1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শান্তিরক্ষা মিশনে র‌্যাব সদস্যদের নিষিদ্ধ করুন: এইচআরডাব্লিউ

৯ ডিসেম্বর ২০২১

বাংলাদেশে গুমের শিকার হওয়া মানুষদের হদিস স্বজনদের জানাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ৷ এই বিষয়ে একটি স্বাধীন ও আন্তর্জাতিক তদন্তের দাবিও জানিয়েছে সংস্থাটি৷

গুমের ঘটনায় র‌্যাবের দায় সবচেয়ে বেশিছবি: picture-alliance/AP Photo/A. Nath

১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসকে সামনে রেখে বাংলাদেশে ‘জোরপূর্বক গুমের' ঘটনা নিয়ে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ৷ সেখানে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান ছাড়াও এই বিষয়ে জবাবদিহিতা নিশ্চিত করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর সক্রিয় ভূমিকাও দাবি করা হয়েছে৷

এইচআরডব্লিউ বলেছে, তারা ২০০৯ সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে গুমের ৮৬টি ঘটনা নথিভুক্ত করেছে৷

বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের সরকারের উচিত হারিয়ে যাওয়া প্রিয়জনদের হদিস তাদের স্বজনদের জানানো৷ সংগঠনের এশিয়া পরিচালক ব্র্যাড অ্যাডামস বলেন, ‘‘গুমের শিকার ব্যক্তিদের হদিস তাদের পরিবারদের জানাতে একটি  স্বাধীন আন্তর্জাতিক তদন্তকে স্বাগত জানানোর মধ্য দিয়ে বাংলাদেশ সরকারের আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন করা উচিত৷’’

এসব ঘটনায় জড়িত নিরাপত্তা বাহিনীর সদস্যদের জবাবদিহিতার আওতায় আনতে এবং পুনরাবৃত্তি বন্ধে জাতিসংঘের কর্মকর্তা, দাতা সংস্থা ও ব্যবসায়িক অংশীদারদেরও পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি৷

তবে বাংলাদেশের সরকার ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বরারবরই গুমের ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা অস্বীকার করে আসছে৷ এই বিষয়ে ব্র্যাড অ্যাডামস বলেন, ‘‘...বাংলাদেশ সরকারের মিথ্যাচার কেউ বিশ্বাস করে না৷ দাতারা ও জাতিসংঘ কী পদক্ষেপ নিতে যাচ্ছে এখন সেটিই প্রশ্ন৷’’

বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের অন্য যে-কোনো বাহিনীর চেয়ে গুমের ঘটনায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- র‌্যাবের দায় সবচেয়ে বেশি৷ এইচআরডব্লিউর মতে, জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেসের উচিত অনতিবিলম্বে র‌্যাব কর্মকর্তাদের শান্তি রক্ষা মিশনে অংশগ্রহণ নিষিদ্ধ করা৷

এই বিষয়ে প্রতিক্রিয়া জানতে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈনকে ফোন করা হলে তিনি স্বরাষ্ট্র বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া কোনো মন্তব্য করতে রাজি হননি৷ আন্তর্জাতিক সংস্থাগুলোর এ ধরনের বিবৃতির বিষয়ে সাধারণত পররাষ্ট্র মন্ত্রণালয়ই সরকারের অবস্থান তুলে ধরে বলেও উল্লেখ করেন তিনি৷ 

এফএস/এসিবি (এইআরডাব্লিউ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ