগুলিতেও ক্ষমতা অনুযায়ী শরণার্থী গ্রহণ করবে বলে জানিয়েছে৷ জার্মানির উপর শরণার্থীদের সম্ভাব্য প্রভাব নিয়েও বক্তব্য রেখেছেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল৷ মহম্মদ আবোশানাব এ প্রসঙ্গে ম্যার্কেল সরকারের বর্তমান অবস্থান সম্পর্কে একটি প্রতিবেদন শেয়ার করেছেন৷


মানবাধিকার সংগঠন ‘হিউম্যান রাইটস ওয়াচ’-এর ইউরোপ ও মধ্য এশিয়া বিভাগের প্রধান হিউ উইলিয়ামসন জানিয়েছেন, শীতের আগেই জার্মানি আশ্রয়প্রার্থীদের জন্য বাড়তি বাসস্থানের ব্যবসা করছে৷


রবার্টো রে মনে করিয়ে দিয়েছেন, ইউরোপীয় ইউনিয়নের প্রস্তাবিত মাত্রার চেয়েও বেশি রাজনৈতিক আশ্রয়প্রার্থী গ্রহণ করেছে জার্মানি ও সুইডেন৷


লেখক ও সাংবাদিক চাকের খাজাল মনে করেন, শরণার্থী সংকটের সমাধান হলো প্রথমে তাদের স্বাগত জানানো এবং তারপর শিক্ষা ও কর্মসংস্থানের মাধ্যমে সমাজের মূল স্রোতে তাদের সমন্বয় করা৷


শরণার্থীদের বিষয়ে সরকারি স্তরে আলাপ-আলোচনা, তর্ক-বিতর্কের পাশাপাশি তাদের অবস্থা নিয়ে নানা প্রতিবেদন, ছবি, ব্যঙ্গচিত্র শেয়ার করছেন টুইটার ব্যবহারকারীরা৷ যেমন অ্যান্ড্রু ফাংক শরণার্থীদের প্রতি বৈষম্যের বিরুদ্ধে একটি ব্যঙ্গচিত্র শেয়ার করেছেন৷


জার্মানিতে পৌঁছে শরণার্থী পরিবারের এক শিশুর অভিব্যক্তি দেখে ক্যাথরিন মাহোনি আশা প্রকাশ করেছেন, তার ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয়৷

আরেক শরণার্থী পরিবারের উজ্জ্বল, আশাভরা অভিব্যক্তি শেয়ার করেছেন রোসমে ওয়ারডা৷


সংকলন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ