1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শহিদ বুদ্ধিজীবীর সন্তানদের চোখে বাংলাদেশ

১৪ ডিসেম্বর ২০১৭

১৯৭১ সালে বিজয়ের মাত্র দু'দিন আগে ১৪ ডিসেম্বর বাঙালি জাতিকে নেতৃত্বহীন ও মেধাশূন্য করতে হত্যা করা হয় বুদ্ধিজীবীদের৷ তাঁরা এক অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখতেন, যা আজ তাঁদের সন্তানরা এগিয়ে নিয়ে যেতে চান৷

প্রতীকী ছবি
ছবি: DW

শহিদ সাংবাদিক সিরাজুদ্দিন হোসেনের ছেলে সাংবাদিক শাহীন রেজানুর হতাশ নন৷ তিনি মনে করেন, অনেক পাথর আর বাধা সরিয়ে আবার বাংলাদেশ এগিয়ে যাচ্ছে৷ বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার অপচেষ্টা হয়েছিল৷ কিন্তু শেষ পর্যন্ত তা পারেনি অপশক্তি৷ তাই বাংলাদেশ ইতিহাসের সঠিক পথেই এখন হাঁটছে৷

শাহীন রেজানুর

This browser does not support the audio element.

তিনি ডয়চে ভেলেকে বলেন, ‘‘শহিদ বুদ্ধিজীবীরা এক অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক এবং শোষনমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখতেন৷ কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পর, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করা হয় এবং বাংলাদেশকে অন্ধকারের দিকে নিয়ে যাওয়া হয়৷ এরপর এই দেশে স্বাধীনতাবিরোধীরা মন্ত্রী হয়৷ ঘাতকরা ক্ষমতায় আসে৷ আর আমরা শহিদদের সন্তানরা হতাশায় নিমজ্জিত হই৷ কিন্তু ইতিহাস তার পথ খুঁজে নেয়৷ অনেক চাপ আর ষড়যন্ত্র উপেক্ষা করে বাংলাদেশে অবশেষে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, বিচার চলছেও৷ এটা আমাদের অনেক বড় অর্জন৷''

‘‘তবে সাম্প্রদায়িকতামুক্ত এবং শোষনমুক্ত বাংলাদেশের জন্য আমাদের আরো অনেক দূর যেতে হবে৷ আমি হতাশ নই৷ কারণ সামনে আলো আছে৷ আমাদের সময় লাগবে৷ কিন্তু আমরা এগিয়ে যাব'' – এই বিশ্বাস শাহীন রেজানুরের৷

ডা. নুজহাত চৌধুরী

This browser does not support the audio element.

শহিদ বুদ্ধিজীবী ডা. এএফএম আবদুল আলীম চৌধুরীর মেয়ে ডা. নুজহাত চৌধুরী৷ তিনি আজকের বাংলাদেশকে দেখেন দু'ভাবে৷ প্রথমত, তিনি মনে করেন বাংলাদেশ স্বাধীন হয়েছে৷ বাংলাদেশের নাগরিক হিসেবে এটা আমাদের বড় অর্জন৷ একটা সময় দেশ স্বাধীনতাবিরোধীরা দখল করে নিলেও, আবার তা মুক্ত হয়েছে৷ যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে৷ কিন্তু অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন এখনও সফল হয়নি৷ তিনি বলেন, ‘‘শহিদ বুদ্ধিজীবীরা যে অসাম্প্রদায়িক বাংলাদেশ চাইতেন তা অর্জন করতে আরো অনেক সময় লাগবে৷ আমাদের অসাম্প্রদায়িক সংবিধানকে ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর সাম্প্রদায়িক করা হয়েছে৷ এখনও সাম্প্রদায়িক শক্তিগুলো সক্রিয়৷ এখনও দেশে আমরা সাম্প্রদায়িক হানাহানি দেখি৷ অর্থনৈতিক শোষণ এখনো বিদ্যমান৷ তবে এরপরেও আমি হতাশ নই৷ আমার মনে হয় আমরা এগিয়ে যাচ্ছি৷''

শমী কায়সার

This browser does not support the audio element.

শহিদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সার সন্তান শমী কায়সার মনে করেন, ‘‘যুদ্ধাপরাধীদের বিচারের মধ্য দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের আরেকটি যাত্রা শুরু হয়েছে, গণজাগরণ মঞ্চ হয়েছে৷ তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধকে নিয়ে নতুন করে ভাবছে৷ তারা তাদের মতো করে মুক্তিযুদ্ধকে দেখছে৷ তারা সঠিক ইতিহাস জানছে৷ বঙ্গবন্ধুকে জানছে৷ অনেকে ভাবতেই পারত না যে এই দেশে যুদ্ধাপরাধীদের বিচার হবে৷ অনেক ষড়যন্ত্র হয়েছে এই বিচার বন্ধে৷ কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এটা সম্ভব করেছেন৷ আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ৷''

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘এটা সত্য যে আমাদের অর্থনৈতিক মুক্তি এখনও আসেনি৷ সাম্প্রদায়িকতার বিষবাষ্প এখনও আছে৷ কিন্তু আমরা এগোচ্ছি৷ অনেক কিছু এখনো অর্জনের বাকি৷ কিন্তু এখন আশাবাদী আমাদের হবে৷''

সুমন জাহিদ

This browser does not support the audio element.

সুমন জাহিদ শহিদ বুদ্ধিজীবী সেলিনা পারভিনের ছেলে৷ তিনি ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমাদের, মানে শহিদ বুদ্ধিজীবীদের সন্তানদের একটি সংগঠন আছে, যার নাম ‘প্রজন্ম একাত্তর'৷ এই সংগঠনের একটা স্লোগান আছে – তোমাদের যা বলার ছিল বলেছে কি তা বাংলাদেশ? শহিদ বুদ্ধিজীবীরা যা চেয়েছেন তা আজও এই বাংলাদেশে হয়নি৷ এখনো দেশে হানাহানি, অশান্তি, সাম্প্রদায়িকতা৷ আমরা চাই দলীয় স্লোগানে শহিদদের যেন আটকে রাখা না হয়৷ তাঁদের চিন্তা, তাঁদের চেতনা এবং আদর্শ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে৷''

বন্ধু, প্রতিবেদনটি কেমন লাগলো? লেখাটি সম্পর্কে আপনার মন্তব্য জানান, লিখুন নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ