1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শরণার্থীদের পাশে শাকিরা

২৩ সেপ্টেম্বর ২০১৫

পুরোপুরি ঐকমত্য সম্ভব না হলেও অবশেষে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলি শরণার্থী সংকটের ক্ষেত্রে সংঘবদ্ধভাবে পদক্ষেপ নেবার সিদ্ধান্ত নিয়েছে৷ ফলে ইইউ-জুড়ে শরণার্থীদের বণ্টনের পথ খুলে গেল৷

ছবি: picture-alliance/dpa/I. Ruzsa

ইউরোপীয় কমিশন, পার্লামেন্ট ও পরিষদ সদস্য দেশগুলির প্রতি সক্রিয় হবার ডাক দিয়েছে৷

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা এ প্রসঙ্গে মনে করিয়ে দিচ্ছে যে, ইউরোপে শরণার্থীদের ঢল কিন্তু কমেনি৷ তাই শুধু বণ্টন নয়, যারা প্রতিদিন ইউরোপে প্রবেশ করছে, তাদের দেখাশোনা করতেও বিশাল বিনিয়োগ প্রয়োজন৷

সংগীত শিল্পী শাকিরা নিজের জনপ্রিয়তা কাজে লাগিয়ে শরণার্থীদের সহায়তায় এগিয়ে এসেছেন৷ তিনি নিজেই এ বিষয়ে একটি ভিডিও প্রকাশ করেছেন৷

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ-এর নির্বাহী পরিচালক কেনেথ রথ শুধু ইউরোপ নয়, অ্যামেরিকার ভূমিকারও সমালোচনা করেছেন৷

পূর্ব ইউরোপের দেশগুলিতে শরণার্থী গ্রহণের বিষয়ে যে অনীহা দেখা যাচ্ছে, তার প্রেক্ষাপটে ‘দ্য ইকোনমিস্ট' পত্রিকা একটি প্রতিবেদন প্রকাশ করেছে৷ তাদের মতে, পূর্ব ইউরোপের স্বার্থেই তাদের শরণার্থীদের প্রয়োজন রয়েছে৷ এই প্রতিবেদনটি অনেকেই শেয়ার করেছেন৷

উলরিকে গেরো মনে করেন, ইইউ ভোটাভুটির মাধ্যমে শরণার্থীদের বণ্টনের বিষয়ে যে সিদ্ধান্ত নিয়েছে, তার জন্য বাহবা দেওয়া উচিত৷

সংকলন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ