1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শহরের মধ্যে ট্যানারি বন্ধের নির্দেশ

৭ মার্চ ২০১৭

বাংলাদেশের একটি আদালত ঢাকার হাজারীবাগের একশ'রও বেশি ট্যানারি অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছেন৷ ট্যানারিগুলোর বিরুদ্ধে শহরের একমাত্র নদীতে বিপুল পরিমানে বিষাক্ত বর্জ্য ফেলার অভিযোগ রয়েছে৷

হাজারিবাগের ট্যানারি কারখানা
ছবি: DW

বাংলাদেশের পরিবেশবিদদের এক পিটিশনের ভিত্তিতে এই নির্দেশ দেয় হাইকোর্ট৷ ইতোপূর্বে একাধিকবার ট্যানারিগুলো সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হলেও সরকার তা বাস্তবায়নে সমর্থ হয়নি বলে জানিয়েছেন পরিবেশবিদরা৷ বাংলাদেশ পরিবেশ আইনজীবীদের অ্যাসোসিয়েশন বেলা'র রেজওয়ানা হাসান এই বিষয়ে বলেন, ‘‘আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ট্যানারিগুলো বন্ধের এবং সেখানে থাকা বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্নের নির্দেশ দিয়েছেন৷''

তিনি বলেন, ‘‘ট্যানারিগুলোর মালিকদের হাজারিবাগ ছেড়ে যেতে কয়েক বছর আগেই বলা হয়েছিল৷ কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে গড়িমসি করছে৷''

প্রসঙ্গত, ঢাকা শহরের অদূরে সাভারের হেমায়েতপুরে ট্যানারি শিল্পের জন্য চামড়া শিল্পনগর গড়ে তুলেছে সরকার৷ তা সত্ত্বেও সেখানে যেতে ইচ্ছাকৃতভাবে দেরি করেছে ট্যানারি মালিকরা, এমনটাই দাবি পরিবেশবিদদের৷ তবে ট্যানারি মালিকরা বলছেন, শিল্পনগরে তাদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা এখনো নিশ্চিত করা হয়নি৷ ট্যানারি ওনার্স অ্যাসোসিয়েশনের মুখপাত্র টিপু সুলতানা বলেন, ‘‘পানি পরিশেধান প্ল্যান্ট এবং বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট এখনো প্রস্তুত হয়নি৷''

‘‘কারখানা বন্ধ করে দেয়ার নির্দেশ পালন করা হলে অনেক মানুষ চাকুরি হারাবেন৷ আদালতের উচিত এই সিদ্ধান্ত পুর্নবিবেচনা করা,'' বলেন তিনি৷

চামড়া এবং চামড়াজাত পণ্য হচ্ছে তৈরি পোশাকের পর বাংলাদেশে দ্বিতীয় বৃহত্তম রপ্তানি পণ্য৷ হাজারিবাগের ট্যানারিগুলোতে ত্রিশ হাজারের মতো শ্রমিক কাজ করেন৷ তবে সরকারের হিসেব অনুযায়ী, ট্যানারিগুলো প্রতিদিন গড়ে ২২,০০০ কিউবিক লিটার বিষাক্ত বর্জ্য বুড়িগঙ্গা নদীতে ফেলছে, যার মধ্যে ক্যান্সারের কারণ হতে পারে এমন বিষাক্ত পদার্থও রয়েছে৷ নিউইয়র্ক ভিত্তিক ব্ল্যাকস্মিথ ইন্সটিটিউট ২০১৩ সালে বিশ্বের সবচেয়ে দূষিত দশটি এলাকার মধ্যে হাজারিবাগকেও রেখেছিল৷ ওই এলাকার বাসিন্দাদের অনেকেই চর্মরোগ ও শ্বাসযন্ত্রের বিভিন্ন রোগে ভুগছেন৷

হিউম্যান রাইটস ওয়াচ এক প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশের ট্যানারিশিল্পে এগারো বছর বয়সি শিশুদেরও কাজ দেয়া হচ্ছে৷ অনেকেই এই খাতে কাজ করতে গিয়ে বিষাক্ত কেমিক্যালের সংস্পর্শে গিয়ে অসুস্থ হয়ে পড়েন৷ বাংলাদেশের সুপ্রিম কোর্ট ২০০৯ সালে ট্যানারিগুলোকে প্রথম  হাজারিবাগ থেকে সরিয়ে সাভারে নিয়ে যাওয়ার নির্দেশ দেয়৷ পরবর্তীতে ট্যানারি মালিকদের ২০১১ সালের এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দেয়া হলেও এখন অবধি ১৫২টি প্রতিষ্ঠানের মধ্যে মাত্র ৩৫টি হাজারীবাগ ছেড়েছে৷

এআই/এসিবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ