1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শরণার্থী রুখতে আরো কঠোর হবে অস্ট্রিয়া

৪ জুলাই ২০১৭

শরণার্থীর স্রোত রুখতে ইটালি সীমান্তে সৈন্য মোতায়েনের কথা ভাবছে অস্ট্রিয়া৷ দেশটির প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, অবস্থার উন্নতি না হলে খুব দ্রুতই এ পদক্ষেপ নেয়া হতে পারে৷

Österreich Hans Peter Doskozil Verteidigungsminister
ছবি: picture-alliance/epa/M. Kanizaj

সোমবার এক প্রতিবেদনে জাতিসংঘ জানায়, ভূমধ্যসাগর অতিক্রম করে অভিবাসনপ্রত্যাশীদের ইউরোপে আসা আবার বাড়ছে৷ প্রতিবেদনে বলা হয়, এ বছর এ পর্যন্ত ৮৫ হাজারেরও বেশি অভিবাসনপ্রত্যাশী ভূমধ্যসাগর হয়ে ইটালিতে প্রবেশ করেছে৷ গত বছরের তুলনায় শতকরা ২০ ভাগ বেশি অভিবাসনপ্রত্যাশী এসেছে এই সময়ে৷ প্রতিবেদনে আরো বলা হয়, আগামীতে ইউরোপে প্রবেশের এ প্রবণতা আরো বাড়তে পারে৷

এই প্রতিবেদন প্রকাশের পরই ইটালি সীমান্তে সৈন্য মোতায়েনের পরিকল্পনার কথা জানায় অস্ট্রিয়া৷ সে দেশের প্রতিরক্ষা মন্ত্রী পেটার ডসকোসিল জানান, পরিস্থিতির উন্নতি না হলে খুব শিগগিরই ইটালি সীমান্তে নজরদারি জোরদার করবে ভিয়েনা৷ অস্ট্রিয়ার দৈনিক ‘ক্রোন'-এর অনলাইন সংস্করণকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, ইটালি সীমান্তে ৭৫০ জন সেনাসদস্যকে পাঠানো হতে পারে৷

শরণার্থী প্রশ্নে অস্ট্রিয়ার কঠোর অবস্থান অবশ্য নতুন নয়৷ ২০১৫ সালে ইউরোপে শরণার্থী সংকট শুরুর পর থেকেই দেশটি শরণার্থীর আগমন রুখতে কঠোর হচ্ছে৷ প্রতিবেশী স্লোভেনিয়া এবং হাঙ্গেরির মতো তারাও ইতিমধ্যে সীমান্তে নিয়ন্ত্রণ আরোপ শুরু করেছে৷

আগামী আগস্টে অস্ট্রিয়ায় সাধারণ নির্বাচন৷ শরণার্থী সংকট শুরুর পর থেকে সেদেশে ডানপন্থি অস্ট্রিয়ান ফ্রিডম পার্টি (এএফপি)-র জনপ্রিয়তা বাড়ছে৷

এসিবি/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ