1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শরণার্থী তরুণ-তরুণীদের ঠাঁই হামবুর্গের নাট্যশালা

১৫ জানুয়ারি ২০১১

শরণার্থীদের জন্য বিদেশের মাটিতে নিরাপদ একটি আশ্রয় সহজ কোনো বিষয় নয়৷ কিন্তু জার্মানির একটি নাট্যদল সহজেই করছে সেই কাজ৷ এ নাট্যদলের সঙ্গে সম্পৃক্ত হয়ে সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে শরণার্থী তরুণ-তরুণীরা ভুলেছেন তাঁদের বেদনা৷

Hajusom, projekt, Hamburg, Performance, জার্মানি, শরণার্থী, নাটক, হায়ুসোম, তরুণ, তরুণী, ঠাঁই, বিদেশি, আশ্রয়, নাট্য, Germany, Theater, Drama, Play, Culture, Entertainment,
নাট্যদলটির নাম ‘হায়ুসোম'ছবি: Hajusom

নাট্যদলটির নাম ‘হায়ুসোম'৷ গত বারো বছর ধরে তরুণদের সহযাত্রী হয়ে কাজ করছে এই নাট্য প্রকল্পটি৷ গান, নাচ, অভিনয় এইসবের মাধ্যমে এই দলটি শরণার্থী তরুণ-তরুণীদের ফেলে আসা দুঃখময় স্মৃতি ভুলে থাকতে সাহায্য করছে৷

নাট্যদলের শিল্পীদের মধ্যে একজন আর্মান মার্জাক৷ এসেছেন আফগানিস্তান থেকে৷ যিনি আফগানিস্তানের যুদ্ধের প্রত্যক্ষদর্শী৷ অন্যদিকে, সাহার ইসলাহি এসেছেন ইরান থেকে৷ তিনি মায়ের সঙ্গে এখানে এলেও, প্রায়ই নিঃসঙ্গ বোধ করতেন৷ ‘হায়ুসোম' ছাড়া অন্য কোথাও গিয়ে সমবয়সি বন্ধু খোঁজা তাঁর জন্য ছিলো কঠিন৷ নয়মাস হলো তিনি এখানে এসেছেন৷­

নাচ-গানে মেতে আছেন হায়ুসোমে কর্মরত শরণার্থীরাছবি: DW

নাট্যদলের আরেকজন সদস্য ওসমান দিয়াল্লো৷ তিনি বলেন, ‘‘কেবল অন্যদের সঙ্গে মজা করার জন্য আমি এখানে এসেছি৷'' ১৮ বছর বয়সি ওসমান এসেছেন পশ্চিম আফ্রিকার একটি দেশ থেকে৷ যিনি তাঁর বাবার হত্যার প্রত্যক্ষদর্শী৷ মানসিক আঘাতের কারণে তিনি এখনও থেরাপি নিচ্ছেন৷ কিন্তু এই নাট্যদলটিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত এখন পর্যন্ত সবচেয়ে ভালো চিকিৎসা বলে মনে করেন ওসমান৷

যদিও তরুণ শিল্পীরা মঞ্চে অভিনয় করার সময় প্রায়ই যুদ্ধ এবং সংকটকালীন পুরানো স্মৃতি তুলে ধরেন, হায়ুসোম তাঁদেরকে সেই অতীত স্মৃতি ভোলার সুযোগ করে দেয়৷ এই নাট্যদলের শৈল্পিক পরিচালক ডোরোথেয়া রাইনিকে বলেন, যে কেউ এই দলে অংশ নিতে পারেন৷ তিনি বলেন, এখানে এসে কেউ খুব সহজেই খুঁজে পেতে পারেন বন্ধু৷ তবে কোন বিষয়টি নিয়ে নতুন করে শেখার আগ্রহ রয়েছে, সেটা তাঁদেরকে প্রথমে জেনে নিতে হয়৷ এরপর তাঁরা সেই বিষয়ে নিজেদের পারদর্শী করে তোলেন৷ বিশেষ করে সেই ধরণের তরুণ-তরুণীরা এখানে রয়েছেন, যাঁরা আমাদেরকেও আনন্দ দিতে সক্ষম৷ এমনকি যাঁরা লজ্জা পেয়ে নিজেদের ‘পারফর্মেন্স' দেখান না, তাঁরাও এতে যোগ দিতে পারেন৷ তিনি বলেন, আসলে কোন চরিত্রটি তাঁরা মঞ্চস্থ করবেন, তাঁদের জন্য সেটা খুঁজে বের করাটাই আমাদের অন্যতম কাজ৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ