1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শান্তিতে নোবেল পেলেন ইরানের নার্গিস মোহাম্মদী

৬ অক্টোবর ২০২৩

২০২৩ সালের শান্তিতে নোবেল পুরস্কার পেলেন জেলবন্দি ইরানের মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদী৷

নার্গিস মোহাম্মদী
নার্গিস মোহাম্মদী বর্তমানে ইরানে জেলে বন্দি রয়েছেনছবি: Mohammadi Family Archive Photos/REUTERS

আজ শুক্রবার নরওয়ের রাজধানী অসলোতে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করেছে নরওয়েজিয়ান নোবেল কমিটি৷  

ইরানে নারীদের উপর নিপীড়নের বিরুদ্ধে লড়াই এবং সবার মানবাধিকার ও স্বাধীনতার জন্য আপোষহীন সংগ্রামের স্বীকৃতি হিসেবে নোবেল কমিটি তাকে বেছে নিয়েছে৷

ইরানের কর্তৃপক্ষ বিভিন্ন অভিযোগে এ পর্যন্ত ১৩ বার তাকে আটক করেছে, পাঁচবার দোষী সাব্যস্ত করেছে৷ ৩১ বছরের কারাদণ্ডের পাশাপাশি এবং ১৫৪ টি বেত্রাঘাতের শাস্তিও দিয়েছে। তারপরও অধিকার আদায়ের লড়াই থেকে বিচ্যুত হননি তিনি৷  

কারাবন্দি অধিকারকর্মী ও তাদের পরিবারকে সহায়তার জন্য ২০১১ সালে প্রথমবার গ্রেপ্তার হন নার্গিস৷ একাধিক বছরের কারাদণ্ডের শাস্তি পাওয়ার দুই বছর পর জামিনে মুক্ত হয়ে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে সোচ্চার হন৷ ২০১৫ সালে এজন্য তাকে আবারও আটক করা হয় এবং নতুন করে কারাদণ্ড ভোগ করেন৷ তাতেও তাকে দমানো যায়নি, বরং জেলে থেকেই রাজনৈতিক বন্দিদের উপর চালানো নিপীড়ন, নারীদের বিরুদ্ধে সহিংসতা ও যৌন হয়রানিমূলক আচরণের বিরুদ্ধে সোচ্চার হন তিনি৷ 

গত বছর মাহসা আমিনির মৃত্যুর পর ইরানজুড়ে শুরু হওয়া আন্দোলনেও জেল থেকে তিনি সংহতি জানান৷ এরপর কারা কর্তৃপক্ষ তার বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেয়৷ বাইরে থেকে তার সাথে কারো সাক্ষাৎ কিংবা ফোন কল গ্রহণের উপর নিষেধাজ্ঞা আরোপ করে৷ এই পরিস্থিতির মধ্যেও কারাগার থেকে গোপনে গণমাধ্যমে তিনি লেখা প্রকাশ করেন৷ 

নোবেল কমিটি বিবৃতিতে বলেছে, ইরানের মানবাধিকার, স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য তার এই সাহসী লড়াইয়ের প্রতি সম্মান জানিয়ে তাকে এই বছর নোবেল শান্তি পুরষ্কার দেয়া হচ্ছে৷ 
  
নার্গিস মোহাম্মদী ইরানের জাঞ্জানে ১৯৭২ সালের ২১ এপ্রিল জন্মগ্রহণ করেন৷ ইরানের আরেক মানবাধিকারকর্মী এবং নোবেল শান্তি পুরস্কার বিজয়ীশিরিন এবাদির নেতৃত্বে ডিফেন্ডারস অফ হিউম্যান রাইটস সেন্টার (ডিএইচআরসি) এর ভাইস প্রেসিডেন্ট তিনি৷

এফএস, এমকে/এসিবি
 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ