1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শান্তিতে নোবেল পেলেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী

১১ অক্টোবর ২০১৯

ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলী চলতি বছর শান্তিতে নোবেল পেলেন৷ ইরিত্রিয়ার সঙ্গে শান্তি স্থাপনে চেষ্টার জন্য তিনি এই সম্মাননা পাচ্ছেন৷

Friedensnobelpreis 2019 Äthiopien | Ministerpräsident Abiy Ahmed
ছবি: picture-alliance/dpa/B. Pedersen

১৯৯৮ থেকে ২০০০ সাল পর্যন্ত দুই দেশের সীমান্তে যুদ্ধ হয়েছিল৷ এর পর তাদের মধ্যে বৈরী সম্পর্ক ছিল৷ প্রধানমন্ত্রী আবি আহমেদ আলীর উদ্যোগের কারণে ২০১৮ সালের জুলাই মাসে ইথিওপিয়া ও ইরিত্রিয়ার মধ্যে সম্পর্ক পুনস্থাপিত হয়৷

৪৩ বছর বয়সি সেনাবাহিনীর সাবেক গোয়েন্দা কর্মকর্তা আহমেদ ২০১৮ সালের এপ্রিলে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন৷

নরওয়েজিয়ান নোবেল কমিটি বলছে, দায়িত্ব নেয়ার পর তিনি ইরিত্রিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে চলে আসা দ্বন্দ্ব নিরসনে দ্রুত উদ্যোগ গ্রহণ করেন৷ ‘‘প্রতিবেশী দেশগুলোর শান্তি প্রক্রিয়ায় তাঁর অবদান রাখার বিষয়টি আমরা খেয়াল করেছি,’’ বলেন নোবেল কমিটির প্রধান বেরিট রিস-অ্যান্ডারসেন৷ তিনি বলেন, আহমেদ সুদান, কেনিয়া ও সোমালিয়ায় ভূমিকা রেখেছেন৷

ইথিওপিয়ার প্রথম ব্যক্তি হিসেবে নোবেল পেলেন আহমেদ৷ 

‘স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইন্সটিটিউট’ বা সিপ্রির পরিচালক ড্যান স্মিথ আহমেদের নোবেল পাওয়া প্রসঙ্গে বলেন, ‘‘২০১৮ সালে আন্তর্জাতিক রাজনীতির একটি অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা ছিল ইথিওপিয়া ও ইরিত্রিয়ার শান্তি চুক্তিতে পৌঁছা৷’’

‘‘জাতি হিসেবে আমরা গর্বিত,’’ এক টুইটে লিখেছে ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়৷

সুইডেনের ১৬ বছর বয়সি গ্রেটা টুনব্যার্গ এবার শান্তিতে নোবেল পাওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন৷ তার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে নোবেল কমিটির প্রধান বলেন, ‘‘যিনি কখনো নোবেল পাননি... বা বাজিকররা যাদের নিয়ে বাজি ধরে, তাদের নিয়ে আমরা কখনও মন্তব্য করিনা৷’’

জেডএইচ/কেএম (রয়টার্স)

২০১৭ সালের ৬ অক্টোবরের ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ