1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘শহরগুলোতে বায়ু দূষণ বাড়ছে’

৮ মে ২০১৪

বিশ্বের বেশিরভাগ শহরেই বায়ু দূষণ আশঙ্কাজনক হারে বাড়ছে৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)-র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়৷ ফলে শ্বাসপ্রশ্বাসের সমস্যাজনিত রোগে মৃতের সংখ্যা ক্রমশই বেড়ে চলেছে বলে জানিয়ে ডাব্লিউএইচও৷

Indien Luftverschmutzung in Amritsar
ছবি: DIBYANGSHU SARKAR/AFP/Getty Images

‘‘দুর্ভাগ্যজনকভাবে সারা বিশ্বেই বায়ু দূষণ বাড়ছে'' – জেনেভায় এক সংবাদ সম্মেলনে এভাবেই প্রতিবেদনের খুঁটিনাটি তথ্য জানাতে শুরু করেন ডাব্লিউএইচও-র জনস্বাস্থ্য বিভাগের পরিচালক মারিয়া নেইরা৷ তিনি আরো জানান, বিশ্বের ৯১টি দেশের ১৬শ শহরের তথ্য নিয়ে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে৷ প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১৬শ শহরের মাত্র ১২ শতাংশ মানুষ দূষণমুক্ত বায়ুতে শ্বাস-প্রশ্বাসের সুযোগ পাচ্ছেন৷

ডাব্লিউএইচও-র এ প্রতিবেদন অনুযায়ী, উন্নত কিছু দেশের পরিস্থিতি স্বল্প বা নিম্ন আয়ের দেশগুলোর চেয়ে অনেক ভালো৷ নিম্ন আয়ের দেশগুলোর শহরাঞ্চলে বায়ু দূষণ ক্রমাগত বাড়ছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়৷

সংবাদ সম্মেলনে ডাব্লিউএইচও-র সহকারী পরিচালক ফ্লাভিয়া বুস্ত্রাও বলেন, ‘‘এমন অনেক শহর আছে যেখানে বায়ু এত দূষিত হয়ে পড়েছে, যে আকাশের স্বচ্ছতা চোখে দেখা যায়না৷'' বায়ু দূষণ কমানোর জন্য সর্বস্তরে পরিবেশ সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছে সংস্থাটি৷ গত মার্চে প্রকাশিত ডাব্লিউএইচও-র প্রতিবেদনে ছিল ভয়াবহ এক খবর৷ সেখানে বলা হয়, বায়ু দূষণের কারণে শুধু ২০১২ সালেই সারা বিশ্বে মারা গেছে ৩৭ লক্ষ মানুষ৷ পরের দু বছরে বিশ্বের বেশির ভাগ দেশে বায়ু দূষণ বেড়েছে জানিয়ে মারিয়া নেইরা বলেন, ‘‘বায়ু দূষণ আমাদের স্বাস্থ্যে ভয়ঙ্কর প্রভাব ফেলছে৷ ''

এসিবি/এসবি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ