1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শরীরের ওপর দিয়ে চলে গেল ট্রেন!

২৫ জানুয়ারি ২০১৮

রেললাইনে শুয়ে পড়েছিলেন তিনি৷ ট্রেন ছুটে গেল ওপর দিয়ে৷ তারপর অক্ষত অবস্থায় উঠে দাঁড়ালেন তিনি৷ এক কাশ্মীরির এমন এক ভিডিও ইন্টারনেটে ভাইরাল৷অনেকেই অবশ্য এমন কীর্তিকে বোকামিই বলছেন৷

Zehn Gründe für das Ruhrgebiet
ছবি: picture alliance/blickwinkel/S. Ziese

ইন্টারনেটের যুগে যে কোনো ধরনের বোকামো ‘ট্রেন্ড' হতে বেশি সময় লাগে না – কাজেই এই অসমসাহসী বা বিষমসাহসী গাঁয়ে-মানে-না-আপনি-হিরোর বিরুদ্ধে রীতিমতো পুলিশি ব্যবস্থা নেবার ডাক দিয়েছেন অনেকে৷ সহজ কারণ: নিজের জীবন বিপন্ন করাটা বোকামো হতে পারে, কিন্তু পরের জীবন বিপন্ন করাটা একটা অপরাধ৷ আরো অনেকে যদি রেললাইনের মাঝখানে এভাবে শুয়ে মাথার ওপর দিয়ে চলন্ত ট্রেন পার পার করতে যান, তবে অনেকের কিন্তু প্রাণও যেতে পারে৷ তাই জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ পর্যন্ত টুইটারে বলেছেন, ‘‘এ ধরণের রোমাঞ্চ খোঁজার মধ্যে অতীব খারাপ কিছু আছে৷ আমি এই সব তরুণের বোকামি বিশ্বাস করতে পারি না৷''

মুশকিল এই যে, সময়-তারিখ না দেওয়া ভিডিওটা সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় উঠতে না উঠতে তা শেয়ার হতে শুরু করে৷ এক সময় একাধিক হোয়াট্সঅ্যাপ গোষ্ঠীর অ্যাডমিন তাদের সদস্যদের প্রতি ভিডিওটি প্রচার না করার অনুরোধ জানাতে বাধ্য হন৷ সরকারি তরফে অবশ্য এখনও কোনো প্রতিক্রিয়ার কথা জানা যায়নি৷

এসি/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ