1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শরণার্থীদের সাহায্য করে বিপাকে জার্মানরা

১৯ নভেম্বর ২০১৮

কথা ছিল রাজনৈতিক আশ্রয় পাওয়া পর্যন্ত জার্মানিতে আসা শরণার্থীদের খরচ দেবেন তাঁরা৷ কিন্তু রাজনৈতিক আশ্রয়ের অনুমতি পেলেও জার্মানিতে আইনি জটিলতার কারণে মোটা অঙ্কের বিল পরিশোধ করতে হচ্ছে পৃষ্ঠপোষকদের৷

Zahlreiche Bürger in Berlin helfen syrischen Flüchtlingen
ছবি: DW/S. Ouchtou

বউয়ের বারণ সত্ত্বেও ক্রিস্টিয়ান ওস্টারহাউস এক সিরীয় শিশু ও নাবালিকার খরচের দায়িত্ব নেন৷ এ বিষয়ে বিদেশ মন্ত্রণালয়ও তাঁকে উৎসাহিত করে৷ অবৈধভাবে জার্মানিতে আসার বদলে দু'জনকে বৈধভাবে জার্মানিতে এসে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করবার সুযোগ করে দিয়েছেন ক্রিস্টিয়ান৷ কিন্তু তিনি জানতেন না, তাঁর খরচের ভার শুধুমাত্র এই দুই সিরীয়র আশ্রয় গৃহীত হওয়াতেই শেষ হবে না৷

‘‘এই দু'জনের জন্য আমরা বিমান ও বাসার ভাড়া দিয়েছি৷ সাথে কিছু টাকাও দিয়েছি যাতে তাঁরা খেয়ে-পরে বাঁচতে পারেন,'' বলেন ক্রিস্টিয়ান৷

ক্রিস্টিয়ানের মতোই জার্মানির বন শহরে রয়েছেন এরকম ৪৫০জন পৃষ্ঠপোষক৷ কিন্তু বেশ কয়েক মাস ধরে জার্মানির প্রায় সাত হাজার পৃষ্ঠপোষক স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে পাচ্ছেন অবাক করা চিঠি৷

গত জুন মাসে দুই সিরীয় শরণার্থীর খরচ বাবদ ক্রিস্টিয়ানের জন্য এসেছে ৭,২৩৯ ইউরোর ( প্রায় সাত লক্ষ বাংলাদেশি টাকা) বিল! বলা হচ্ছে, সিরীয় শিশু ও নাবালিকা কন্যাটি জার্মানিতে রাজনৈতিক আশ্রয় পেলেও এই অঙ্ক মেটাতে হবে খ্রিস্টিয়ানকেই৷

আইন নিয়ে ধোঁয়াশা

 ২০১৬ সালের পরিবর্তিত আইন অনুসারে, শরণার্থীর রাজনৈতিক আশ্রয় প্রাপ্তি হলেও পৃষ্ঠপোষকের ওপর থেকে আর্থিক দায়িত্বের ভার সরে না৷ কিছু কিছু ক্ষেত্রে এই দায়িত্ব বইতে হয় তিন বা পাঁচ বছর ধরেও৷

 

২০১৮ সালের এপ্রিল মাসে জার্মানির শ্রম ও সমাজব্যবস্থা মন্ত্রণালয় ঘোষণা দেয় যে, এই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে না পৌঁছানো পর্যন্ত পৃষ্ঠপোষকদের কোনো টাকা সরকারকে দিতে হবে না৷ তবুও ক্রিস্টিয়ানের কাছে একের পর এক চিঠি আসতে থাকে৷

বন শহরের আইনজীবী লোথার মাহলবের্গ ক্রিস্টিয়ানের মতো পৃষ্ঠপোষকদের পক্ষে আদালতে লড়েন৷ তাঁর মতে, ‘‘নিজেদের আর্থিক ঝুঁকির মধ্যে রেখেও এই মানুষেরা যুদ্ধবিধ্বস্ত দেশের মানুষের পাশে দাঁড়াতে চেয়েছেন৷ বিপজ্জনক বা বেআইনী পথের বদলে আইনসম্মতভাবেশরণার্থীদের জার্মানিতে আনতে চাইলেও সরকারএদের সাহায্যের বদলে আরো জটিলতায় ফেলছে৷''

সততার জন্য শাস্তি?

আদতে সিরীয় ফারিদ হাসান বছর কুড়ি আগে জার্মানিতে আসেন৷ নিজের আর্থিক টানাপোড়েন সত্ত্বেও যুদ্ধের সময় সিরিয়া থেকে নিজ দায়িত্বে পিতা ও দুই ভাইকে এখানে নিয়ে আসার ব্যবস্থা করেন৷

ক্রিস্টিয়ানের মতো তিনিও পেয়েছেন একটি চিঠি৷ কিন্তু তাতে টাকার অঙ্ক দেখে ঘাবড়ে গেছেন হাসান৷ বর্তমানে ২,০০০ ইউরো প্রতিমাসে রোজগার করা হাসানের ওপর বর্তেছে ৮৫,০০০ ইউরো মেটানোর দায়৷

‘‘অন্যদের মতো আমার পরিবারও যদি চোরাপথে জার্মানিতে আসতো, তাহলে কিছু হতো না৷ আইন মেনে চলতে গিয়েই আমার এই দশা৷'', জানান হতাশ হাসান৷

অলিভার পিপার/এসএস/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ