1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
পরিবেশআফ্রিকা

শহরে চাষের সুযোগ করে দিচ্ছে ভার্টিক্যাল ফার্ম

৮ জুলাই ২০২২

উন্নয়নশীল দেশগুলির শহরাঞ্চলে জনসংখ্যার বিপুল চাপ স্বাস্থ্যকর খাদ্যের জোগান কঠিন করে তুলছে৷ আফ্রিকার এক সামাজিক উদ্যোক্তা ভার্টিক্যাল ফার্মিংয়ের মাধ্যমে এই সমস্যার বহুমুখী সমাধানের প্রচেষ্টা করছেন৷

উন্নয়নশীল দেশগুলির শহরাঞ্চলে জনসংখ্যার বিপুল চাপ স্বাস্থ্যকর খাদ্যের জোগান কঠিন করে তুলছে৷ আফ্রিকার এক সামাজিক উদ্যোক্তা ভার্টিক্যাল ফার্মিংয়ের মাধ্যমে এই সমস্যার বহুমুখী সমাধানের প্রচেষ্টা করছেন৷
ছবি: DW/K. Schweizer

প্রায় পাঁচ বছর ধরে সক্রিয় থাকলেও উগান্ডার পল মাতোভু কাঠের ভার্টিকাল ফার্ম তৈরি করতে ক্লান্তি বোধ করেন না৷ এই কৃষি পদ্ধতি ব্যাখ্যা করতে গিয়ে তিনি জানালেন, ‘‘ভার্টিক্যাল ফার্ম আসলে বাক্সের মধ্যে চাষের এক ব্যবস্থা৷ এর মধ্যে অনেক কাঠের ট্রে রয়েছে৷ আমরা সেই ট্রে তৈরি করে জায়গা বাঁচাতে লম্বালম্বিভাবে রাখতে পারি৷’’

শহুরে এলাকায় সেটাই উধাও হয়ে যাচ্ছে৷ উগান্ডার জনসংখ্যার এক চতুর্থাংশেরও বেশি, অর্থাৎ এক কোটি বিশ লাখ মানুষ শহরে বাস করেন৷ রাজধানী কাম্পালার অনেক বাসিন্দা বস্তি এলাকায় থাকেন৷

ভার্টিকাল অ্যান্ড মাইক্রো গার্ডেনিং সস্থার প্রধান কর্ণধার মাতোভু এরই মধ্যে নিজের তৈরি প্রায় ২,০০০ বক্স ফার্ম সরবরাহ করেছেন৷ বিশেষ করে দরিদ্র এলাকায় তিনি সে কাজ করেন৷ নিজের অভিজ্ঞতার ভিত্তিতেই তিনি জায়গার মূল্য সম্পর্কে সচেতন৷ তিনি বলেন, ‘‘শহুরে এলাকায় খাদ্য উৎপাদনের অন্য পথও যে রয়েছে, মানুষের সে বিষয়ে সচেতন হওয়া উচিত৷ ভার্টিক্যাল ফার্ম এমন এক সমাধানসূত্র হতে পারে৷ আমরা চাই যত সম্ভব মানুষ জানুন, যে শহুরে এলাকায় সীমিত জায়গায় ভার্টিক্যাল ফার্ম ব্যবহার করে খাদ্য উৎপাদন করা সম্ভব৷’’

কাম্পালার উপকণ্ঠে বুলেনগা এলাকায় কয়েকজন ভার্টিক্যাল ফার্মার থাকেন৷ অ্যাঞ্জেলা কোকুসিমা দুই বছর ধরে নিজের বাসার পেছনে শাকসবজি উৎপাদন করছেন৷ তিনি সেলারি চাষ করেন, কারণ সেটি সালাদে বাজে লাগানো যায় এবং স্বাস্থ্যের জন্যও ভালো৷ তাঁকে সার কেনা নিয়ে ভাবতে হয় না, কারণ তিনি তাঁর প্রতিবেশীর ফেলে দেওয়া শাকসবজির অংশ দিয়ে কম্পোস্ট তৈরি করেন৷ উদ্বৃত্ত শাকসবজি বিক্রিও করতে পারেন৷ অ্যাঞ্জেলা বলেন, ‘‘আমি সাবানের মতো ছোট জিনিস বিক্রি করে কিছু আয় করি৷ কিছু সঞ্চয়ও করতে পারি৷ প্রতিবেশীদের কাছে বিক্রি করি৷ ক্রেতার খোঁজ করতে হয় না৷’’

ভার্টিক্যাল ফার্মিং: নগর কৃষির সমাধান

04:15

This browser does not support the video element.

কিন্তু কাঠের পণ্যগুলি বেশি দামী৷ পাঁচটি ট্রে-সহ প্রণালীর দাম প্রায় ১০০ ইউরোর সমান, অনেকেরই যা কেনার সামর্থ্য নেই৷ সে কারণে পল স্পনসরের খোঁজ করেছেন৷ মূলত আন্তর্জাতিক সংগঠনগুলিই দরিদ্র বাসিন্দাদের জন্য ভরতুকির ব্যবস্থা করছে৷ ভার্টিক্যাল ফার্মের দৌলতে তরুণ এই উদ্যোক্তা বেশ কয়েকটি পুরস্কার পেয়েছেন৷ নিজের উদ্ভাবনী কনসেপ্ট তুলে ধরতে তিনি কোনো সুযোগ হাতছাড়া করেন না৷ পল বলেন, ‘‘অনেক তরুণ-তরুণী যে চাষবাসে আগ্রহী, আমরা তা জানতে পেরেছি৷ তাঁরা শিখতে চান, আরও সক্রিয় হতে চান৷ তাই আমরা এখানে প্রথমত তাদের সঙ্গে আদানপ্রদান করতে চাই, দ্বিতীয়ত আমাদের পণ্য ও পরিষেবা সম্পর্কে তাদের আগ্রহ সৃষ্টি করতে চাই৷’’

কাম্পালার এক বড় হোটেল তাঁর গ্রাহক৷ পেছনের জমিতে প্রায় ১৫ বর্গ মিটার জুড়ে ভার্টিকাল ফার্ম রয়েছে৷ মালি হিসেবে চার্লস কিয়ামবাডে সেখানে শাকসবজি ও মসলা চাষ করেন৷ ধনেপাতা, রোজমেরি, টমেটো, পিয়াঁজ ইত্যাদি সেখানে গজায়৷ ফেয়ারওয়ে হোটেলের মালি চার্লস কিয়ামবাডে বলেন, ‘‘আমাদের যে অতিথিরা অরগ্যানিক শাকসবজি পছন্দ করেন, যাঁরা এই বাগান দেখেছেন, তাঁরা সঠিক জায়গায় এসেছেন বলে মনে করেন৷’’

পল মাতোভু এ প্রসঙ্গে জানালেন, ‘‘তরুণ প্রজন্মের প্রশিক্ষণ ও আর্বান ফার্মিং চালাতে তাদের ক্ষমতায়নের লক্ষ্যে ইতোমধ্যেই তাঁদের এক কর্মসূচি রয়েছে৷ বাইরের মানুষকেও সেখানে এসে আর্বান ফার্মিং শিখতে স্বাগত জানানো হয়৷ ফলে তারা এমন দৃষ্টান্ত দেখিয়ে এ ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে৷ বাকি হোটেলগুলিকেও আমি ফেয়ারওয়ে হোটেলের কাছ থেকে শেখার আহ্বান জানাই৷’’

পল মাতোভু ছয় জন কর্মী রেখেছেন৷ চাহিদা বেড়ে গেলে তিনি কখনো আরও বেশি কর্মী আনেন৷ উচ্চাকাঙ্ক্ষী এই সামাজিক উদ্যোগপতি ইতোমধ্যেই তাঁর পরবর্তী প্রকল্পের পরিকল্পনা করছেন৷ তিনি এক এনজিও-র সহায়তায় উগান্ডার এক শরণার্থী শিবিরে ভার্টিক্যাল ফার্ম গড়ে তুলতে চান৷

মুগামবোয়া/মিলকে/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ