শরণার্থী সমস্যা: পোল্যান্ডের বিরুদ্ধে সরব অ্যামনেস্টি
৩০ সেপ্টেম্বর ২০২১
আফগান শরণার্থীদের পোল্যান্ড দেশ থেকে বার করে দিয়েছে বলে অভিযোগ। শরণার্থীরা বেলারুশে আশ্রয় নিয়েছেন।
বিজ্ঞাপন
শক্তি প্রদর্শন করে পোল্যান্ডের পুলিশ আফগান শরণার্থীদের সীমান্ত পেরিয়ে বেলারুশে যেতে বাধ্য করেছে বলে অভিযোগ উঠল। অভিযোগ করেছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তাদের বক্তব্য, ওই শরণার্থীরা তালেবানের ভয়ে দেশ ছেড়ে পালিয়েছিলেন। বেলারুশের সীমান্ত পেরিয়ে তারা পোল্যান্ডের বর্ডারে আশ্রয় নিয়েছিলেন। আশ্রয়শিবিরও তৈরি করেছিলেন। পোল্যান্ডের পুলিশ তাদের ফের বেলারুশে পাঠিয়ে দিয়েছে। দেশের সীমান্তও পোল্যান্ড সিল করে দিয়েছে বলে অভিযোগ।
বৃহস্পতিবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিবৃতি দিয়ে জানিয়ছে, তাদের কাছে তথ্যপ্রমাণ আছে। মানবাধিকার সংগঠনগুলিকে পোল্যান্ড দেশে ঢুকতে না দিলেও স্যাটেলাইট ছবিতে পরিষ্কার, রীতিমতো শক্তি প্রদর্শন করে পোল্যান্ডের পুলিশ ওই শরণার্থীদের সরিয়ে দেয়।
অবৈধ উপায়ে ইউরোপে প্রবেশে বাধার দেয়াল
অভিবাসনপ্রত্যাশীদের ঠেকাতে সীমান্তে দুর্ভেদ্য দেয়াল তুলছে তুরস্ক৷ প্রাচীর নির্মাণ শেষ করেছে গ্রিস৷ বেলারুশ হয়ে আসা অভিবাসনপ্রত্যাশীদের ঠেকাতে লিথুয়ানিয়া, পোল্যান্ডও সীমান্তে দেয়াল তোলার উদ্যোগ নিয়েছে৷
ছবি: Ozkan Bilgin/AA/picture alliance
ইরান সীমান্তে তুরস্কের প্রাচীর
পাহাড় ডিঙ্গিয়ে, বিপদসঙ্কুল পথ পেরিয়ে ইরান হয়ে তুরস্কে প্রবেশের চেষ্টা করেন এশিয়া থেকে আসা ইউরোপে অভিবাসনপ্রত্যাশীরা৷ তাদেরকে বাধা দিতে ইরানের সঙ্গে ৫৩৪ কিলোমিটার সীমান্তে তিন মিটার উঁচু দেয়াল তুলছে তুরস্ক৷ এরইমধ্যে শেষ হয়েছে ১৫৬ কিলোমিটারের নির্মাণ৷ আরো ৬৪ কিলোমিটার যোগ হবে চলতি বছরের শেষ নাগাদ৷
ছবি: Ozkan Bilgin/AA/picture alliance
আফগান শরণার্থী ঠেকাতে তোড়জোড়
এই পথে পায়ে হেঁটে আসা অভিবাসনপ্রত্যাশীদের একটি বড় অংশ আফগানিস্তানের নাগরিক৷ সরকারি হিসাবে এক লাখ ৮২ হাজার আফগান রয়েছেন তুরস্কে৷ অনিবন্ধিতের সংখ্যা আরো প্রায় এক লাখ ২০ হাজার৷ তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর অনিয়মিত এই অভিবাসন আরো বাড়ার শঙ্কা তৈরি হয়েছে৷ সেক্ষেত্রে দেয়াল তুলেই তাদের বাধা দেয়ার পরিকল্পনা তুরস্কের।
ছবি: Mesut Varol/AA/picture alliance
দুর্ভেদ্য সীমান্ত!
তুরস্কের ইরান সীমান্তবর্তী ভ্যান প্রদেশের গভর্নর রয়টার্সকে বলেন, ‘‘আমরা গোটা পৃথিবীকে দেখাতে চাই যে আমাদের সীমান্ত অতিক্রম করা অসম্ভব৷’’ তালেবান আফগানিস্তান দখলের পর তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকর দেয়ালের কাজ পরিদর্শনে যান৷ তিনি বলেন, ‘‘আমরা থার্মাল ইমেজিংসহ অন্ধকারে কাজ করতে সক্ষম এমন যন্ত্রপাতি সজ্জিত এক হাজার নজরদারি যান দিয়ে কাজ করছি৷’’
ছবি: Ozkan Bilgin/AA/picture alliance
৮০ দিনের পদযাত্রা
এরপরও কেউ কেউ ঝুঁকিপূর্ণ উপায়ে এই পথে তুরস্কে প্রবেশ করছেন৷ গত ২১ আগস্ট ভ্যান শহরে অভিযান চালিয়ে ২৫ জনকে গ্রেপ্তার করেছে তুরস্কের নিরাপত্তা বাহিনী৷ তাদের বেশিরভাগই আফগান নাগরিক। গ্রেপ্তারকৃতদের একজন ২০ বছর বয়সি জায়নুল্লাহ জানান, ৮০ দিন পায়ে হেঁটে তিনি তুরস্ক সীমান্তে পৌঁছান৷
ছবি: Mesut Varol/AA/picture alliance
গ্রিসের সীমান্ত প্রাচীর
তুরস্কের বাধা পেরিয়ে কেউ গ্রিস সীমান্তে এলে তাকে আরেক দেয়ালের মুখোমুখি হতে হবে৷ ৪০ কিলোমিটার বিস্তৃত এই প্রাচীরের নির্মাণ কাজ সম্প্রতি সম্পন্ন করেছে গ্রিস সরকার৷ একে হাইটেক ওয়াল হিসেবে অভিহিত করে কর্তৃপক্ষ বলছে দেয়ালটিতে স্বয়ংক্রিয় ইলেকট্রনিক নজরদারি ব্যবস্থাপনা প্রযুক্তি যুক্ত করা হয়েছে৷
ছবি: Sakis Mitrolidis/AFP
গ্রিসের নিরাপদ সীমান্ত!
দেয়াল নির্মাণে গ্রিসের তোড়জোড়েরও বড় কারণ আফগান শরণার্থী স্রোতের আশঙ্কা৷ ছয় বছর আগে সিরিয়া থেকে আসা শরণার্থী ঢলকে ইঙ্গিত করে দেশটির অভিবাসনমন্ত্রী নটিস মিটারাখি বলেছের, গ্রিসকে তারা ইউরোপের অনিয়মিত অভিবাসনের প্রবেশ দুয়ার হিসেবে আর ব্যবহার করতে দেবেন না৷ দেশটির নাগরিক সুরক্ষামন্ত্রী মিখালিস ক্রিসকোডিস আশা করছেন, দেয়াল নির্মাণের ফলে গ্রিস এখন ‘নিরাপদ ও অনতিক্রম্য৷
ছবি: Sakis Mitrolidis/AFP
দেয়াল তুলছে পোল্যান্ডও
পূর্ব ইউরোপ হয়ে আসা অভিবাসনপ্রত্যাশীদের ঠেকাতে উদ্যোগ নিচ্ছে পোল্যান্ড৷ ২৩ আগস্ট দেশটির প্রতিরক্ষামন্ত্রী বেলারুশ সীমান্ত জুড়ে দেয়াল তোলার ঘোষণা দেন, যার উচ্চতা হবে আড়াই মিটার বা আট দশমিক দুই ফুট। নজরদারি বাড়াতে সীমান্তরক্ষীর সংখ্যা দ্বিগুণ করা হবে বলেও জানান তিনি৷ ছবিতে পোল্যান্ড-বেলারুশ সীমান্তে এখনকার কাঁটাতারের বেষ্টনী দেখা যাচ্ছে৷
ছবি: Kacper Pempel/REUTERS
লিথুয়ানিয়ার ৫০০ কিলোমিটার প্রাচীর
লিথুয়ানিয়া জানিয়েছে, তারাও বেলারুশ সীমান্তে ৫০৮ কিলোমিটার বিস্তৃত দেয়াল তুলবে৷ তিন মিটার বা দশ ফুট উচ্চতার এই বাধা নির্মাণে ব্যয় হবে ১৫ কোটি ইউরোর বেশি৷ কাজ শেষ হবে আগামী বছরের সেপ্টেম্বরে৷ ছবিতে লিথুয়ানিয়ার একটি ক্যাম্পে অবস্থানরত শরণার্থীদের দেখা যাচ্ছে৷
ছবি: Mindaugas Kulbis/AP/picture alliance
লুকাশেঙ্কোর প্রতিশোধ!
লিথুয়ানিয়া জানিয়েছে, চলতি বছর ৪১৪১ জন অভিবাসনপ্রত্যাশী বেলারুশ অতিক্রম করে অবৈধভাবে দেশটিতে প্রবেশ করেছেন, যেখানে আগের বছর এই সংখ্যা ছিল মাত্র ৭৪৷ একই পরিস্থিতি লাটভিয়া ও পোল্যান্ডেরও৷ তাদের অভিযোগ অভিবাসনপ্রত্যাশীদের প্রতিবেশী দেশগুলোতে ঠেলে দিচ্ছে বেলারুশ৷ ইইউর অবরোধের জেরে বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কো নিজেও জানিয়েছেন তার দেশ আর ইউরোপে অভিবাসনপ্রত্যাশীদের সীমান্ত অতিক্রমে বাধা দেবে না।
ছবি: Sergei Grits/AP Photo/picture alliance
9 ছবি1 | 9
অ্যামনেস্টির হিসেবে মোট ৩২ জন শরণার্থী ছিলেন। তাদের মধ্যে শিশু এবং নারীরাও ছিলেন। আপাতত ভয়াবহ পরিস্থিতির মধ্যে তারা বেলারুশের সীমান্তে বসবাস করছেন। জল, খাবার কিছুই নেই তাদের কাছে। ঠান্ডাতেও কষ্ট পাচ্ছেন তারা।
অ্যামনেস্টির বক্তব্য, স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে, গত ১৮ অগাস্ট ওই শরণার্থীদের রাতারাতি পোল্যান্ড থেকে বেলারুশে যেতে বাধ্য করে পোল্যান্ডের পুলিশ। এরপর দেশের ৪১৮ কিলোমিটারের সীমান্ত সিল করে দেওয়া হয়। জরুরি অবস্থা ঘোষণা করা হয়। সাংবাদিক, মানবাধিকার কর্মী কাউকেই পোল্যান্ডে ঢুকতে দেওয়া হচ্ছে না।
অ্যামনেস্টির অভিযোগ, যে কায়দায় পোল্যান্ড শরণার্থীদের ফিরিয়ে দিয়েছে, তা আন্তর্জাতিক আইন বিরোধী। এটি শাস্তিযোগ্য অপরাধ। তবে পোল্যান্ড এখনো পর্যন্ত অভিযোগের জবাব দেয়নি।
বৃহস্পতিবার ওয়ারশ-তে ইউরোপীয় ইউনিয়নের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের কমিশনারের সঙ্গে পোল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক হওয়ার কথা। তার আগে তথ্যসহ রিপোর্ট প্রকাশ করেছে অ্যামনেস্টি। ডিডাব্লিউকে সূত্র জানিয়েছে, বৃহস্পতিবারই পোল্যান্ডে জরুরি অবস্থা আরো ৬০ দিনের জন্য বাড়িয়ে দেওয়া হতে পারে। এর ফলে আরো ৬০ দিন সীমান্ত সিল করে রাখা হবে।