১০০ কোটি ক্ষতিপূরণ চেয়ে টাকা সাবেক নৌমন্ত্রী ও পরিবহন নেতার বিরুদ্ধে এ মামলা করেছেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন৷ বুধবার ঢাকার এক নম্বর যুগ্ম জেলা জজ উৎপল ভট্টাচার্যের আদালতে এই মামলা দায়ের হয়৷
বিজ্ঞাপন
ইলিয়াস কাঞ্চনের আইনজীবী মো. রেজাউল করিমকে উদ্ধৃত করে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে, মামলার গ্রহণযোগ্যতার বিষয়ে পরে শুনানি হবে।
গত বছরের পয়লা নভেম্বর নতুন সড়ক পরিবহন আইন কার্যকর হওয়ার পর থেকে এ নিয়ে আন্দোলনে নামেন পরিবহন শ্রমিকেরা৷ কিন্তু নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন আইনের পক্ষে অবস্থান নিলে তিনি পড়েন পরিবহন শ্রমিক-মালিকদের তোপের মুখে৷
৮ ডিসেম্বর নারায়ণগঞ্জে এক অনুষ্ঠানে ইলিয়াস কাঞ্চনের সম্পদ নিয়ে প্রশ্ন তোলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান। ওই অনুষ্ঠানে তিনি বলেছিলেন, ‘ইলিয়াস কাঞ্চন কোথা থেকে কত টাকা পান, কী উদ্দেশ্যে পান, সেখান থেকে কত টাকা নিজে নেন, পুত্রের নামে নেন, পুত্রবধূর নামে নেন সেই হিসাবটা আমি জনসম্মুখে তুলে ধরব'।
ঢাকার সড়কে ফের অনিয়ম
ছাত্র আন্দোলনের মধ্যে নিয়মে ফিরেছিল ঢাকার রাজপথ৷ মন্ত্রী, পুলিশ থেকে শুরু করে সাধারণ মানুষ সড়কে চলতে বাধ্য হয়েছিলেন ট্রাফিক আইন মেনে৷ আন্দোলন শেষে সেই ঢাকা আবার ফিরে গেছে চিরচেনা রূপে৷
ছবি: DW/Muhammad Mostafigur Rahman
ফুটওভার ব্রিজের নিচ দিয়ে রাস্তা পারাপার
ঢাকার বেশিরভাগ জায়গাতেই ফুটওভার ব্রিজ ব্যবহার করছেন না পথচারীরা৷ ঝুঁকি নিয়ে নীচ দিয়েই রাস্তা পার হচ্ছেন তাঁরা৷
ছবি: DW/Muhammad Mostafigur Rahman
চলন্ত গাড়ির সামনে দিয়ে সড়ক পারাপার
গাড়ি চলছে কি চলছে না, তা দেখার সময় কোথায়? সড়ক পারাপারে চলন্ত গাড়ির সামনে দিয়েই রাস্তা পার হচ্ছেন তাঁরা৷
ছবি: DW/Muhammad Mostafigur Rahman
চলন্ত গাড়িতে ওঠানামা
ঢাকার রাস্তায় চলন্ত গাড়িতে ওঠানামার সাধারণ দৃশ্য এটি৷ বাস চালকরা আগের মতোই যাত্রীদের অনেকটা বাধ্য করছেন এভাবে ওঠানামা করতে৷
ছবি: DW/Muhammad Mostafigur Rahman
রাস্তার মাঝখানে বাস থামানো
যাত্রী তুলতে চালকরা নির্ধারিত জায়গার বদলে বরাবরের মতোই সড়কের মাঝখানে বাস থামিয়ে যাত্রী তুলছেন৷ ঢাকায় যানজটের এটি একটি অন্যতম কারণ৷
ছবি: DW/Muhammad Mostafigur Rahman
বাসের প্রতিযোগিতা
ঢাকায় চলমান ট্রাফিক সপ্তাহের মধ্যে বাসে বাসে প্রতিযোগিতা বন্ধের কথা বলা হলেও তা মানছেন না চালকরা৷ বেশি যাত্রী তোলার জন্য ঢাকার বাস চালকরা প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছেন৷
ছবি: DW/Muhammad Mostafigur Rahman
মোবাইল কানে সড়ক পারাপার
মোবাইল ফোনে কথা বলতে বলতে অনেককেই সড়ক পার হতে দেখা যায় ঢাকায়, যার ফলে অনেক সময় মারাত্মক দুর্ঘটনারও শিকার হন তাঁরা৷
ছবি: DW/Muhammad Mostafigur Rahman
ফুটপাথে মোটরবাইক
যানজটের শহর ঢাকায় মোটরসাইকেল আরোহীরা সুযোগ পেলেই ফুটপাথকে বেছে নিচ্ছেন তাঁদের চলার পথ হিসেবে৷ ফলে বিপাকে পড়ছেন পথচারীরা৷
ছবি: DW/Muhammad Mostafigur Rahman
বেপরোয়া মোটরবাইক
ঢাকার রাস্তায় মোটরবাইক চালকদের অনেকেই বেপরোয়াভাবে চলাচল করেন৷ বেশিরভাগ সময়ই তাঁদেরকে ট্রাফিক আইন অমান্য করতে দেখা যায়৷
ছবি: DW/Muhammad Mostafigur Rahman
পুলিশের মোটরবাইক
পুলিশের অনেক মোটরবাইকও ঢাকায় চলাচল করে বেপরোয়াভাবে৷ ট্রাফিক সপ্তাহের মধ্যেই ঢাকার ইস্কাটনে হেলমেট ছাড়া বিপরীত দিকে চলতে দেখা গেল এই পুলিশ সদস্যকে৷
ছবি: DW/Muhammad Mostafigur Rahman
বন্ধ হয়নি বাদুড় ঝোলা
ঢাকার রাস্তায় বাসে চলতে জীবনের ঝুঁকি নিয়ে ঝুলন্ত অবস্থায় চলাচল বন্ধ করার কথা বলা হলেও ট্রাফিক সপ্তাহের মধ্যেই দেখা গেল সে দৃশ্য৷
ছবি: DW/Muhammad Mostafigur Rahman
আছে লক্কর ঝক্কর বাসও
ট্রাফিক সপ্তাহে পুলিশের পক্ষ থেকে লক্কর ঝক্কর বাস চলাচল বন্ধের কথা বলা হলেও থেমে নেই তা৷ অনেক ক্ষেত্রে লক্কর ঝক্কর বাসকে রঙের সামান্য প্রলেপ দিয়ে চালানো হচ্ছে সড়কে৷
ছবি: DW/Muhammad Mostafigur Rahman
বেপরোয়া ভিআইপি
ছাত্র আন্দোলনে অনেক নাজেহাল হওয়ার পরও বেপরোয়া থেকেই গেছেন অনেক ভিআইপি৷ রং সাইডে এখনো বীরদর্পে চলাচল করতে দেখা যায় তাঁদের৷
ছবি: DW/Muhammad Mostafigur Rahman
পুলিশ কী আইনের উর্ধে?
ঢাকার রাস্তায় ভিআইপিদের পাশাপাশি সবেচেয়ে বেশি ট্রাফিক আইন না মেনে চলাচল করছে পুলিশের গাড়ি৷
ছবি: DW/Muhammad Mostafigur Rahman
বাসে উঠতে সড়কের মাঝে
ঢাকার রাস্তায় বাসে উঠতে পথচারীরা সড়কের অর্ধেকেরও বেশি দখল করে দাঁড়িয়ে আছেন৷ ফলে অনেক সময়ই দুর্ঘটনায় পড়েন অনেকে৷
ছবি: DW/Muhammad Mostafigur Rahman
লেন অমান্য
ঢাকার রাস্তায় চলাচল করতে বিভিন্ন ধরনের বাহনের চালকরা ‘লেন’ মানেন না৷ ফলে সবসময়েই সড়কে বিশৃঙ্খলা দেখা দেয়৷ কয়েকদিনের ছাত্র আন্দোলনের মধ্যে ঢাকার সড়কে লেন মানতে বাধ্য হয়েছিলেন চালকরা৷
ছবি: DW/Muhammad Mostafigur Rahman
15 ছবি1 | 15
এর পরপরই এই বক্তব্যের প্রতিবাদ জানান সাবেক চলচ্চিত্র তারকা ইলিয়াস কাঞ্চন৷ অ্যাডভোকেট রেজাউল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, ‘মিথ্যা বক্তব্য' প্রত্যাহারের জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছিলশাজাহান খানকে। কিন্তু তিনি বক্তব্য প্রত্যাহার কিংবা ক্ষমা প্রার্থনা করেননি। এর প্রতিকার চেয়েই মানহানির মামলা দায়ের করা হয়েছে৷
সড়ক দুর্ঘটনায় স্ত্রীকে হারানোর পর থেকেনিরাপদ সড়কের দাবিতে দুই যুগেরও বেশি সময় ধরে আন্দোলন করছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন৷ ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)' নামে একটি সংগঠনের ব্যানারে রাজপথ নিরাপদ করার আন্দোলনের প্রধান কাণ্ডারি তিনি৷
সড়ক পরিবহন আইন নিয়ে পক্ষে-বিপক্ষে বিতর্কের মধ্যেই ইলিয়াস কাঞ্চন মুখোমুখি হয়েছিলেন ডয়চে ভেলের৷ দর্শকদের অনেক প্রশ্নের উত্তরও দিয়েছিলেন তিনি৷ নীচের ভিডিওতে দেখে নিন ইলিয়াস কাঞ্চনের পুরো বক্তব্য৷