1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শহীদ বুদ্ধিজীবী দিবসে যুদ্ধাপরাধীদের বিচার দাবি

হারুন উর রশিদ স্বপন১৪ ডিসেম্বর ২০০৮

১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস৷ ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানী বাহিনী ও তাদের দেশীয় দোসররা বুদ্ধিজীবীদের হত্যায় মেতে উঠেছিলো৷ শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানানোর এই দিনে যুদ্ধাপরাধীদের বিচারের আবারও দাবি উঠেছে৷

স্বাধীনতার পর ৩৭ বছর পার হলেও বুদ্ধিজীবী হত্যার বিচার হয়নি আজওছবি: Harun Ur Rashid Swapan

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যখন সময়ের ব্যাপার মাত্র ঠিক তার দুদিন আগে পাকিস্তানী বাহিনী আল বদর, আল শামস ও রাজাকার বাহিনীর সহায়তায় বুদ্ধিজীবী হত্যায় মেতে ওঠে৷ তাদের লক্ষ্য ছিলো বাঙ্গালী জাতিকে মেধাশুন্য করা৷ ঘাতকদের হাতে অনেকের মতই প্রাণ হারান ডা. আলিম চৌধুরী৷ তার স্ত্রী শ্যামলী নাসরিন চৌধুরী আজও ভুলতে পারেননি সেদিনের ভয়ংকর সেই স্মৃতি৷ কান্নাবিজড়িত কন্ঠে জানান একাত্তরের ১৮ই ডিসেম্বর তার স্বামীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধারের কাহিনী৷

ডা. আলিম চৌধুরীর কন্যা নুজহাত চৌধুরীর জন্ম তার বাবার মৃত্যুর পর৷ কিন্তু সবকিছু দেখেশুনে নুজহাত এখন হতাশ৷ তাই পিতার হত্যার বিচারও এখন আর আশা করেননা তিনি৷ তবে বাবা হারানোর অনুভুতি এখনও গুমরে মরে তার মাঝে৷

কিন্তু রোববার শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে যুদ্ধাপরাধীদের বিচারের দাবি করেছেন সাধারণ মানুষ৷ আগামী নির্বাচনে যুদ্ধাপরাধীদের প্রত্যাখ্যানেরও আহবান জানিয়েছেন তারা৷

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ