1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শহীদ মিনারে সরকার পদত্যাগের এক দফা দাবি

৩ আগস্ট ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. নাহিদ ইসলাম ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরকার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছেন৷

শহীদ মিনারের সামনে জড়ো হওয়া অসংখ্য মানুষ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভ কর্মসূচিতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন শিক্ষার্থীসহ অসংখ্য বিক্ষোভকারীছবি: Sazzad Hossain/DW

স্থানীয় পত্রপত্রিকার খবরে বলা হয়, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে সমবেত ছাত্র-জনতার উদ্দেশে বক্তব্য দেন নাহিদ৷ তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হবে৷ রোববার থেকে সারা দেশে অসহযোগ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি৷

ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার প্রথম আলো জানিয়েছে, যে স্বতঃস্ফূর্ত ছাত্র-নাগরিক অভ্যুত্থান শুরু হয়ে গেছে, তার সঙ্গে মানুষকে যোগ দেওয়া এবং পাড়ায়-পাড়ায়, মহল্লায়-মহল্লায় সংগঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন নাহিদ৷ তিনি রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ঘোষণাটিও তুলে ধরেন৷

নাহিদ বলেন, ‘‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে আমরা খুব দ্রুতই ছাত্র-নাগরিক অভ্যুত্থানের জন্য সর্বস্তরের নাগরিক, ছাত্রসংগঠন ও সব পেশাজীবী মানুষের সঙ্গে মিলে সম্মিলিত মোর্চা ঘোষণা করব। সবার সঙ্গে আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশের জাতীয় রূপরেখা আমরা সবার সামনে হাজির করব৷’’

তিনি আরো বলেন, ‘‘আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই, এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে চাই, যেখানে আর কখনো কোনো ধরনের স্বৈরতন্ত্র-ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে৷’’

এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভ কর্মসূচিতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন শিক্ষার্থীসহ অসংখ্য বিক্ষোভকারী৷

স্থানীয় পত্রপত্রিকাগুলো বলছে, ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে শনিবার দুপুর থেকেই জড়ো হতে থাকেন শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ৷ 

প্রত্যক্ষদর্শীর বরাতে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার দ্য ডেইলি স্টার খবর দিয়েছে, হালকা বৃষ্টি উপেক্ষা করে দুপুর ১২টার দিক থেকে জড়ো হতে থাকেন বিক্ষোভকারীরা। ৩টার দিকে সেখানে সমবেত মানুষের সংখ্যা হয়ে যায় কয়েক হাজার৷

দৈনিক প্রথম আলো বলছে, বিকেলেও রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে আসছিলেন৷ 

শহীদ মিনারে জড়ো হওয়া আন্দোলনকারীরা শ্লোগানে মুখর করে তুলেছেন পুরো এলাকা৷ এ সময় অনেকের হাতেই নানা প্ল্যাকার্ড দেখা গেছে৷  

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ