1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শান্তির আহ্বানে তেল আভিভে ম্যাডোনা

১ জুন ২০১২

পপ কুইন ম্যাডোনা ২০১২ সালের কনসার্ট শুরু করলেন তেল আভিভ থেকে৷ সেখানে শুধু নাচ আর গান নয়, বরং শান্তির বার্তা পৌঁছে দিতে চান ম্যাডোনা৷

ছবি: Reuters

ইসরায়েলে কনসার্ট করা প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আমার ওয়ার্ল্ড ট্যুর কনসার্টের শুরুতে ইসরায়েলকে বেছে নেয়ার বিশেষ একটি কারণ রয়েছে৷''

তিনি জানান, ‘‘আমরা সবাই জানি যে মধ্যপ্রাচ্য এই মুহূর্তে উত্তপ্ত৷ বিভিন্ন ধরণের সংঘর্ষ এবং সংঘাতের খবর আমরা প্রতিদিনই পাচ্ছি৷ আর এই ধরণের সংঘাত আজ থেকে নয়, কয়েক হাজার বছর ধরে চলে আসছে৷ এসব সংঘাত বন্ধ করতে হবে, করা উচিত৷ কেউ যদি আমার গান পছন্দ করে, আমার ফ্যান বলে দাবি করে তাহলে তাকে অবশ্যই বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় সোচ্চার হতে হবে৷ যদি মধ্যপ্রাচ্যে শান্তি আসে৷''

এর আগে ২০০৮ এবং ২০০৯ সালে ম্যাডোনা তার ওয়ার্ল্ড ট্যুর কনসার্ট করেছিলেন৷ কনসার্টের নাম ছিল ‘স্টিকি অ্যান্ড সোয়েট'৷ এরপর ২০১২ সালে ৫৩ বছর বয়সী গায়িকা শুরু করেন তার ওয়ার্ল্ড ট্যুর কনসার্ট৷

মদিরেক্ষণা ম্যাডোনাছবি: picture-alliance/dpa

ইসরায়েল থেকে তিনি যাবেন আবু ধাবি৷ এরপর ইউরোপ এবং অ্যামেরিকা৷ কনসার্ট শেষ হবে ২০১৩ সালে অস্ট্রেলিয়া ট্যুরের মধ্যে দিয়ে৷ এর আগে প্রায় ২০ বছর আগে তিনি অস্ট্রেলিয়ায় কনসার্ট করেছিলেন৷ ইসরায়েলে কনসার্ট শুরু হওয়ার আগে প্যালেস্টাইন-ইসরায়েল পিস এনজিও ফোরামকে প্রায় ৬০০ টিকিট দিয়েছে ম্যাডোনা৷

বৃহস্পতিবার কনসার্ট শুরু হওয়ার আগে ইসরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যে সংঘাত বন্ধ করতে যে সব সংস্থা কাজ করছে, তাদের সম্মান প্রদর্শন করে ম্যাডোনা৷ উপস্থিত শ্রোতাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘‘আজ এখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এনজিও উপস্থিত রয়েছে, যারা প্যালেস্টাইন এবং ইসরায়েলের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে৷''

ম্যাডোনা আরো বলেন,‘‘আমি শান্তি চাই বলা খুব সহজ, কিন্তু সেই কাজটা করা সত্যিই কঠিন৷ আমরা যদি আমাদের ধর্ম, বর্ণ, গোত্র ভুলে গিয়ে শুধু মানুষ হিসেবে সবার প্রতি সম্মান দেখাই – তাহলে আমরা নিঃসন্দেহে শান্তির পথে এগিয়ে যাবো৷''

প্রতিবেদন: এএফপি / মারিনা জোয়ারদার

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ