1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শান্তি আলোচনার পথে ইসরায়েলের দ্বিমুখী পদক্ষেপ

Sanjiv Burman১২ আগস্ট ২০১৩

প্রথম খবরটি তিন বছর পর ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনা পুরোদমে শুরুর আশা জাগানোর মতো৷ শর্ত মেনে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেয়া শুরু করছে ইসরায়েল৷ তবে সবচেয়ে বড় শর্ত অধিকৃত অঞ্চলে বসতি নির্মাণ বন্ধ রাখেনি দেশটি৷

ছবি: picture-alliance/dpa

প্রায় তিন বছর ধরে ফিলিস্তিন-ইসরায়েল শান্তি আলোচনা বন্ধ৷ দু সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বিবাদমান দুটি দেশের মধ্যে একটি সমঝোতা বৈঠক হয় ওয়াশিংটনে৷ বৈঠকটিকে সফল বলেই দাবি করা হয়েছিল৷ নয় মাসের মধ্যে ইসরায়েল আর ফিলিস্তিন দুই রাষ্ট্র তত্ত্ব অনুযায়ী শান্তি চুক্তি স্বাক্ষরের পথে এগোতে শুরু করবে – এমন একটি অঙ্গীকার শোনায় সবাই আশাবাদীও হয়ে উঠছিলেন৷

আশাবাদী হওয়ার আরেকটি কারণ ছিল, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দেয়া শর্ত মেনে নিতে ইসরায়েলের সম্মত হওয়া৷ শর্তগুলোর একটি, ইসরায়েলের কাছে আটক কিছু ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেয়া, অন্যটি অধিকৃত এলাকায় নতুন করে আর বসতি নির্মাণ না করা৷ ইসরায়েল সরকার বন্দি মুক্তির অঙ্গীকার ইতিমধ্যে রক্ষা করার ইঙ্গিত দিয়েছে, ২৬ জনকে মুক্তি দেয়ার ঘোষণা দিয়ে৷ কিন্তু তাতে আশান্বিত হবার আগেই আশার গুড়ে খানিকটা বালিও ঢেলে দেয়া হয়েছে পূর্ব জেরুজালেম এবং পশ্চিম তীরে নতুন ১ হাজার ১৮৭টি অ্যাপার্টমেন্ট তৈরির অনুমোদনের ঘোষণা দিয়ে৷ ইসরায়েলের আবাসন মন্ত্রণালয় জানিয়েছে, অ্যাপার্টমেন্টগুলো তৈরির জন্য অচিরেই দরপত্র আহ্বান করা হবে৷

ইসরায়েলের দুটি পরস্পরবিরোধী সিদ্ধান্ত শান্তি আলোচনা শুরুর উদ্যোগকে আবার নস্যাৎ করে দেয়ার হুমকি৷ ২৬ জন বন্দিকে মুক্তি দেয়ার সিদ্ধান্তে ফিলিস্তিন খুশি৷ তবে ইসরায়েলে দেখা দিয়েছে অসন্তোষ৷ ভুক্তভোগীরা জানিয়েছেন, তাঁরা মুক্তির সিদ্ধান্ত রোধের জন্য আদালতে আপিল করবেন৷ অন্যদিকে ১ হাজার ১৮৭টি নতুন অ্যাপার্টমেন্ট তৈরির সিদ্ধান্ত অনুমোদন পাওয়ায় চলমান সমঝোতা বৈঠকে ফিলিস্তিনি মধ্যস্থতাকারী মোহাম্মেদ শাতায়েহ বলেছেন, ‘‘এতে বোঝা গেল ইসরায়েল আসলে শান্তি আলোচনাকে খুব গুরুত্ব দিচ্ছেনা৷''

সে ক্ষেত্রে ইসরায়েল-ফিলিস্তিনের আসন্ন সমঝোতা বৈঠকটির কার্যকারিতা নিয়ে আগাম প্রশ্ন উঠে যাওয়া স্বাভাবিক৷ ওয়াশিংটনে দু সপ্তাহ আগের বৈঠকের ধারাবাহিকতায় আগামী বুধবারই জেরুজালেমে দ্বিতীয় বৈঠকটি হওয়ার কথা৷

এসিবি/এসবি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ