1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শরীর ফোলার রোগ বড়ই কষ্টকর

৩০ নভেম্বর ২০২০

স্থুলকায় মানুষ মানেই অতিরিক্ত পেটুক নন৷ রোগের কারণেও মানুষের শরীর ফুলে যেতে পারে৷ কিছু চিকিত্সা থাকলেও তার প্রভাব ক্ষণস্থায়ী৷ জার্মানির এক নারী এমনই এক রোগের বিরুদ্ধে লড়াই করে চলেছেন৷

ছবি: WDR

লিসা গ্ল্যোকনার লিপেডেমা রোগে ভুগছেন৷ ডাক্তারের প্রশ্নের জবাবে লিসা জানালেন যে তাঁর মনে হচ্ছে অবস্থা আরও খারাপ হয়েছে৷ প্রায় জন্মের পর থেকেই লিসার ওজন বেড়েই চলেছে, বিশেষ করে হাত-পা ফুলে যাচ্ছে৷

লিপ শব্দটির অর্থ মেদ ও এডেমা মানে পানি জমা হওয়া৷ এর ফলে হাত-পা মারাত্মকভাবে ফুলে ওঠে৷ লিম্ফ বা লসিকার তরল মেদ কোষগুলির মাঝে জমতে থাকে এবং সহজে দূর হয় না৷ ফলে তন্তু ভীষণ বিকৃত হয়ে যায় ও ফুলে ওঠে৷ সমস্যাটা প্রায়ই বংশানুক্রমিক৷ লিসা গ্ল্যোকনারের ধারণা, তাঁর প্রপিতামহীরও সেই সমস্যা ছিল৷ স্ত্রীরোগ বিশেষজ্ঞ হিসেবে ড. রবিনসন ফেরেরা বলেন, ‘‘এটা একটা লিপিড মেক্যানিজম ডিসঅর্ডার, অর্থাৎ মেদ বিতরণে বিভ্রাটের কারণে এই মানুষগুলির এমন দশা হয়৷ প্রায়ই শরীরের উপরের অংশ চিকন হলেও নীচের অংশ বিশাল চওড়া হয়৷ বিশেষ করে বয়ঃসন্ধি, মেনোপজ, গর্ভধারণ, গর্ভনিরোধক পিলের মতো কারণে হরমোনের পরিবর্তন ঘটলে সেই সমস্যা আরও বেড়ে যায়৷’’

তখন সামান্য নড়াচড়া ও হাঁটাচলা করতেই বেশ কষ্ট হয়৷ পায়ের উপর ভীষণ চাপের কারণে খেলাধুলাও সম্ভব হয় না৷ ভুক্তভোগী হিসেবে লিসা গ্ল্যোকনার বলেন, ‘‘হাঁটতে গেলেই ব্যথা করে, দুই মিনিট পরেই পা জ্বালা করে৷ ভীষণ ভারি লাগে৷ মনে হয় পায়ে দুটি পানির থলি বেঁধে দেওয়া হয়েছে, সেটি নিয়েই চলে বেড়াতে হচ্ছে৷’’

অতিরিক্ত ওজনের কারণে শরীরের জয়েন্টের উপর বেশি চাপ পড়ে৷ সিঁড়ি চড়া বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়৷ মায়ের সঙ্গে তিনি কয়েক ঘণ্টা ধরে সঠিক মাপের পোশাকের খোঁজ করেন৷ নিজের অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে লিসা বলেন, ‘‘ফোলা পা বা আয়নায় প্রতিবিম্ব দেখলে নিজেকে অবশ্যই আকর্ষণীয় মনে হয় না৷ পায়ে চাকা চাকা দাগ থাকে, ত্বক মোটেই মসৃণ বা সুগঠিত নয়৷ কখনোই বাকিদের মতো সুন্দর হয় না৷’’

চিকিৎসার মাধ্যমে শরীরে পানি জমার হার কমিয়ে আনা হয়৷ বাতাসের চাপের ফলে লিম্ফ বা লসিকা থেকে পানির নিঃসরণ তরান্বিত করা হয়৷ লিসা বলেন, ‘‘নেটলেট চা খেলে সব সময়ে উপকার পাওয়া যায়৷ নেটলেটের যে কোনো রূপ খেলেই ওজন কমে যায়৷’’

লিসা সেইসঙ্গে সপ্তাহে দুই থেকে তিন বার লিম্ফ্যাটিক ড্রেনেজ বা লসিকানালী নিষ্কাশন করান৷ এই থেরাপি শরীর থেকে পানি কমাতে সাহায্য করে৷ ফিজিওথেরাপিস্ট হিসেবে বেটিনা গোট্রে বলেন, ‘‘চাপ নীচ থেকে উপরে পাঠানোর চেষ্টা করছি৷ অনেকটা দুধ দোয়ার মতো হাত চালিয়ে উপরদিকে ঠেলে দিচ্ছি৷ তারপর নীচের দিকটা শিথিল করে তুলছি৷ এভাবে গোটা শরীরকে উপরের দিকে ঠেলে দেবার চেষ্টা করছি৷’’

তবে এই চিকিৎসা নিয়মিত চালিয়ে যেতে হয়, কারণ তার সুফল অত্যন্ত ক্ষণস্থায়ী৷ ওজন কমাতে পারলে লিসার জন্য সবচেয়ে ভালো হতো৷ তবে লিপেডেমার ক্ষেত্রে অপারেশন ছাড়া সেটা হাসিল করা প্রায় অসম্ভব৷

রোসেটা রেইনা/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ