1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শরণার্থী গ্রহণে শৃঙ্খলা, নিয়ন্ত্রণ

২৬ অক্টোবর ২০১৫

শরণার্থী গ্রহণের বিষয়ে বলকান দেশগুলোর সঙ্গে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ঐকমত্যে পৌঁছেছে ইইউ৷ সুবাদে গ্রিস থেকে জার্মানির পথে শিগগিরই শরণার্থী গ্রহণ কেন্দ্র বাড়ানোর পাশাপাশি সীমান্ত নিরাপত্তা জোরদারের উদ্যোগও নেয়া হবে৷

Balkan-Gipfel in Brüssel am 25.10.2015
ছবি: picture-alliance/dpa/Olivier Hoslet

রোববার চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল বলেছেন, শরণার্থীদের ত্রাণ, আশ্রয়কেন্দ্র এবং অন্যান্য সুযোগ-সুবিধা জরুরি ভিত্তিতে দরকার৷ তিনি আরো বলেন, ইউরোপীয় ইউনিয়নকে শরণার্থীদের পাশে দাঁড়াতে হবে এবং দেখাতে হবে যে ‘‘ইউরোপ মূল্যবোধের স্থান, ইউরোপ সংহতির মহাদেশ৷'' ব্রাসেলসে বলকান দেশগুলোর সঙ্গে অনুষ্ঠিত ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ নেতাদের বৈঠকে জার্মান চ্যান্সেলর এ কথা বলেন৷

সোমবার ব্রাসেলসে এক যৌথ সংবাদ সম্মেলনে ইইউ কমিশনের প্রেসিডেন্ট জঁ-ক্লোদ ইয়ুংকার জানান, সার্বিয়া, মেসিডোনিয়া এবং আলবেনিয়াসহ ইউরোপীয় ইউনিয়নের আটটি দেশ গ্রিস এবং বলকান অঞ্চলে বেশি হারে অভিবাসনপ্রত্যাশী গ্রহণের ‘অ্যাকশন প্ল্যান' তৈরি করেছে৷ পরিকল্পনা অনুযায়ী, গ্রিস ও বলকান অঞ্চল মিলিয়ে ১ লাখ স্থানে অভিবাসনপ্রত্যাশীদের গ্রহণ করা হবে৷

বিশ্লেষকরা মনে করছেন, এই পরিকল্পনার ফলে ইউরোপ হয়তো চলমান শরণার্থী সংকট কাটিয়ে উঠতে পারবে৷

ব্রাসেলসের সংবাদ সম্মেলনে ইয়ুংকার আরো বলেন, ‘‘(শরণার্থী সংকট) পরিস্থিতি সামাল দেয়ার একমাত্র উপায় হচ্ছে, মানুষের যে অনিয়ন্ত্রিত স্রোত আসছে তার গতি মন্থর করে দেয়া৷'' পরিকল্পিত ১ লাখ শরণার্থী কেন্দ্রের অর্ধেরক হবে গ্রিসে, বাকি অর্ধেক, অর্থাৎ ৫০ হাজার হবে মেসিডোনিয়া, সার্বিয়াসহ অন্যান্য বলকান দেশে৷

শরণার্থী গ্রহণ কেন্দ্র বাড়ানোর পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত রক্ষা এজেন্সি ফ্রন্টেক্স-কে আরো সক্রিয় করা, অভিবাসনপ্রত্যাশীদের বিষয়ে তথ্য সংগ্রহ এবং সদস্য দেশগুলোর মধ্যে তার আদান-প্রদান বৃদ্ধির উদ্যোগও নেবে ইইউ৷ স্লোভেনিয়ায় এক সপ্তাহের মধ্যে আরো ৪০০ পুলিশ কর্মকর্তা মোতায়েন করা হবে৷

রবিবার রেকর্ড ১৫ হাজার অভিবাসনপ্রত্যাশী স্লোভেনিয়ায় প্রবেশ করে৷ সে দেশে অভিবাসী হতে আগ্রহীদের সংখ্যা প্রতিদিনই বাড়ছে৷ স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী সিরো সেরার এ বিষয়ে শঙ্কা প্রকাশ করতে গিয়ে বলেছেন, ‘‘তাড়াতাড়ি ব্যবস্থা না নেয়া হলে ইউরোপীয় ইউনিয়ন অস্তিত্বের সংকটে পড়তে পারে৷''

এসিবি/ডিজি (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ