1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শরণার্থীরাই জার্মানদের বেশি ভাবনার কারণ

১০ জানুয়ারি ২০২০

সাম্প্রতিক একটি সমীক্ষা জানাচ্ছে, জলবায়ু পরিবর্তন ও শরণার্থী বিষয়ক আইনকানুন এখনও জার্মানদের ভাবাচ্ছে৷

ছবি: Reuters/F. Bensch

বৃহস্পতিবার ডয়েচলান্ড ট্রেন্ড পোলের একটি সমীক্ষা জানিয়েছে, এই মুহূর্তে জার্মানদের সবচেয়ে বেশি ভাবনার কারণ দেশের শরণার্থী নীতি ও বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন৷

এর আগের সমীক্ষার তুলনায় শরণার্থী ইস্যু বিষয়ে জার্মানদের উদ্বেগ কমেছে ১৬ পয়েন্ট, জানাচ্ছে ডয়েচলান্ড ট্রেন্ড পোল৷ উল্টোদিকে, ১৮ পয়েন্ট বেড়েছে জলবায়ু পরিবর্তনের গুরুত্ব৷

তারপরেও, সমীক্ষায় অংশগ্রহণকারীদের মোট ৩১ শতাংশের উদ্বেগ শরণার্থীনীতি নিয়েই৷ জলবায়ু পরিবর্তনের জন্য চিন্তিত মানুষের সংখ্যা অংশগ্রহণকারীদের ২৭ শতাংশ৷

এই দুটি ইস্যু ছাড়াও জার্মানদের ভাবাচ্ছে দেশের শিক্ষা ব্যবস্থা, সামাজিক অন্যায় ও চলাফেরার স্বাধীনতার মতো বিষয়গুলি৷

একই সমীক্ষা থেকে উঠে আসছে আরেকটি তথ্য৷ নিরাপত্তা, অপরাধ ও সন্ত্রাসবাদের মতো আন্তর্জাতিক বিষয় নিয়ে সবচেয়ে কম চিন্তা করেন জার্মানরা৷ সমীক্ষায় অংশগ্রহণকারীদের মাত্র ছয় শতাংশ মানুষের মতে  নিরাপত্তা, অপরাধ ও সন্ত্রাসবাদ জার্মানদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়৷ 

এগিয়ে কোন রাজনৈতিক দল?

ডয়েচলান্ড ট্রেন্ড পোলের এই সমীক্ষার আরেকটি অংশে উঠে আসে জার্মান রাজনৈতিক দলগুলির জনপ্রিয়তার হিসাব৷ প্রশ্ন করা হয়, এই মুহূর্তে নির্বাচন সংগঠিত হলে কোন দলকে ভোট দেবেন নাগরিকেরা?

এই হিসাবে সমালোচনা সত্ত্বেও এগিয়ে আঙ্গেলা ম্যার্কেলের দল ক্রিস্টিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন (সিডিইউ)৷ তাদের স্বপক্ষে রায় দিয়েছে মোট ২৭ শতাংশ অংশগ্রহণকারী৷

দ্বিতীয় স্থান লাভ করেছে পরিবেশবাদী গ্রিন পার্টি৷ তারা পেয়েছেন ২৩ শতাংশের ইতিবাচক রায়৷ এক সময় সিডিইউর মূল বিরোধী দল হিসাবে গণ্য সোশাল ডেমোক্র্যাট পার্টি বা এসপিডি বর্তমানে পেয়েছেন মোট ১৩ শতাংশ অংশগ্রহণকারীদের ভোট৷

এসএস/কেএম (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ