1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শরণার্থী সংকট

২৬ মে ২০১৬

তুরস্কের সঙ্গে ইউরোপের বাকযুদ্ধের প্রেক্ষাপটে শরণার্থী সংক্রান্ত চুক্তি অনিশ্চয়তার মুখে পড়ছে৷ জাপানে জি-সেভেন শীর্ষ সম্মেলনেও আন্তর্জাতিক সমাধানসূত্র নিয়ে আলোচনা চলছে৷

শরণার্থীদের দুর্দশা
ছবি: picture-alliance/Photoshot/Xinhua/M. Abu Ghosh

ইউরোপের শরণার্থী সংকট সামাল দিতে তুরস্কের সঙ্গে চুক্তির উপর নির্ভর করছিলেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলসহ ইউরোপীয় নেতারা৷ কিন্তু সে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির জের ধরে সেই চুক্তি প্রশ্নের মুখে পড়েছে৷ ইইউ-তে প্রবেশের জন্য তুরস্কের নাগরিকদের ভিসার আর প্রয়োজন পড়বে না, এই প্রত্যাশার ভিত্তিতেই তুরস্কের এর্দোয়ান প্রশাসন শরণার্থী চুক্তিতে সাক্ষর করেছিল৷ কিন্তু ভিসামুক্ত প্রবেশাধিকারের সব পূর্বশর্ত পূরণ করতে সে দেশ এখন প্রস্তুত নয়৷ তাই আঙ্কারা থেকে ইইউ'র সঙ্গে সব চুক্তি বাতিল করার হুমকি শোনা যাচ্ছে৷

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জঁ ক্লোদ ইয়ুংকার বলেছেন, এমন সব হুমকিতে কোনো কাজ হবে না৷ তুরস্কের উচিত চুক্তির সব শর্ত মেনে নেওয়া৷

বিশেষ করে সন্ত্রাস-দমনের লক্ষ্যে বিতর্কিত যে আইন পাশ করা হয়েছে, তা প্রত্যাহার করে নিতে হবে৷ জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলও তুরস্ককে কোনো বাড়তি ছাড় দিতে প্রস্তুত নন৷

ইউরোপে শরণার্থী সংকটের বিষয়টি এবার জাপানে শিল্পোন্নত দেশগুলির গোষ্ঠী জি-সেভেন শীর্ষ সম্মেলনে আলোচিত হচ্ছে৷

tweet:735713005367791617#

ইউরোপীয় পরিষদের প্রেসিডেন্ট ডোনাল্ড টুস্ক বলেন, ভৌগলিক কারণে এই সংকট শুধু ইউরোপের একার নয়, এর মোকাবিলা করতে গোটা বিশ্বকে একসঙ্গে কাজ করতে হবে, ইউরোপের প্রতি সংহতি দেখাতে হবে৷ উল্লেখ্য, গত বছর প্রায় ১৩ লক্ষ শরণার্থী ইউরোপীয় ইউনিয়নে প্রবেশ করেছে৷

শরণার্থীদের ঝুঁকিপূর্ণ সমুদ্রযাত্রার বিপদের মাত্রা তুলে ধরতে ইটালির নৌবাহিনী নাটকীয় ছবি প্রকাশ করেছে৷

জার্মানির পূর্বাঞ্চলে ফ্রাংকফুর্ট আন ডেয়ার ওডার শহরে একদল শরণার্থীর উপর হামলার একটি ঘটনা এবং উপস্থিত পথচারীদের প্রতিক্রিয়া নিয়ে জোরালো সমালোচনা শোনা যাচ্ছে৷

এদিকে জার্মানিতে শরণার্থীরা কীভাবে মরিয়া হয়ে চার্চের আশ্রয় নিচ্ছে, তা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ সংস্থা এএফপি৷

এসবি/এসিবি (রয়টার্স, এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ