শলৎসের নেতৃত্বে নতুন সরকারের শপথ নেয়ার দিন
৮ ডিসেম্বর ২০২১
বিজ্ঞাপন
জার্মান পার্লামেন্টের নিম্নকক্ষে গোপন ব্যালটের ভোটে শলৎসের চ্যান্সেলর হওয়ার আনুষ্ঠানিকতা শুরু হয়৷ বুন্দেসটাগ প্রেসিডেন্ট ব্যার্বেল বাস এই ভোটের সূচনা করেন। তবে এই ভোটকে সাধারণত আনুষ্ঠানিকতা হিসাবেই দেখা হয়।
সেপ্টেম্বরের সাধারণ নির্বাচনে শলৎসের মধ্যবামপন্থি এসপিডি সবচেয়ে বড় দল হিসেবে উঠে আসে এবং দুই মাসের দীর্ঘ আলোচনার পর পরিবেশবাদী গ্রিনস এবং নব্যউদারপন্থি এফডিপি-র সঙ্গে জোট গঠনের চুক্তি করে৷
(আপডেট আসছে...)