কলকাতা এবং শহরতলির একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছে ইডি। সাবেক শিক্ষামন্ত্রী এবং শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের একাধিক সম্পত্তির হদিশ পেয়েছে তারা। এখনো পর্যন্ত বাজেয়াপ্ত হয়েছে প্রায় ৫০ কোটি টাকা এবং বিপুল পরিমাণ গয়না। কলকাতা এবং আশপাশে পার্থ এবং অর্পিতার একাধিক বাড়ি, পার্লার, বাগানবাড়ি, স্কুল, জমির খোঁজ মিলেছে। এবার ইডি পৌঁছেছে শান্তিনিকেতনে। সেখানেও পার্থ-অর্পিতার একাধিক বাড়ি এবং সম্পত্তি আছে বলে ইডি সূত্র ডয়চে ভেলেকে জানিয়েছে।
শুধু পার্থ-অর্পিতা নয়, শান্তিনিকেতন লাগোয়া সিউড়িতে ইডির একটি দল তল্লাশি অভিযান চালাচ্ছে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের এক ঘনিষ্টের বাড়িতেও। সরকারিভাবে না বললেও ইডি সূত্র জানিয়েছে, ওই তল্লাশির সঙ্গে পার্থ-অর্পিতার সম্পর্ক নেই, বরং অনুব্রত মণ্ডলের সম্পর্ক থাকতে পারে। অনুব্রত মণ্ডলের বাড়ির নাম কেষ্ট। মুখ্যমন্ত্রী এবং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাকে কেষ্ট বলেই ডাকেন।
পার্থের বান্ধবী অর্পিতার বাড়ি থেকে আরো টাকা উদ্ধার
বুধবার দিনভর অর্পিতার আরেকটি বাড়িতে তল্লাশি চালায় ইডি। উদ্ধার আরো টাকা এবং সোনা।
ছবি: Satyajit Shaw/DW
এসএসসি দুর্নীতি এবং অর্পিতা
গত শনিবার স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) দুর্নীতির অভিযোগে পশ্চিমবঙ্গের বর্তমান শিল্পমন্ত্রী এবং সাবেক শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। গ্রেপ্তার হয়েছেন তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। অর্পিতার দক্ষিণ কলকাতার বাড়ি থেকে ২০ কোটিরও বেশি টাকা এবং গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছিল ইডি। বুধবার তার আরেকটি বাড়িতে তল্লাশি চালানো হয়।
ছবি: Satyajit Shaw/DW
বেলঘরিয়ার বাড়ি
উত্তর কলকাতা শহরতলির বেলঘরিয়ায় এই আবাসনে অর্পিতার আরো দুইটি ফ্ল্যাট আছে। বুধবার তারই একটিতে তল্লাশি চালায় ইডি। উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা এবং গয়না।
ছবি: Satyajit Shaw/DW
কী কী উদ্ধার
দিনভর তল্লাশি চালিয়ে ইডি শুধুমাত্র এই ফ্ল্যাটটি থেকে ২৭ কোটি ৯০ লাখ টাকা উদ্ধার করেছে। তার সঙ্গে ছিল চার কোটি ৩১ লাখ টাকা বাজার মূল্যের সোনার গয়না।
ছবি: Satyajit Shaw/DW
১৯ ঘণ্টা ধরে তল্লাশি
বাড়িটিতে বুধবার ১৯ ঘণ্টা ধরে তল্লাশি চালায় ইডি। পরে ফ্ল্যাটটিতে নোটিস লাগিয়ে সিল করে দেওয়া হয়।
ছবি: Satyajit Shaw/DW
টাকা গোনার যন্ত্র
টাকা গোনার জন্য ব্যাংক থেকে চারটি বিশেষ যন্ত্র নিয়ে আসা হয় রাতের দিকে। সেই যন্ত্রের সাহায্যেই সারা রাত ধরে টাকা গোনা হয়।
ছবি: Satyajit Shaw/DW
টাকা নেওয়ার ট্রাঙ্ক
টাকা নিয়ে যাওয়ার জন্য বিশেষ ট্রাকে ২০টি ট্রাঙ্ক নিয়ে আসা হয়। বৃহস্পতিবার ভোরে সেই ট্রাঙ্কে টাকা বোঝাই করে ট্রাকে তোলা হয়।
ছবি: Satyajit Shaw/DW
কেন্দ্রীয় বাহিনীর জওয়ান
বুধবার দুপুরে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ান চেয়ে পাঠায় ইডি। তারা এসে ফ্ল্যাটটি ঘিরে ফেলে। সকাল পর্যন্ত তারা এলাকায় পাহারায় ছিল।
ছবি: Satyajit Shaw/DW
ইডির অফিসাররা
বিকেলের পর ইডির উচ্চপদস্থ অফিসাররা ঘটনাস্থলে পৌঁছে যান। তাদের উপস্থিতিতেই টাকা গোনার কাজ হয়েছে। আবাসনের এক আবাসিককেও সাক্ষী হিসেবে রাখা হয়েছিল।
ছবি: Satyajit Shaw/DW
অন্য ফ্ল্যাটটি
ওই একই আবাসনে আরো একটি ফ্ল্যাট আছে অর্পিতার। সেখানে এখনো তল্লাশি চালানো হয়নি। ফ্ল্যাটটি সিল করে দিয়ে গেছে ইডি।
ছবি: Satyajit Shaw/DW
অর্পিতার মা
গোটা ঘটনায় হতভম্ব অর্পিতার মা। বলেছেন, মেয়ে কী করছে, তার কোনো খবর তার কাছে ছিল না। তিনি ভাবতেও পারচেন না এমন সব ঘটনা ঘটেছে।
ছবি: Satyajit Shaw/DW
মানিককে জেরা
বুধবার সিজিও কমপ্লেক্সে প্রাথমিক শিক্ষা পর্ষদের সাবেক সভাপতি ও তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে ১৪ ঘণ্টা টানা জেরা করছে ইডি। শুক্রবার তাকে ফের যেতে বলা হয়েছে।
ছবি: Satyajit Shaw/DW
কুণাল ঘোষের বক্তব্য
বৃহস্পতিবার পার্থ চট্টোপাধ্যায়কে দল এবং মন্ত্রিসভা থেকে বহিষ্কারের দাবি তুলেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেছেন, যদি তার কথা দলের পছন্দ না হয়, তাহলে তাকে দল থেকে বিতাড়িত করা হোক। কিন্তু তিনি এই দুর্নীতি মেনে নেবেন না।
ছবি: Privat
12 ছবি1 | 12
ইডি জানিয়েছে, বুধবার সকালে সিআরপিএফ জওয়ানদের নিয়ে সিউড়িতে কেষ্ট-ঘনিষ্ট তৃণমূল নেতা এবং পাথর ব্যবসায়ী টুডু মণ্ডলের বাড়িতে পৌঁছায় ইডি। দিনভর সেখানে তল্লাশি চালানো হচ্ছে। অনুব্রতের আরেক ঘনিষ্টের বাড়িতেও এদিন তল্লাশি অভিযানে গেছে ইডি।
কয়লা পাচার মামলায় অনুব্রতকে আগেই জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। তার নামে গরু পাচারের মামলাও আছে। সেই সূত্রেই ইডি এদিন তল্লাশি চালাচ্ছে কি না, তা এখনো স্পষ্ট নয়। বস্তুত, আগে অনুব্রতের দেহরক্ষী সায়গল হোসেনকে গ্রেপ্তার করেছিল সিবিআই। বীরভূমের নানা জায়গায় তার নামে কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের দাবি, সায়গল জানিয়েছেন, টুডু তার ব্যবসা দেখাশোনার কাজ করতেন। সেই সূত্রেই এদিন টুডুর বাড়িতে ইডি পৌঁছেছে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি পার্থ-অর্পিতার সম্পত্তিরও খোঁজ চলছে।