অন্তর্বর্তী ফান্ডিং বিল নিয়ে সহমত হতে পারেনি ডেমোক্র্যাট এবং রিপাবলিকানরা। যার জেরে এই শাটডাউনের আশঙ্কা তৈরি হয়েছে।
ওয়াশিংটনে ক্যাপিটল ভবনছবি: Hu Yousong/Xinhua/picture alliance
বিজ্ঞাপন
শাটডাউন হলে হাজার হাজার ফেডারেল সরকারের কর্মচারী কাজ হারাবেন বলে আশঙ্কা করা হচ্ছে। শুধু তা-ই নয়, কাজ থাকলেও বেতন হবে না বলে মনে করছেন অনেকে। সামাজিক সুরক্ষার জন্য যে অর্থ বরাদ্দ হয়, তা আটকে যাওয়ার আশঙ্কা আছে। দেশের গণ পরিবহণ সংস্থা ইতিমধ্যেই নানা পদক্ষেপ নিতে শুরু করেছে। যার সরাসরি প্রভাব পড়ছে কর্মচারীদের উপর।
অতি প্রয়োজনীয় সেক্টর ছাড়া এর প্রভাব প্রায় সর্বত্রই পড়বে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তবে নাসা, সীমান্ত সুরক্ষার মতো বিষয়গুলিতে এর কোনো প্রভাব পড়বে না বলেই মনে করা হচ্ছে।
ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দেয়ার সুপারিশ, তারপর নিন্দা পাকিস্তানের
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য সুপারিশ করার একদিন পর ইরানে হামলার জন্য নিন্দা জানিয়েছে পাকিস্তান৷ ছবিঘরে বিস্তারিত...
ছবি: Pakistan's Press Information Department (PID)/AFP
ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলা
১৩ জুন ইরানে ইসরায়েলের হামলা শুরুর পর থেকে দুই দেশের মধ্যে যুদ্ধ চলছে৷ রোববার ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালিয়ে যুদ্ধে যুক্তরাষ্ট্রও সরাসরি জড়িয়ে পড়েছে৷ ইরানে হামলার বিষয়ে দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে এমন ঘোষণার দুইদিন পরই দেশটিতে হামলা চালায় যুক্তরাষ্ট্র৷
ছবি: Satellite image Maxar Technologies/AFP
হোয়াইট হাউসে পাকিস্তানের সেনাপ্রধান
এদিকে ইসরায়েল-ইরান যুদ্ধ চলার সময়ে ১৮ জুন হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সাথে মধ্যাহ্ন ভোজে অংশ নেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির৷ এই প্রথম একজন মার্কিন প্রেসিডেন্ট পাকিস্তানের রাষ্ট্রপ্রধান নন এমন কোনো সেনাপ্রধানকে আতিথ্য দিলেন৷
ছবি: W.k. Yousufzai/AP/picture alliance
ডনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল দেওয়ার প্রস্তাব
ইসরায়েল-ইরান যুদ্ধ, সেনাপ্রধানের যুক্তরাষ্ট্র সফর এসব কিছুর মাঝে নতুন এক ঘোষণা দিয়েছে পাকিস্তান৷ গত শনিবার পাকিস্তান সরকারের পক্ষ থেকে বলা হয়, নোবেল শান্তি পুরস্কারের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম প্রস্তাব করবে দেশটি৷ বলা হয়, গত মাসে ভারত-পাকিস্তান সংঘাত থামাতে ‘গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ এবং নেতৃত্বের’ জন্য এ সুপারিশ করবে পাকিস্তান সরকার৷
ছবি: K.M. Chaudary/AP/picture alliance
নেপথ্যে আসিম মুনির?
ট্রাম্পকে নোবেল পুরস্কারের জন্য বিবেচনার কথা আগে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরই বলেছিলেন৷ হোয়াইট হাউসে মুখপাত্র আনা কেলি বার্তা সংস্থা রয়টার্সকে বলেছিলেন, ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ ঠেকাতে ভূমিকা রাখায় ডনাল্ড ট্রাম্পকে শান্তিতে পুরস্কার দেয়ার কথা বলার পর আসিম মুনিরকে হোয়াইট হাউসে আতিথেয়তা দেওয়া হয়েছে৷
ছবি: Pakistan's Inter-Services Public Relations (ISPR)/AFP
ভিন্ন সুর পাকিস্তানের
ঠিক একদিন পরই পাকিস্তানের সরকারের পক্ষ থেকে ভিন্ন সুরে কথা বলা হয়েছে৷ যে কারণে ডনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য সুপারিশের কথা বলা ঠিক তার বিপরীত কারণে তার নিন্দা জানিয়েছে পাকিস্তান৷ শনিবার নোবেল পুরস্কারের বিষযে বলায় পর, রোববারই ইরানে হামলা চালানোয় ডনাল্ড ট্রাম্পের নিন্দা জানিয়েছে ইসলামাবাদ৷
ছবি: Aamir Qureshi/AFP
যুক্তরাষ্ট্রের নিন্দায় পাকিস্তান
ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলাকে আন্তর্জাতিক আইনের লংঘন বলে উল্লেখ করেছে পাকিস্তান সরকার৷ ইরানে চলমান সংকট কাটাতে কূটনীতি একমাত্র পথ বলে দেশটির পক্ষ থেকে বলা হয়েছে৷
ছবি: Maksim Konstantinov/Zumapress/Andreas Mallinckrodt/imageBROKER/IMAGO
6 ছবি1 | 6
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, বহু মানুষের উপর এই শাটডাউনের ভয়াবহ প্রভাব পড়তে চলেছে। তবে তার অধিকাংশই হলো ডেমোক্র্যাট। ট্রাম্প সরাসরি জানিয়ে দিয়েছেন, এই পরিস্থিতিতে ডেমোক্র্যাটেরাই ক্ষতিগ্রস্ত হবে।
সেনেটে ডেমোক্র্যাটেরা সংখ্যালঘু। কিন্তু ফেডারেল গভর্নমেন্ট ফান্ডিং বিল পাশ করানোর জন্য যে সংখ্যা প্রয়োজন, সেনেটে রিপাবলিকানদের সেই সংখ্যা নেই। ফলে রিপাবলিকানদের এর জন্য ডেমোক্র্যাটদের সাহায্য প্রয়োজন। ডেমোক্র্যাটদের দাবি ছিল, কয়েক বিলিয়ন ডলার স্বাস্থ্যখাতে ব্যয় করতে হবে। যার সরাসরি উপকার পাবেন দেশের গরিব মানুষেরা। কিন্তু রিপাবলিকানরা তা মানতে রাজি হয়নি। আর তার জেরেই সেনেটের ভিতর অচলাবস্থা তৈরি হয়। ডেমোক্র্যাটদের বক্তব্য, তাদের বক্তব্যকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। রিপাবলিকানদের অভিযোগ, ডেমোক্র্যাটরা পরিস্থিতির সুযোগ নিচ্ছে। এই পরিস্থিতিতে শাটডাউনের অবস্থা তৈরি হয়েছে। কীভাবে এর থেকে মুক্তি মিলবে, তা এখনো অস্পষ্ট।