1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শহিদ বুদ্ধিজীবীদের নামে সড়ক

১৪ ডিসেম্বর ২০১৫

বাঙালি জাতি আজ শ্রদ্ধাভরে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণ করছে৷ ১৯৭১ সালে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি বাহিনী তাদের দোসরদের সহায়তায় মেধাবী এই সন্তানদের হত্যা করেছিল৷ তবে সংখ্যাটা ঠিক কত তা আজও জানা যায়নি৷

Bangladesch Gedenken an die getöteten Intellektuellen im Krieg mit Pakistan 1971
ছবি: DW/M. Mamun

কাজল দাস ফেসবুকে লিখেছেন, ‘‘এ বছর এমন এক সময় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হচ্ছে যখন বুদ্ধিজীবী হত্যাসহ একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার বেশ জোরেশোরে এগিয়ে চলছে৷ ইতিমধ্যে চার যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকর হয়েছে৷ যাদের মধ্যে দুইজনের বিরুদ্ধে বুদ্ধিজীবী হত্যার ভূমিকা রাখার অভিযোগ রয়েছে৷ বুদ্ধিজীবী হত্যার আরেক হোতার বিচারও সম্পন্ন হওয়ার পথে৷ একাত্তরের ঘাপটি মরে থাকা ঘাতক এবং তাদের এজেন্টরা এ বিচার প্রক্রিয়া বানচালের জন্য নানামুখী ষড়যন্ত্র চালাচ্ছে৷ বুদ্ধিজীবী হত্যাসহএকাত্তরের সব সঠিক মানবতাবিরোধী কর্মকান্ডের দ্রুত বিচার সম্পন্ন করে এসব ষড়যন্ত্র নস্যাৎ করতে হবে৷''

ইকরাম জিসান মো. শামসুল লিখেছেন, ‘‘দীর্ঘ ৪৪ বছর পর যুদ্ধাপরাধী কসাই কাদের মোল্লা, বদর নেতা কামারুজ্জামান, নৃশংস যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে পাকিস্তানি বাহিনীর এদেশীয় প্রধান দোসর আলবদর কমান্ডার মুজাহিদের ফাঁসির রায় কার্যকরের মধ্য দিয়ে জাতি কলঙ্কমোচনের পথে এক ধাপ এগিয়েছে৷ এর ফলে শান্তি পাবে শহীদদের আত্মা৷''

ফাহিম হুসেইন লিখেছেন, বাংলাদেশের ইতিহাসে আজ অত্যন্ত শোকের দিন৷

নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কালচারাল ক্লাব বুদ্ধিজীবী দিবস নিয়ে একটি ডকুমেন্টারি তৈরি করেছে৷ টুইটারে সেটি শেয়ার করেছেন এম ফজলে রাব্বী৷

নুরুন্নবী চৌধুরী শহিদ বুদ্ধিজীবী পালনের ছবি শেয়ার করেছেন৷

অরূপ দাস নিহত হওয়া কয়েকজন বুদ্ধিজীবীর ছবি শেয়ার করেছেন৷

শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে ঢাকার বিভিন্ন স্থাপনা ও সড়কের নামকরণ করা হয়েছে৷ কিন্তু অধিকাংশ মানুষই সেগুলো ব্যবহার করছেন না বলে জানিয়েছে বাংলাদেশে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷ সংবাদ সংস্থাটি প্রতিবেদনের সঙ্গে একটি ছবি প্রকাশ করেছে৷ তাতে দেখা যাচ্ছে পুলিশের সাইনবোর্ডেও ‘শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক' নামটি ব্যবহার না করে নিউ সার্কুলার রোড লেখা হয়েছে৷

এদিকে, কালের কণ্ঠ পত্রিকা এক প্রতিবেদনে জানিয়েছে, ‘‘একাত্তরের ১৪ ডিসেম্বর বা এর আগে-পরে ঠিক কতজন বুদ্ধিজীবীকে হত্যা করা হয়েছে তার সঠিক পরিসংখ্যান গত ৪৪ বছরেও করা হয়নি৷ এত বছরেও কেন এ সংখ্যা নিরূপণ করা গেল না তা নিয়ে প্রশ্ন অনেকের৷'' তবে পত্রিকাটি জানিয়েছে, ১৯৯৪ সালে বাংলা একাডেমি থেকে প্রকাশিত ‘শহীদ বুদ্ধিজীবী কোষগ্রন্থ' নামের শহীদ বুদ্ধিজীবীদের অসম্পূর্ণ তালিকা প্রকাশিত হয়, যাতে মাত্র ২৩২ জন শহীদ বুদ্ধিজীবীর নাম ছিল৷ এদিকে, ‘বাংলাপিডিয়া'-র তথ্য বলছে, ১৪ ডিসেম্বর ৯৯১ জন শিক্ষাবিদ, ৪৯ জন চিকিৎসক, ১৩ জন সাংবাদিক ও অন্যান্য পেশার ১৬ জন বুদ্ধিজীবীকে হত্যা করা হয়৷

সংকলন: জাহিদুল হক

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ