1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শহরে ‘ছুরিমুক্ত এলাকা' করার পরামর্শ জার্মান পুলিশের

১২ এপ্রিল ২০২৩

ছুরি সন্ত্রাস মোকাবিলায় ট্রেনে ও শহরের ভিতরে অস্ত্রমুক্ত এলাকা বাড়ানোর আহ্বান জানিয়েছেন জার্মানি স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেজা৷ পুলিশ বাহিনী থেকেও এসেছে একই পরামর্শ৷

Symbolbild Messerkriminalität
ছবি: imagrbroker/imago

জামার্নির ফেডারেল সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেজা জানিয়েছেন, ছুরি-সন্ত্রাস মোকাবিলায় কঠোর পদক্ষেপ চান তিনি৷ জার্মান সংবাদমাধ্যম ফুঙ্কে মিডিয়া গ্রুপকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘গণপরিবহণ, বাস ও ট্রেনে আমাদের ছুরি বহন নিষিদ্ধ করা উচিত৷'' উদাহরণ দিয়ে তিনি বলেন, প্লেনে ভ্রমণের ক্ষেত্রে কাউকে ছুরি বহনের অনুমোদন দেয়া হয় না৷ গণপরিবহণে নিরাপত্তা বৃদ্ধির পাশাপাশি শহরের ভিতরে অস্ত্রমুক্ত এলাকাও একটি সমাধান হতে পারে বলে মনে করেন তিনি৷

এর আগে ফেডারেল ক্রিমিনাল পুলিশ অফিসের প্রেসিডেন্ট হলগা ম্যুন্সও প্রায় একই পরামর্শ দেন৷ তিনি বলেন, অনেক শহরে গুরুত্বপূর্ণ এলাকাগুলো অস্ত্রমুক্ত রাখা হয় যেখানে পুলিশ প্রতিনিয়ত তল্লাশি চালাতে পারে৷ তার দেয়া তথ্য অনুযায়ী, হামলায় পাঁচ দশমিক ছয় শতাংশ ক্ষেত্রে এবং ডাকাতিতে ১১ শতাংশ ক্ষেত্রে ছুরির ব্যবহার হয়৷ নাগরিকের অস্ত্র রাখার আইনও আরো কঠোর করার পক্ষপাতী তিনি৷

গত জানুয়ারিতে হামবুর্গে ট্রেনে ছুরি হামলায় দুই জনের মৃত্যু ও ছয়জন আহত হওয়ার ঘটনার পর ছুরি-সন্ত্রাস নিয়ে জার্মানিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে৷ তার আগে গত ডিসেস্বরে দক্ষিণ জার্মানির ইলারকির্শব্যার্গে এক ব্যক্তির ছুরি হামলায় ১৪ বছরের এক শিশু নিহত ও আরো এক শিশু গুরুতর আহত হয়৷    

বিল্ড আম জনটাগ পত্রিকাকে জার্মান পুলিশ জানিয়েছে, ২০২২ সালে ট্রেন ও ট্রেন স্টেশনে তিন লাখ ৯৮ হাজার ৮৪৮টি অপরাধের ঘটনা তারা নথিভুক্ত করেছে, যা আগের বছরের চেয়ে ১২ শতাংশ বেশি৷ এরমধ্যে শারীরিক আক্রমণ চালানোর ঘটনা ছিল ১৪ হাজার ১৫৫টি আর আর ছুরির ব্যবহার ছিল ৩৩৬টি, যা আগের বছরের দ্বিগুণ৷

এফএস/এসিবি (রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ