1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শান্তিতে নোবেল এক মানবাধিকারকর্মী ও দুই সংগঠনের

৭ অক্টোবর ২০২২

২০২২ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেলেন বেলারুশের মানবাধিকার কর্মী আলিয়্যেস বিয়ালিয়াৎস্কি, রাশিয়ার মানবাধিকার সংস্থা মেমোরিয়াল এবং ইউক্রেনের মানবাধিকার সংস্থা সেন্টার ফর সিভিল লিবার্টিজ৷

১৯৮০-র দশকে বেলারুশে গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম সূচনাকারী আলিয়্যেস বিয়ালিয়াৎস্কি
১৯৮০-র দশকে বেলারুশে গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম সূচনাকারী আলিয়্যেস বিয়ালিয়াৎস্কিছবি: Fucarin/Fotogramma/ROPI/picture alliance

শুক্রবার নোবেল কমিটি শান্তিতে নোবেল পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করে৷ ঘোষণায় বলা হয়েছে, পুরস্কারপ্রাপ্তরা তাদের নিজ নিজ দেশের নাগরিক সমাজের প্রতিনিধি৷ ক্ষমতাসীনদের সমালোচনা এবং নাগরিকদের মৌলিক অধিকার রক্ষায় তারা বছরের পর বছর কাজ করে চলেছেন৷ যুদ্ধাপরাধ, মানবাধিকার লঙ্ঘন ও ক্ষমতার অপব্যাবহারের দলিল তৈরিতে অসামান্য অবদান রেখে চলেছেন তারা৷ শান্তি ও গণতন্ত্রের জন্য নাগরিক সমাজ কতটা গুরুত্ব বহন করে তা এই ব্যক্তি ও দুই প্রতিষ্ঠান তাদের কাজের মাধ্যমে তুলে ধরেছেন বলেও জানায় নরওয়ের নোবেল কমিটি৷

কমিটির সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৯৮০-র দশকে বেলারুশে গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম সূচনাকারী আলিয়্যেস বিয়ালিয়াৎস্কি৷ গণতন্ত্রের প্রসার ও শান্তি প্রতিষ্ঠায় তিনি জীবন উৎসর্গ করেছেন৷ ১৯৯৬ সাল থেকে তার প্রতিষ্ঠিত সংগঠন ভিয়াসনা সরকারের বিরুদ্ধে বিক্ষোভের কারণে আটক ও তাদের পরিবারের সহায়তা দিয়ে আসছে৷ ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি নিজেও কারারুদ্ধ ছিলেন৷ নানা নিপীড়ন সত্ত্বেও গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার লড়াই থেকে আলিয়্যেস বিয়ালিয়াৎস্কি ‘এক ইঞ্চিও’ সরে আসেননি বলে জানিয়েছে নোবেল কমিটি৷

অন্যদিকে ১৯৮৭ সালে মানবাধিকার সংস্থা মেমোরিয়াল প্রতিষ্ঠা করেন তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মানবাধিকারকর্মীরা৷ মেমোরিয়াল বর্তমানে রাশিয়ার বৃহত্তম মানবাধিকার সংস্থায় পরিণত হয়েছে৷ রাশিয়ায় রাজনৈতিক নিপীড়নের শিকারদের বিষয়ে তথ্য সংকলন ও প্রমাণাদি সংগ্রহ করে চলেছে তারা৷

ইউক্রেনে মানবাধিকার ও গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ২০০৭ সালে কিয়েভে প্রতিষ্ঠিত হয় সেন্টার ফর সিভিল লিবার্টিজ৷ ইউক্রেনে নাগরিক সমাজ এবং পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠায় তারা শক্তিশালী অবস্থান নেয়৷ চলতি বছরের ফেব্রুয়ারিতে রাশিয়ার হামলার পর ইউক্রেনের বেসামরিক নাগরিকদের উপর রুশ বাহিনীর যুদ্ধাপরাধের তথ্য, প্রমাণ সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি৷

এফএস/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ