ইমরান খান বিপদমুক্ত। তবে তার অভিযোগ, সরকার ও সেনা মিলে তাকে হত্যার চক্রান্ত করেছিল।
বিজ্ঞাপন
ইমরান খান মনে করেন, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এবং সেনা অফিসার মেজর জেনারেল মোহাম্মদ ফয়সালই তার বিরুদ্ধে হত্যা-চক্রান্ত করেছিলেন। ইমরানের সঙ্গে হাসপাতালে দেখা করার পর সাবেক প্রধানমন্ত্রীর এই সন্দেহের কথা জানিয়েছেন পিটিআই-এর সেক্রেটারি জেনারেল আসাদ উমর।
বৃহস্পতিবার লং মার্চের সময় এক বন্দুকধারী ইমরানকে লক্ষ্য করে গুলি চালায়। সেসময় এক পিটিআই সমর্থক তার হাত ধরে ফেলে। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে ইমরানের পায়ে লাগে। ইমরানকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর জানানো হয়েছে, তিনি এখন ভালো আছেন। উমরও বলেছেন, তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন। তারা জানিয়েছেন, ইমরানের অবস্থা স্থিতিশীল। তবে তার পায়ে বুলেট লেগেছে। একাধিক বুলেট।
আসাদ উমর একটি ভিডিও বার্তায় বলেছেন, ইমরান খান জানিয়েছেন যে, তিনি আগে থেকেই জানতেন, তাকে হত্যা করার চেষ্টা হতে পারে। ইমরানকে উদ্ধৃত করে উমর বলেছেন, শরীফ, সানাউল্লাহ এবং মেজর জেনারেল ফয়সল এই আক্রমণের পিছনে ছিলেন। তাদের এখনই পদত্যাগ করতে হবে।
ইমরান খান: জানা-অজানা কিছু তথ্য
ইমরান খান পাকিস্তানের জাতীয় ক্রিকেট দলের একসময়ের অধিনায়ক আর সাবেক প্রধানমন্ত্রী৷ ছবিঘরে থাকছে তাঁর সম্পর্কে কিছু জানা-অজানা তথ্য৷
ছবি: picture-alliance/dpa/Rousseau
পুরো নাম
ইমরান খান নামেই সবার কাছে পরিচিত তিনি৷ কিন্তু তাঁর পুরো নাম কি জানেন? আহমেদ খান নিয়াজী ইমরান হচ্ছে তাঁর পারিবারিক নাম৷
ছবি: Reuters/C. Firouz
খেলা শুরু
১৯৫২ সালের ৫ অক্টোবর লাহোরে জন্মগ্রহণ করেন ইমরান খান৷ ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি বিশেষভাবে আকৃষ্ট ছিলেন ইমরান৷ ১৯৬৮ সালে ষোল বছর বয়সে লাহোরের হয়ে সারগোরার বিরুদ্ধে প্রথম ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেন তিনি৷
ছবি: picture-alliance/Dinodia Photo Library
জাতীয় দলে ডাক
ক্রিকেটের প্রতি ইমরান খানের আগ্রহ এবং লেগে থাকাই তাঁকে দ্রুত স্থান করে দেয় পাকিস্তান জাতীয় ক্রিকেট দলে৷ ১৯৭০ সালে যখন দলে ডাক পান, তখনও তাঁর পড়াশোনাই শেষ হয়নি৷
ছবি: Getty Images
পাকিস্তানের বিশ্বকাপ জয়
বিশ্ব ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডারদের একজন বলা হয় তাঁকে৷ তাঁর অধিনায়কত্বে পাকিস্তান ১৯৯২ সালে বিশ্বকাপ জয় করে৷
ছবি: picture-alliance/AP Photo/S. Holland
রাজনীতি
১৯৯৬ সালে রাজনীতিতে যোগ দেন ইমরান৷ গঠন করেন তেহরিক-ই-ইনসাফ পার্টি৷ গত নির্বাচনে দ্বিতীয় স্থানে থাকলেও এবার অন্যদের পেছনে ফেলে তাঁর দল উঠে এসেছে শীর্ষে৷
ছবি: Aamir QureshiAFP/Getty Images
ব্যক্তিগত জীবন
শুধু খেলা বা রাজনীতি নয়, ব্যক্তি জীবনের নানা খবর দিয়েও বরাবরই সংবাদমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করেছেন ইমরান খান৷ ৬৫ বছর বয়সে তৃতীয়বার বিয়ে করেন ইমরান৷ ভবিষ্যতবক্তা বুসরা মানেকার আগে ব্রিটিশ সেলিব্রেটি জেমিমা গোল্ডস্মিথ এবং পাকিস্তানি টিভি অ্যাংকর রেহাম খান ইমরানের স্ত্রী ছিলেন৷
ছবি: PIT
অভিযোগের পাহাড়
নির্বাচনের ঠিক আগে আগে ইমরানের দ্বিতীয় স্ত্রী রেহাম খান তাঁর আত্মজীবনীতে ইমরানের বিরুদ্ধে বেশ কিছু গুরুতর অভিযোগ আনেন৷ রেহামের অভিযোগ, ইমরানের সঙ্গে যৌন সম্পর্কে জড়ালেই কেবল নারীরা দলে বড় পদ পেতে পারেন৷
ছবি: Facebook/Imran Khan Official
পাকিস্তানের ট্রাম্প!
ইমরান খানকে অনেকেই পপুলিস্ট বলে আখ্যা দিয়ে থাকেন৷ জঙ্গিবাদের প্রতি তাঁর উদার দৃষ্টিভঙ্গীরও সমালোচনা করেন অনেকে৷ ধারণা করা হয় তালেবানের মতো বেশকিছু উগ্রপন্থি দলের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলেন ইমরান৷
ছবি: picture-alliance/AP Photo/B.K. Bangash
অ্যামেরিকার সমালোচক
সন্ত্রাসবিরোধী যুদ্ধে অ্যামেরিকার ভূমিকা এবং তাতে পাকিস্তানের অংশগ্রহণের বড় সমালোচক ইমরান৷ পাকিস্তানের অনেক সমস্যার পেছনে দেশটির অ্যামেরিকাপ্রীতিই বড় কারণ বলে একাধিক বক্তব্যে বলেছেন তিনি৷
ছবি: YouTube/PTI Scotland
দুর্নীতিবিরোধী অবস্থান
দুর্নীতির বিরুদ্ধে বরাবরই সরব ইমরান খান৷ বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ছিলেন তাঁর আক্রমণের মূল লক্ষ্য৷ লন্ডনে বাড়ি ক্রয় সংক্রান্ত দুর্নীতি মামলার সাজায় নওয়াজ শরীফ ও তাঁর মেয়ে মরিয়ম নওয়াজ এখন পাকিস্তানের কারাগারে আছেন৷
ছবি: picture-alliance/dpa/T. Mughal
তরুণদের মন জয়
পাকিস্তানের তরুণদের মন দ্রুতই জয় করে নিয়েছেন ইমরান খান৷ তাঁর ‘নতুন পাকিস্তান’ স্লোগান তরুণ প্রজন্মের মুখে মুখে৷ ২০১২ সালে এশিয়া সোসাইটির জরিপে ‘এশিয়া’স পারসন অব দ্য ইয়ার’ নির্বাচিত হন ইমরান৷
ছবি: AP
11 ছবি1 | 11
উমর জানিয়েছেন, ইমরান বলেছেন, যদি তারা পদত্যাগ না করেন বা তাদের সরানো না হয়, তাহলে দলের কর্মীরা দেশজুড়ে প্রতিবাদ জানাবে। পাকিস্তানকে এইভাবে শাসন করা যায় না। পিটিআই নেতা বলেছেন, দলের কর্মীরা ইমরানের নির্দেশের অপেক্ষায় আছেন, তিনি ডাক দিলেই কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করবেন।
উমর বলেছেন, ইমরান দেশের জন্য তার জীবন দিতে রাজি। এটা নিয়ে কোনো সন্দেহ নেই।
পিটিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফওয়াদ চৌধুরী রয়টার্সকে বলেছেন, ইমরানকে হত্যা করার চেষ্টা হয়েছিল। পায়ে বুলেট লাগার পর প্রচুর রক্তপাত হয়। এখন তিনি ভালো আছেন। তিনি জানিয়েছেন, যদি কর্মীরা ওই বন্দুকধারীকে চিহ্নিত না করত, তাহলে সে পিটিআইয়ের শীর্ষ নেতাদের সকলকেই মেরে দিত।
সেনা ও সরকারের প্রতিক্রিয়া
পাকিস্তানের সেনা এই ঘটনার তীব্র নিন্দা করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো জারদারি, পাকিস্তান মুসলিম লিগ(এন)-এর প্রধান নওয়াজ শরীফ, সহ-চেয়ারম্যান আসিফ আলি জারদারি, সহ-সভাপতি মরিয়ম নওয়াজ-সহ অন্য নেতারাও এই ঘটনার নিন্দা করেছেন।
যার দিকে ইমরান অভিযোগের আঙুল তুলেছেন, সেই স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ দাবি করেছেন, পাঞ্জাব সরকার অবিলম্বে যেন একটি যৌথ তদন্তকারী দল গঠন করে। তাহলে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তদন্ত হবে।
সাংবদিক সম্মেলন করে তার দাবি, সরকার কোনো ধরনের সহিংসতায় মদত দেয় না। প্রধানমন্ত্রী ইতিমধ্যেই একটা বিস্তারিত রিপোর্ট চেয়েছেন। এই ঘটনার তদন্তের ক্ষেত্রে পাঞ্জাব সরকারকে সব রকম সাহায্য করতে শরীফ সরকার প্রস্তুত।