সাম্প্রতিক একটি সমীক্ষা জানাচ্ছে, জলবায়ু পরিবর্তন ও শরণার্থী বিষয়ক আইনকানুন এখনও জার্মানদের ভাবাচ্ছে৷
বিজ্ঞাপন
বৃহস্পতিবার ডয়েচলান্ড ট্রেন্ড পোলের একটি সমীক্ষা জানিয়েছে, এই মুহূর্তে জার্মানদের সবচেয়ে বেশি ভাবনার কারণ দেশের শরণার্থী নীতি ও বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন৷
এর আগের সমীক্ষার তুলনায় শরণার্থী ইস্যু বিষয়ে জার্মানদের উদ্বেগ কমেছে ১৬ পয়েন্ট, জানাচ্ছে ডয়েচলান্ড ট্রেন্ড পোল৷ উল্টোদিকে, ১৮ পয়েন্ট বেড়েছে জলবায়ু পরিবর্তনের গুরুত্ব৷
তারপরেও, সমীক্ষায় অংশগ্রহণকারীদের মোট ৩১ শতাংশের উদ্বেগ শরণার্থীনীতি নিয়েই৷ জলবায়ু পরিবর্তনের জন্য চিন্তিত মানুষের সংখ্যা অংশগ্রহণকারীদের ২৭ শতাংশ৷
এই দুটি ইস্যু ছাড়াও জার্মানদের ভাবাচ্ছে দেশের শিক্ষা ব্যবস্থা, সামাজিক অন্যায় ও চলাফেরার স্বাধীনতার মতো বিষয়গুলি৷
একই সমীক্ষা থেকে উঠে আসছে আরেকটি তথ্য৷ নিরাপত্তা, অপরাধ ও সন্ত্রাসবাদের মতো আন্তর্জাতিক বিষয় নিয়ে সবচেয়ে কম চিন্তা করেন জার্মানরা৷ সমীক্ষায় অংশগ্রহণকারীদের মাত্র ছয় শতাংশ মানুষের মতে নিরাপত্তা, অপরাধ ও সন্ত্রাসবাদ জার্মানদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়৷
জার্মানরা যখন অভিবাসী
উন্নত জীবনের আশায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনেকেই আসেন জার্মানিতে৷ কিন্তু জানেন কি, প্রতি বছর প্রায় আড়াই লাখ মানুষ জার্মান অন্যদেশে পাড়ি জমায়৷ ছবিঘরে দেখুন অভিবাসী হতে জার্মানদের পছন্দের দেশ কোনগুলো৷
ছবি: Getty Images/C. Koall
সুইজারল্যান্ড
অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভলপমেন্ট (ওএসিডি) ভুক্ত দেশ সমূহের মধ্যে সুইজারল্যান্ডে সবচেয়ে বেশি জার্মানদের বাস৷ জার্মানির তুলনায় শতকরা ৫০ ভাগ বেশি আয়ের সুযোগ, ট্যাক্স প্রাদানের হার কম ও ভাষাগত মিল থাকায় এ দেশটিই জার্মানদের কাছে সবচেয়ে প্রিয়৷ দেশটিতে মোট সাড়ে চার লাখ জার্মান নাগরিকের বাস যা জার্মান মোট অভিবাসীর ১৬ দশমিক তিন ভাগ৷
ছবি: imago/BE&W
অস্ট্রিয়া
জার্মান অভিবাসীদের শতকরা ১৩ দশমিক পাঁচ ভাগ রয়েছে অস্ট্রিয়াতে৷ সুইজারল্যান্ডের মতো এ দেশটির প্রধান ভাষাও জার্মান৷ কাজের পাওয়ার ক্ষেত্রেও ততোটা সীমাবদ্ধতা নেই৷ ওএসিডির তথ্য অনুযায়ী অস্ট্রিয়াতে আছে প্রায় দুই লাখ জার্মান নাগরিক৷
ছবি: picture-alliance/dpa/F. Diemer
যুক্তরাজ্য
তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্য৷ তথ্য বলছে, এ দেশটিতে প্রায় দেড় লাখ জার্মান নাগরিক রয়েছে, যা মোট জার্মান অভিবাসীর দশ ভাগ৷ বিশ্ববিদ্যালয় ও স্বাস্থ্য সেবাসহ নানা খাতে কর্মরত আছেন তাঁরা৷
ছবি: picture-alliance/AP-Photo/A. Pezzali
নেদারল্যান্ডস
জার্মানদের জন্য ডাচ ভাষা শেখা অনেকটা সহজ বিশেষ করে যারা ইংরেজি জানেন তাঁদের জন্য৷ ওএসিডি বলছে, জার্মান অভিবাসীদের মোট আট দশমিক সাত ভাগ রয়েছে নেদারল্যান্ডসে৷দেশটির আয়েশি জীবনযাপন জার্মানদের বেশ পছন্দ বলে জানা গেছে৷
ছবি: picture-alliance/dpa/TASS/A. Ryumin
স্পেন
জার্মান অভিবাসীদের সাত দশমিক পাঁচ ভাগের বাস স্পেনে৷ দেশটি জার্মানদের অনেক পছন্দ৷ ছুটি কাটাতে তাঁদের অনেকেই ছুটে যান বার্সেলোনা বা মাদ্রিদে৷ তবে স্পেনের শ্রমবাজার জার্মানির মতো অতোটা শক্তিশালী না হওয়ার কারণে জার্মানদের অনেকেই আবার দেশটিকে বসবাসের জন্য ততোটা পছন্দ করেন না৷
ছবি: picture-alliance/imageBROKER/J. Tack
তুরস্ক
ইউরোপীয়ার ইউনিয়নভুক্ত না হলেও ইউরোপের সীমানঘেষা এ দেশটি অনেক জার্মানের কাছেই বেশ পছন্দের৷ তথ্য বলছে, জার্মান অভিবাসীদের চার দশমিক সাত ভাগ রয়েছে এ দেশটিতে৷
ফ্রান্স
বলা হয়ে থাকে ইউরোপে জার্মানির সবচেয়ে কাছের বন্ধু নাকি ফ্রান্স৷জার্মান অভিবাসীদের মোট চার দশমিক তিন ভাগ রয়েছে প্রতিবেশি এ রাষ্ট্রটিতে৷
ছবি: picture-alliance/NurPhoto/J. Porzycki
জাপান
এশিয়ার এ দেশটি অনেক জার্মানের কাছে বেশ পছন্দের৷ তথ্য বলছে, মোট অভিবাসীর চার দশমিক তিন ভাগ রয়েছে সুর্যোদয়ের এ দেশটিতে৷
ছবি: Getty Images/AFP/C. Triballeau
যুক্তরাষ্ট্র
এশিয়া কিংবা আফ্রিকান অভাবিসীদের অনেকের কাছেই প্রধম পছন্দ যুক্তরাষ্ট্র৷ কিন্তু জার্মানদের বেলায় তা নয়৷ তথ্য বলছে জার্মান অভিবাসীদের তিন দশমিক নয় ভাগের বাস যুক্তরাষ্ট্রে৷
ছবি: picture-alliance/AP Photo/R. Drew
নিউজিল্যান্ড
তালিকায় সবার নিচে রয়েছে এ দেশটি৷মোট জার্মান অভিবাসীর তিন দশমিক সাত ভাগ রয়েছে নিউজিল্যান্ডে৷
ছবি: Getty Images/M. Bradley
10 ছবি1 | 10
এগিয়ে কোন রাজনৈতিক দল?
ডয়েচলান্ড ট্রেন্ড পোলের এই সমীক্ষার আরেকটি অংশে উঠে আসে জার্মান রাজনৈতিক দলগুলির জনপ্রিয়তার হিসাব৷ প্রশ্ন করা হয়, এই মুহূর্তে নির্বাচন সংগঠিত হলে কোন দলকে ভোট দেবেন নাগরিকেরা?
এই হিসাবে সমালোচনা সত্ত্বেও এগিয়ে আঙ্গেলা ম্যার্কেলের দল ক্রিস্টিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন (সিডিইউ)৷ তাদের স্বপক্ষে রায় দিয়েছে মোট ২৭ শতাংশ অংশগ্রহণকারী৷
দ্বিতীয় স্থান লাভ করেছে পরিবেশবাদী গ্রিন পার্টি৷ তারা পেয়েছেন ২৩ শতাংশের ইতিবাচক রায়৷ এক সময় সিডিইউর মূল বিরোধী দল হিসাবে গণ্য সোশাল ডেমোক্র্যাট পার্টি বা এসপিডি বর্তমানে পেয়েছেন মোট ১৩ শতাংশ অংশগ্রহণকারীদের ভোট৷
এসএস/কেএম (ডিপিএ, এএফপি)
সবচেয়ে বেশি অভিবাসী পাঠানো ও গ্রহণের দেশ
বিশ্বের মোট জনসংখ্যা ৭৭০ কোটি৷ তার মধ্যে আন্তর্জাতিক অভিবাসীর সংখ্যা সাড়ে তিন ভাগ বা ২৭ কোটি ২০ লাখ৷ কোথা থেকে কোথায় যাচ্ছেন তারা, দেখুন ছবিঘরে৷
ছবি: Getty Images/S. Gallup
ভারত
অভিবাসীদের সংখ্যায় সবচেয়ে এগিয়ে আছে ভারত৷ দেশটির এক কোটি ৮০ লাখ মানুষ বিদেশে পাড়ি জমিয়েছেন৷
ছবি: Getty Images/Ch. Furlong
মেক্সিকো
দ্বিতীয় অবস্থানে আছে মেক্সিকো৷ লাতিন অ্যামেরিকার দেশটির অভিবাসীর সংখ্যা এক কোটি ২০ লাখ৷
ছবি: Reuters/J.-L. Gonzalez
চীন
তৃতীয় অবস্থানে আছে চীন৷ বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটির ১ কোটি ১০ লাখ মানুষ অভিবাসী৷
ছবি: Reuters/C. Cameron
রাশিয়া
রাশিয়ার এক কোটি মানুষ জন্মভূমি ছেড়ে বিভিন্ন দেশে বসবাস করছেন৷
ছবি: picture-alliance/dpa/M. Shipenkov
সিরিয়া
চতূর্থ অবস্থানে আছে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া৷ সেখানকার ৮০ লাখ মানুষ জন্মভূমি ছেড়ে আশ্রয় নিয়েছেন অন্য কোনো দেশে৷
ছবি: Getty Images/C. McGrath
যুক্তরাষ্ট্র
বিশ্বে সবচেয়ে বেশি অভিবাসী আশ্রয় পেয়েছে যুক্তরাষ্ট্রে৷ সেখানে বিভিন্ন দেশের পাঁচ কোটি ১০ লাখ মানুষ বসবাস করছে৷
ছবি: Reuters/M. Blake
জার্মানি
অভিবাসীদের আশ্রয় দেয়ার ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে আছে জার্মানি৷ বিভিন্ন দেশের এক কোটি ৩০ লাখ মানুষ বাস করছে জার্মানিতে৷
ছবি: Getty Images/AFP/O. Andersen
সৌদি আরব
অভিবাসী মানুষের তৃতীয়সেরা গন্তব্য সৌদি আরব৷ এক কোটি ৩০ লাখ বিদেশি আছেন মধ্যপ্রাচ্যের দেশটিতে৷
ছবি: picture-alliance/AP/E. Asmare
রাশিয়া
রাশিয়াতে এক কোটি ২০ লাখ অভিবাসীর বসবাস৷ সংখ্যার দিক থেকে যা চতুর্থ সর্বোচ্চ৷
ছবি: picture-alliance/dpa/TASS/S. Savostyanov
যুক্তরাজ্য
যুক্তরাজ্যে বসবাসকারী মানুষের এক কোটি বিভিন্ন দেশের নাগরিক৷ অভিবাসীদের গন্তব্যদেশগুলোর মধ্যে যুক্তরাজ্যের অবস্থান পঞ্চম৷