1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শরীরে ওষুধ ছিটিয়ে মশক নিধনকর্মী বরখাস্ত

৮ আগস্ট ২০১৯

বাংলাদেশের একটি হজক্যাম্পে হজযাত্রীদের উপর ফগার দিয়ে ওষুধ ছিটানোয় একজন মশা নিধনকর্মীকে বরখাস্ত করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

Bangladesch Dhaka | Haddsch Pilger
প্রতীকী ছবিছবি: bdnews24.com

গত ৩ অগাস্ট ঢাকার আশকোনা হজক্যাম্পে হজযাত্রীদের উপর মশার ওষুধ ছিটানোর ওই ভিডিও ফেইসবুকে ভাইরাল হওয়ায় সোমবার ওই মশক নিধন কর্মী মো. হুমায়ুন কবিরকে বরখাস্ত করা হয়৷

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ফগার হাতে দ্রুত ধোঁয়া উড়িয়ে যাচ্ছেন কবির। সেখানে বসে থাকা মানুষের উপরও তা স্প্রে করা হচ্ছে, যা যে কোনো মানুষের জন্য ক্ষতিকর বলে বিশেষজ্ঞরা জানাচ্ছেন।

মশার ওষুধ ছিটিয়ে ওই কর্মী কক্ষটি থেকে বের হয়ে গেলে কয়েকজন হজযাত্রীকে নাক-মুখে কাপড় চেপে বসে থাকতে দেখা যায়৷

ঢাকা উত্তর সিটি করপোরেশনের অফিসিয়াল ফেইসবুক পাতায় বলা হয়, "গত ৩ আগস্ট আশকোনা হজ্জ ক্যাম্পে সম্মানিত হাজীদের প্রতি দৃষ্টি না রেখে অবিবেচকের মতো মশার ঔষধ ছিটানোর অপরাধে মশক নিধন কর্মী মো. হুমায়ন কবিরকে বরখাস্ত করা হয়েছে।”

এ বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন জানান, ঘটনাটি মেয়র আতিকুল ইসলামের নজরে আসার পর তিনি এই ব্যবস্থা নিতে বলেন।

"মাননীয় মেয়র বিষয়টি দেখে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। এরপর তাকে বরখাস্ত করা হয়েছে।”

/এসআই/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ