1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শহীদের ঠিকানায় জাগরণের চিঠি

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২০ ফেব্রুয়ারি ২০১৩

বেলুনে চিঠি বেঁধে উড়িয়ে দেয়া হলো৷ ৩০ লাখ শহীদ মুক্তিযোদ্ধার উদ্দেশ্যে পাঠান সেই চিঠিতে জানানো হয় কৃতজ্ঞতা৷ আর জানানো হয় শপথের কথা৷ রাজাকারের ফাঁসি ছাড়া তরুণ প্রজন্ম ঘরে ফিরবেনা৷

The canopy overhead turned colourful at Shahbagh Projonmo Chottor today as protesters released hundreds of balloons in the air commemorating the martyrs of the Liberation War on the eve of Amar Ekushey; Copyright: DW/Harun Ur Rashid
Shahbagh Protesteছবি: DW/Harun Ur Rashid

আকাশের ঠিকানায় চিঠি পাঠানো হলো হাজারো বেলুনে করে৷ ঠিক বিকেল ৪টা ১৩ মিনিটে৷ ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনীও আত্মসমর্পণ করেছিল ৪টা ১৩ মিনিটে৷ চিঠি পাঠানো হয়েছে মুক্তিযুদ্ধের ৩০ লাখ বীর শহীদকে৷ চিঠিতে তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে৷ আর জানানো হয়েছে তরুণ প্রজন্মের শপথের কথা৷ বলা হয়েছে রাজাকার যুদ্ধাপরাধীর ফাঁসি না হওয়া পর্যন্ত তরুণরা ঘরে ফিরবে না৷

আর এই অভিনব প্রতিবাদ অনুষ্ঠানে যোগ দিয়ে অভিভূত হন অধ্যাপক জাফর ইকবাল৷ তিনি ডয়চে ভেলেকে বলেন, তরুণরা যখন জেগেছে তখন তারা সফল হবেই৷ তারা বাংলাদেশকে তার কাঙ্খিত গন্তব্যে নিয়ে যাবে৷

তিনি জানান, একটি গোষ্ঠী শাহবাগের তরুণদের আন্দোলন নিয়ে অপপ্রচার করছে৷ কিন্তু অপপ্রচারকারীরা সফল হবেনা৷ তাদেরকে দেশের মানুষ চেনে৷ একাত্তরেও তাদের একই ভূমিকা ছিল৷

অন্যদিকে, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের বিচার হচ্ছে৷ এ নিয়ে ধর্মকে জড়িয়ে ফায়দা লোটার কোন সুযোগ নেই৷

এদিকে মধ্যরাতে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবেন শাহবাগের তারুণ্য৷ আর ২১শে ফেব্রুয়ারি বিকেলে শাহবাগে মহাসমাবেশের ডাক দেয়া হয়েছে৷ মধ্যরাতে আন্তর্জাতিক মাতৃভাষা এবং শহীদ দিবসে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে এখন পুরো জাতি প্রস্তুত৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ