1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শান্তিচুক্তির পর তালিবানের ওপর মার্কিন হামলা

৪ মার্চ ২০২০

‘আত্মরক্ষার্থে' এ হামলা চালানো হয়েছে বলে দাবি মার্কিন যুক্তরাষ্ট্রের৷ দুই পক্ষের মধ্যে সহিংসতা বন্ধে শান্তি চুক্তির পর এটিই তালিবানের ওপর প্রথম মার্কিন হামলা৷

Afghanistan US-Kampfjet F-16C
ছবি: Imago Images/StockTrek Images

মার্কিন সেনাবাহিনী জানিয়েছে তালিবান জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে একটি বিমান হামলা চালানো হয়েছে৷ এক টুইটে মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল সনি লেগেট জানিয়েছেন, আফগান সরকারের ওপর হামলা ঠেকাতে প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবে এ হামলা চালানো হয়৷

১১ দিনের মধ্যে এটিই তালিবানের ওপর প্রথম মার্কিন হামলা৷ গত সপ্তাহেই তালিবানের সঙ্গে হামলা না চালানোর চুক্তি সই করে যুক্তরাষ্ট্র৷

আবার বাড়ছে সহিংসতা

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার আফগানিস্তানের নয়টি প্রদেশে বেশ কয়েকটি হামলার শিকার হয়েছে দেশটির সরকারি বাহিনী৷ এসব হামলায় নিরাপত্তাবাহিনীর ১৪ জন সদস্য নিহত হয়েছেন বলেও জানান তিনি৷

তালিবানের বিরুদ্ধে শান্তিচুক্তির ‘যথেচ্ছ ব্যবহারের' অভিযোগ এনেছেন লেগিট৷ তাদেরকে চুক্তি মেনে সহিংসতা ও হামলা কমাতে নিজেদের অঙ্গীকার বাস্তবায়নের আহ্বানও জানান মার্কিন সেনাবাহিনীর এই মুখপাত্র৷ তবে প্রয়োজন হলে নিজেদের ‘বন্ধুদের' রক্ষায় তাঁরা কাজ করবেন বলেও জানিয়েছেন তিনি৷

তালিবান অবশ্য কোনো হামলার দায় স্বীকার করেনি৷ কিন্তু গোষ্ঠীটির মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন, গত এক সপ্তাহে হামলা ও সহিংসতা কমানো হলেও সে সময় এখন শেষ৷ 

আবার হামলা শুরু করবে তালেবান

00:54

This browser does not support the video element.

২৯ ফেব্রুয়ারি কাতারের রাজধানী দোহায় এই চুক্তি সই হয়৷ সেখানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং তালেবানের দোহা মুখপাত্র সোহাইল শাহীন চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷

চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে তাদের বেশিরভাগ সেনা প্রত্যাহার করে নেবে৷ ২০০১ সালে সংঘাত শুরু হবার পর থেকে তালিবানের প্রধান দাবিগুলোর একটি ছিল এটি৷ দক্ষিণ এশিয়ার দেশটিতে এখন ১২,০০০ মার্কিন সেনা রয়েছে৷ সেখান থেকে ৮,৬০০ জনকে প্রত্যাহার করবে তারা৷

এডিকে/জেডএইচ (এপি, ডিপিএ, রয়টার্স)

৪ ফেব্রুয়ারির ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ