1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিযুক্তরাষ্ট্র

শাটডাউনের মুখে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার

১ অক্টোবর ২০২৫

অন্তর্বর্তী ফান্ডিং বিল নিয়ে সহমত হতে পারেনি ডেমোক্র্যাট এবং রিপাবলিকানরা। যার জেরে এই শাটডাউনের আশঙ্কা তৈরি হয়েছে।

ওয়াশিংটনে ক্যাপিটল ভবন
ওয়াশিংটনে ক্যাপিটল ভবনছবি: Hu Yousong/Xinhua/picture alliance

শাটডাউন হলে হাজার হাজার ফেডারেল সরকারের কর্মচারী কাজ হারাবেন বলে আশঙ্কা করা হচ্ছে। শুধু তা-ই নয়, কাজ থাকলেও বেতন হবে না বলে মনে করছেন অনেকে। সামাজিক সুরক্ষার জন্য যে অর্থ বরাদ্দ হয়, তা আটকে যাওয়ার আশঙ্কা আছে। দেশের গণ পরিবহণ সংস্থা ইতিমধ্যেই নানা পদক্ষেপ নিতে শুরু করেছে। যার সরাসরি প্রভাব পড়ছে কর্মচারীদের উপর। 

অতি প্রয়োজনীয় সেক্টর ছাড়া এর প্রভাব প্রায় সর্বত্রই পড়বে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তবে নাসা, সীমান্ত সুরক্ষার মতো বিষয়গুলিতে এর কোনো প্রভাব পড়বে না বলেই মনে করা হচ্ছে। 

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, বহু মানুষের উপর এই শাটডাউনের ভয়াবহ প্রভাব পড়তে চলেছে। তবে তার অধিকাংশই হলো ডেমোক্র্যাট। ট্রাম্প সরাসরি জানিয়ে দিয়েছেন, এই পরিস্থিতিতে ডেমোক্র্যাটেরাই ক্ষতিগ্রস্ত হবে। 

সেনেটে ডেমোক্র্যাটেরা সংখ্যালঘু। কিন্তু ফেডারেল গভর্নমেন্ট ফান্ডিং বিল পাশ করানোর জন্য যে সংখ্যা প্রয়োজন, সেনেটে রিপাবলিকানদের সেই সংখ্যা নেই। ফলে রিপাবলিকানদের এর জন্য ডেমোক্র্যাটদের সাহায্য প্রয়োজন। ডেমোক্র্যাটদের দাবি ছিল, কয়েক বিলিয়ন ডলার স্বাস্থ্যখাতে ব্যয় করতে হবে। যার সরাসরি উপকার পাবেন দেশের গরিব মানুষেরা। কিন্তু রিপাবলিকানরা তা মানতে রাজি হয়নি। আর তার জেরেই সেনেটের ভিতর অচলাবস্থা তৈরি হয়। ডেমোক্র্যাটদের বক্তব্য, তাদের বক্তব্যকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। রিপাবলিকানদের অভিযোগ, ডেমোক্র্যাটরা পরিস্থিতির সুযোগ নিচ্ছে। এই পরিস্থিতিতে শাটডাউনের অবস্থা তৈরি হয়েছে। কীভাবে এর থেকে মুক্তি মিলবে, তা এখনো অস্পষ্ট। 

এসজি/জিএইচ (রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ