1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শরণার্থী সংকটে নাজেহাল ইউরোপ

২৯ জুলাই ২০১৫

রাজনৈতিক শরণার্থী, নাকি অর্থনৈতিক অভিবাসী? ইউরোপে এই মুহূর্তে আশ্রয়প্রার্থীদের যে ঢল নেমেছে, তা নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়াও৷ তর্ক-বিতর্কের মধ্যে নানা জটিল বিষয় উঠে আসছে৷

Frankreich Flüchtlingsansturm auf Eurotunnel
ছবি: Getty Images/AFP/P. Huguen

হিউম্যান রাইটস ওয়াচ সংস্থার নির্বাহী পরিচালক কেনেথ রথ আবার মনে করিয়ে দিয়েছেন যে, বেশিরভাগ মানুষ মোটেই অর্থনৈতিক অভিবাসনের লোভে ইউরোপের উদ্দেশ্যে পাড়ি দিচ্ছে না৷ সিরিয়া, আফগানিস্তান, সোমালিয়া, ইরিট্রিয়া ও ইরাকের মতো দেশে যুদ্ধ ও নিপীড়নই তাদের ভিটেমাটি ছাড়তে বাধ্য করছে৷

জাতিসংঘের শরণার্থী কল্যাণ সংস্থার ব্রিটেন শাখা মানচিত্র সহ ১০টি ইনফোগ্রাফিক শেয়ার করেছে, যা বর্তমানে বিশ্বব্যাপী শরণার্থী সংকটের এক ভয়াবহ চিত্র তুলে ধরছে৷

প্রাক্তন অস্ট্রেলীয় কূটনীতিক ড্যানিয়েল ময়ল্যান মনে করেন, পুলিশ ও কাঁটাতারের বেড়া আশ্রয়প্রার্থীদের ইউরোপে প্রবেশের চেষ্টা বন্ধ করতে পারবে না৷ তারা ইতিমধ্যেই দুর্গম মরুভূমি ও সমুদ্র পেরিয়ে এসেছে৷ তাদের পলায়নের মূল কারণ দূর করতে হবে৷

ইউরোপীয় ইউনিয়নের যে সব হাতে গোনা দেশ সরাসরি শরণার্থী গ্রহণ করছে, তাদের মধ্যে জার্মানি অন্যতম৷ কিন্তু নানা অপ্রিয় ঘটনা জার্মানির ভাবমূর্তির ক্ষতি করছে৷ এই পরিস্থিতিতে ডয়চে ভেলে শরণার্থীদের স্বাগত জানাতে নানা উদ্যোগের দৃষ্টান্ত তুলে ধরছে৷

জার্মানিতে বিদেশি আশ্রয়প্রার্থীদের প্রতি সম্প্রতি যে বৈরি মনোভাব দেখা যাচ্ছে, সে বিষয়ে লেখা একটি প্রতিবেদন শেয়ার করেছেন জেরোম রোস৷

ইটালি বা গ্রিসের মতো দেশ বেশিরভাগ শরণার্থীর প্রথম গন্তব্য৷ সেখানে পৌঁছানোর পর ইইউ-র বাকি সদস্য দেশগুলির উচিত, নিজস্ব ক্ষমতা উচিত তাদের দায়িত্ব গ্রহণ করা৷ অথচ বেশিরভাগ দেশই এই দায়িত্ব এড়িয়ে চলার চেষ্টা করছে৷ অন্যদিকে ইউরোপে পৌঁছানোর পর শরণার্থীদের আচরণ নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে৷ যেমন ফ্রান্স থেকে ব্রিটেনগামী আশ্রয়প্রার্থীদের মতলব নিয়ে অনেকে সন্দিহান৷ যেমন জয়েস মিলার লিখেছেন, ‘‘তারা শরণার্থী হলে কেন ফ্রান্সেই রাজনৈতিক আশ্রয়ের আবেদন করছে না? আমার সন্দেহ, বেশিরভাগই অর্থনৈতিক কারণে অভিবাসন চাইছে৷ তাদের নিজেদের দেশে পাঠিয়ে দেওয়া উচিত৷

রিচার্ড গ্যারেটি তীর্যক সুরে লিখেছেন, ‘‘ফ্রান্স নিশ্চয় অত্যন্ত দরিদ্র জায়গা৷ শরণার্থীরা অনেক দূর থেকে এসেও ফ্রান্স ছেড়ে চলে যাবার জন্য মরিয়া হয়ে উঠছে৷''

সংকলন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ