শরণার্থী শিশুদের আপন করে নিয়েছে জার্মান ফুটবল ক্লাব
১৬ নভেম্বর ২০২৪উদ্যোগটি সম্প্রতি জার্মানির ফুটবল অ্যাসোসিয়েশনের কাছ থেকে প্রশংসা পেয়েছে৷
মাত্র কয়েকটি হাতের ইশারায় সেলিম মেহদাউই বোঝান বন-এর একটি প্রাথমিক বিদ্যালয়ের শরীরচর্চা কেন্দ্রে জড়ো হওয়া শিশুদের কাছ থেকে তিনি কী চান৷ তারা ঘরের মাঝখানে একত্রিত হয়ে একটি বৃত্তাকার চক্র গঠন করে৷ উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করতে থাকে নিজের নামে ডাক আসা পর্যন্ত৷
সেলিম তার হাতে একটি ফুটবল নিয়ে প্রতিটি শিশুর নাম বলার পর তারা অনুশীলন শুরু করে৷ কোচ ডিডাব্লিউকে জানান, ‘‘বাচ্চারা আমাদের আচার-অনুষ্ঠানে অভ্যস্ত হয়ে যাচ্ছে৷ সম্মিলিত শুভেচ্ছা ও বিদায়ের মতো বিষয়গুলো চর্চা করছে৷'' সেলিম জোর দিয়ে বলেন, খেলাধুলার পাশাপাশি এটি অংশগ্রহণকারীদের সামাজিকভাবে একীভূত হওয়ার বিষয়েও সহায়তা করছে৷ ক্লাবের সামাজিক পরিবেশ গুরুত্বপূর্ণ৷ কারণ, অংশগ্রহণকারীরা শরণার্থীদের জন্য নির্ধারিত নিকটবর্তী একটি প্রাথমিক অভ্যর্থনা কেন্দ্র থেকে আসে৷
শরণার্থী আবাসনটির স্বেচ্ছাসেবক ও সমন্বয়কারী অ্যান্টজে নেখিলি ডিডাব্লিউকে বলেন, ‘‘বাচ্চাদের জন্য এই ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ, কারণ, তারা পালিয়ে আসার সময় অনেকেরই খুব খারাপ অভিজ্ঞতা হয়েছিল৷ তাই মাঝে মাঝেই তাদের আচরণে কিছুটা নিষ্ঠুরতা প্রকাশ পেতে পারে৷'' তিনি আরও বলেন ‘‘এখানে তাদের পুনরায় সহনশীল হতে শেখানো হয়েছে৷ শিশুরা আবারও ভাল, খেলাধুলাপূর্ণ সামাজিক সম্পর্ক বজায় রাখতে পারে৷''
নেখিলি এবং হ্যার্থা বন ২০২২ সালের মার্চে ‘ফুটবল কানেক্টস' প্রকল্পটি চালু করেন৷
ভাষা একটি বাধা
দুই বছর আগে যখন এই প্রকল্পটি চালু করা হয়েছিল, তখন সেলিম এখানে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ শুরু করেন৷ সেলিম যোগাযোগের জন্য একটি নির্দেশিকা তৈরি করেছিলেন৷ বিশেষত তাকে ও তার সহকর্মীদের জন্য শিশুদের সঙ্গে যোগাযোগ করা বেশ কঠিন ছিল৷
সেলিম বলেন, ‘‘এটি আমাকে অনেক আনন্দ দেয়৷ আপনি দেখতেই পাচ্ছেন যে বাচ্চারা ভাল করছে৷ তা দেখে আমি সত্যিই অনুপ্রাণিত৷''
হ্যার্থা বন-এর ভাইস প্রেসিডেন্ট ইয়োর্গ মিশেল ডিডাব্লিউকে বলেন, ‘‘অবশ্যই এটি একটি চ্যালেঞ্জ, কারণ ভাষার প্রতিবন্ধকতা রয়েছে এবং প্রতিটি প্রশিক্ষণে নতুন শিশুরা আসছে৷ তারা বিভিন্ন দেশ থেকে আসে এবং প্রায়ই তাদের মধ্যে কথা বলার কোনো একটি সাধারণ ভাষা থাকে না৷'' এ কারণে কোচদের পক্ষে শিশুদের কাছে পৌঁছানো কঠিন হয়ে পড়ে বলে জানান মিশেল৷
সেলিম সমস্যাটি মোকাবেলা করেছিলেন এবং সমাধান তৈরি করেছিলেন৷ যোগাযোগ যখন ইংরেজি বা ফরাসি ভাষায় হয় না তখন সেলিম শিশুদের ছোট ছোট কার্ড দেখিয়ে তাদের সঙ্গে অমৌখিকভাবে যোগাযোগ করেন৷
ক্লাবটি ফুটবলকে সাধারণ ভাষা হিসাবে ব্যবহার করে, যা সারা বিশ্বে বোঝা যায়৷
সমাজে একীভূত হতে ক্লাবের ভূমিকা
ক্লাবে স্বল্প সময়ের জন্য থাকলেও শিশুরা সাপ্তাহিক প্রশিক্ষণ পর্বগুলো থেকে উপকৃত হয়৷ শরণার্থী আবাসনগুলোতে তাদের দৈনন্দিন জীবন থেকে একটি বিরতি নেয়ার পাশাপাশি তারা গুরুত্বপূর্ণ সামাজিক দক্ষতা শেখে এবং জার্মান সংস্কৃতির সংস্পর্শে আসে৷ নেখিলি বলেন, ‘‘প্রশিক্ষণ সেশনগুলো বাচ্চাদের আচরণ পরিবর্তন করে৷ যদি তারা ইতিমধ্যেই একজন কিছু জেনে থাকে তাহলে তারা অন্য শিশুদের সাহায্য করতে পারে৷''
ইয়োর্গ মিশেলের এ প্রকল্পটি সমাজে একীভূত হওয়ার জন্য একটি ফুটবল ক্লাব কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত৷ তিনি বলেন, ‘‘সামাজিকভাবে জড়িত হওয়া ক্লাবগুলোর কর্তব্য হওয়া উচিত৷ এ কারণেই আমরা নির্দেশিকাগুলি তৈরি করেছি এবং আমরা দেখাতে চাই যে এভাবে প্রশিক্ষণ দেয়া কতটা সহজ হতে পারে৷''
থমাস ক্লাইন/এসএইচ