1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজউত্তর অ্যামেরিকা

শরণার্থী রুখতে করোনা-কালের আইন বলবৎ থাকছে অ্যামেরিকায়

২৮ ডিসেম্বর ২০২২

মার্কিন সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিয়েছে। বাইডেন প্রশাসন অবশ্য এই আইন তুলে নেওয়ার কথা বলেছিল।

অ্যামেরিকা
ছবি: John Moore/Getty Images/AFP

টাইটেল ৪২ আইনটি নিয়ে অ্যামেরিকায় দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে। এই আইনের সাহায্যে যে কোনো শরণার্থী, উদ্বাস্তু, অ্যাসাইলামসিকার, অভিবাসনপ্রত্যাশীকে বিনা নোটিসে দেশ থেকে বার করে দেয়া যায়। সীমান্তে আটকে দেওয়া যায় শরণার্থীদের। ২০২০ সালে ডনাল্ড ট্রাম্পের প্রশাসন করোনাকে সামনে রেখে এই আইনটি বলবৎ করেছিল। করোনা পরবর্তী সময়ে আইনটি জারি থাকবে কি না, তা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল। বাইডেন প্রশাসন আইনটি তুলে দিতে চাইলেও ১৯টি সীমান্তবর্তী রাজ্য এর পক্ষে সওয়াল করে। প্রতিটি রাজ্যই রিপাবলিকানদের দিকে ঝুঁকে। আদালত শেষ পর্যন্ত ৫-৪ ভোটে আইনটি আপাতত বলবৎ রাখার সিদ্ধান্ত নেয়।

যদিও একই সঙ্গে আদালত জানিয়েছে, সীমান্তবর্তী যে সমস্যাগুলির কথা রাজ্যগুলি বলছে, তার সঙ্গে করোনার কোনো সম্পর্ক নেই। ফলে করোনার আইন জারি রেখে সীমান্তের সমস্যা মেটানোর যে ভাবনা তারা জানিয়েছে, তার অর্থহীন।

টাইটেল ৪২ কী

১৯৪৪ সালে অ্যামেরিকায় প্রথম বিতর্কিত টাইটেল ৪২ আইনটি পাশ হয়। গণস্বাস্থ্যের কথা মাথায় রেখে এই আইন তৈরি হয়েছিল। কিন্তু আইনটি প্রথম বলবৎ হয় ২০২০ সালে ট্রাম্প প্রশাসনের হাত ধরে। এই আইনের সাহায্যে অতি সহজেই ভিসাহীন অঅ্যামেরিকাবাসীকে বিনা নোটিসে দেশ থেকে বিতাড়িত করা যায়। এখনো পর্যন্ত এই আইন দুই দশমিক পাঁচ মিলিয়ন বার প্রয়োগ হয়েছে বলে আদালতে জানিয়েছে প্রশাসন। এই আইনের সাহায্যে বহু শরণার্থীকে অ্যামেরিকায় প্রবেশ করতে দেওয়া হয়নি।

আইনজ্ঞদের বক্তব্য, শরণার্থী এবং অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে অ্যামেরিকায় নানা সমস্যা আছে। মঙ্গলবারও মেক্সিকো সীমান্তে হাজার হাজার অভিবাসনপ্রত্যাশীরা ভিড় জমিয়েছেন। বিষয়টি নিয়ে মার্কিন প্রশাসনকে ভাবতেই হবে। কিন্তু টাইটেল ৪২ অত্যন্ত খারাপ আইন। অভিবাসনপ্রত্যাশী এবং শরণার্থীদের সঙ্গে অমানবিক আচরণ করার সুযোগ থাকে এই আইনে। করোনার সময় তা করা হয়েছিল বলে অভিযোগ। করোনাপরবর্তীকালে সে কারণেই আইনটি তুলে নেওয়ার কথা বলা হয়েছিল।

এসজি/জিএইচ (এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ