ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শংকর ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শরীফের সঙ্গে ফোনে কথা বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শংকরের সঙ্গে ফোনে কথা বললেন মার্কো রুবিও। ছবি: Julien de Rosa/Pool/AP/picture alliance
বিজ্ঞাপন
ভারত ও পাকিস্তানকে উত্তেজনা কমাবার অনুরোধ করেছেন রুবিও।
রুবিওর ফোন
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরকে রুবিও বলেছেন, পহেলগামে এতজন পর্যটক ও এক সহিসের মৃত্যুতে তিনি মর্মাহত। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে অ্যামেরিকা সবসময় ভারতকে সহযোগিতা করতে দায়বদ্ধ।
তবে তিনি বলেছেন, ভারত ও পাকিস্তানকে দক্ষিণ এশিয়ায় শান্তি বজায় রাখতে হবে, উত্তেজনা কমাতে হবে।
পাকিস্তানের প্রধানমন্ত্রীকে রুবিও বলেছেন, তিনি যেন ভারতের সঙ্গে সহযোগিতা করেন। শান্তি ও নিরাপত্তা বজায় রাখেন। ভারতের সঙ্গে সরাসরি কথা বলেন।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ট্যামি ব্রুস বলেছেন, দুই নেতাই রুবিওকে জানিয়েছেন, তারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য তৈরি। রুবিও শরীফকে বলেছেন, পাকিস্তান যেন তদন্তের কাজে সাহায্য করে।
ভারতের আকাশসীমায় পাক বিমানে নিষেধাজ্ঞা
পাকিস্তান আগেই সিদ্ধান্ত নিয়েছিল, ভারতের বিমান তাদের আকাশসীমায় প্রবেশ করতে পারবে না। এবারও ভারতও জানিয়ে দিলো, পাকিস্তানের বিমান ভারতের আকাশসীমায় ঢুকতে পারবে না।
ভারতের তরফ থেকে বিবৃতিতে বলা হয়েছে, আপাতত আগামী ২৩ মে পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। তারপর আবার তা খতিয়ে দেখা হবে। পাকিস্তানে নথিভুক্ত সামরিক, অসামরিক কোনো বিমান ভারতে ঢুকতে পারবে না।
সন্ত্রাসের ভয় উপেক্ষা করে আবার কাশ্মীরে পর্যটকরা
পহেলগামের ঘটনার পর দলে দলে কাশ্মীর ছেড়েছিলেন পর্যটকরা। আবার তারা কাশ্মীর যাচ্ছেন। আবার বুকিং শুরু হয়েছে।
ছবি: Syamantak Ghosh/DW
সোনমার্গে বাঙালি পর্যটক
কাশ্মীরের সোনমার্গে গিয়ে দেখা হলো আশিস পাল, প্রিয়াঙ্কা পালদের সঙ্গে। পহেলগামের ঘটনার পর তারা কাশ্মীর এসেছেন। এর আগেও তারা কাশ্মীর এসেছেন। তারা বললেন, ''কাশ্মীরের মানুষ খুব ভালো। অতিথিবৎসল। দুর্ঘটনা যে কোনো জায়গাতেই ঘটতে পারে। তাই আমরা ভয় পাচ্ছি না। এখনো পর্যন্ত আমাদের কোনো সমস্যার মুখোমুখি হতে হয়নি।''
ছবি: Syamantak Ghosh/DW
বিভিন্ন রাজ্যের পর্যটক
শুধু বাঙালি নয়, সোনমার্গে গুজরাট, পাঞ্জাব, তামিলনাড়ু থেকেও পর্যটকরা এসেছেন। সকলেই বলছেন, তারা কোনো সমস্যায় পড়েননি। তারা উপভোগ করছেন ভূস্বর্গকে।
ছবি: Syamantak Ghosh/DW
প্রথমে বুকিং বাতিল হয়েছিল
পহেলগামে ২২ তারিখের ঘটনার পর সোনমার্গের হোটেলেও বহু বুকিং বাতিল হয়েছে। সোনমার্গও খৈালি হয়ে গেছিল। কিন্তু গত দুই তিন ধরে নতুন করে বুকিং হচ্ছে। পর্যটকরা আসতে শুরু করেছেন। ঘটনার পর খালি হয়ে যাওয়া সোনমার্গ তাই আবার প্রাণ ফিরে পেয়েছে ।
ছবি: Syamantak Ghosh/DW
ঘোড়াচালক ও ব্যবসায়ীরা যা বলছেন
ঘোড়াচালক ও ব্যবসায়ীরা ভেবেছিলেন, অনেকদিনের জন্য তাদের রুটিরুজির পথ বন্ধ হয়ে যাবে। কিন্তু পর্যটকরা আবার আসতে শুরু করায়, তারাও আশাবাদী, পরিস্থিতি আবার আগের মতো হয়ে যাবে।
ছবি: Syamantak Ghosh/DW
ট্যাক্সিচালকরা যাত্রী পাচ্ছেন
পহেলগাম যেমন পুরো খালি হয়ে গেছে। ট্যাক্সিচালক, হোটেল ব্যবসায়ী-সহ পর্যটকদের উপর নির্ভর করা মানুষদের মাথায় হাত। কিন্তু সোনমার্গে ট্যাক্সিচালকরা যাত্রী পাচ্ছেন। আগের মতো না হলেও পাচ্ছেন। তারা কিছুটা স্বস্তিতে।
ছবি: Syamantak Ghosh/DW
ঘোড়া থেকে বাইক
ঘোড়াওয়ালারা যাত্রা পাচ্ছেন। ফলে তারাও খুশি। অনেকে বাইক ভাড়া করে ঘুরছেন। এমন একাধিক বাইক আরোহীকে দেখা যাচ্ছে সোনমার্গের রাস্তায়।
ছবি: Syamantak Ghosh/DW
অসাধারণ সোনমার্গ
সোনমার্গের প্রাকৃতিক দৃশ্য অসাধারণ। চারপাশে বরফের পাহাড়। এখান থেকে চলে গেছে কার্গিলের রাস্তা। এখান থেকে অমরনাথ যাত্রাও হয়। জোজিলা পাসও ঘুরে আসেন কিছু পর্যটক।
ছবি: Syamantak Ghosh/DW
গুলমার্গ, খিলানমার্গেও পর্যটক
রোববার গুলমার্গেও পর্যটকদের দেখা গেছে। তবে শ্রীনগর এখনো ফাঁকা।
ছবি: Syamantak Ghosh/DW
বিমানবন্দর কর্তৃপক্ষের বক্তব্য
শ্রীনগর বিমানবন্দরের অধিকর্তা জাভেদ অঞ্জুম ডিডাব্লিউকে জানিয়েছেন, ২২ তারিখের পর শ্রীনগর বিমানবন্দরে পর্যটকদের আসা ৪০ থেকে ৫০ শতাংশ কমে গেছে। তবে ২৭ এপ্রিল যাত্রীর সংখ্যা সামান্য বেড়েছে।
ভারত থেকে ইউরোপ, মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র যাওয়ার সময় বিমানগুলি একই অসুবিধায় পড়ছে। ছয়শটি বিমানকে ঘুরে যেতে হচ্ছে। এর ফলে ভারতীয় বিমানসংস্থাগুলিকে সপ্তাহে ৭৭ কোটি বেশি খরচ করতে হচ্ছে।