1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শসা দেখলে বিড়াল ভয় পায়

৪ আগস্ট ২০১৬

ভিডিওটি দেখলে বুঝবেন শসা দেখা মাত্র একটি বিড়াল কী পরিমাণ ভয় পেতে পারে! আতঙ্কে সে একেবারে শূন্যে লাফিয়ে ওঠে, যেন ‘কেউ' তাকে ধরতে না পারে৷

Katze im Versteck
ছবি: Fotolia/R. Schramm

এই ‘কেউ' হচ্ছে সাপ৷ বিড়াল যখন হঠাৎ করে শসার দেখা পায় তখন সে শসাকে ‘সাপ' মনে করে এমনভাবে লাফিয়ে ওঠে যেন ছোবল দিতে না পারে!

প্রাণীদের চলাফেরা ও স্বভাব নিয়ে গবেষণা করেন মার্কিন কনজারভেশন বায়োলজিস্ট কন স্লোবোদচিকফ৷ তিনি বলেন, ‘‘বংশগতভাবেই বেড়ালরা সাপ খুব ভয় পায়, তাই তাদের এড়িয়ে চলে৷ শসা দেখতে অনেকটা সাপের মতো হওয়ায় বেড়াল যখন হঠাৎ করে শসা দেখে তখন তার মধ্যে সাপের ভয় ঢুকে যায়৷''

এখানে অবশ্য শসা মুখ্য বিষয় নয়৷ যা কিছু দেখতে সাপের মতো সেগুলোর দেখা পাওয়া মাত্রই বেড়াল এমন আঁতকে উঠবে বলে জানান স্লোবোদচিকফ৷

জেডএইচ/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ