1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাইডেনের ইউক্রেন সফর

২১ এপ্রিল ২০১৪

পূর্ব ইউক্রেনে ইউক্রেনপন্থি এবং রুশপন্থিদের দ্বন্দ্ব সংঘর্ষে রূপ নিয়েছে৷ ওদিকে রুশভাষীদের জন্য রাশিয়ার নাগরিক হওয়া সহজ করেছেন পুটিন৷ পাশাপাশি চলছে শান্তি উদ্যোগ৷ এ উদ্যোগের অংশ হিসেবে জো বাইডেন এখন ইউক্রেন সফরে৷

Joe Biden Donald Tusk Warschau Polen 18.03.2014
ছবি: Reuters

রোববার পূর্ব ইউক্রেনের দোনেৎস্কে ইউক্রেনপন্থি এবং রাশিয়াপন্থিরা সংঘর্ষে জড়িয়ে পড়ে৷ সংঘর্ষে এক জন নিহত এবং তিন জন আহত হয়েছে বলে জানা গেছে৷ এদিকে, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন যাচ্ছেন ইউক্রেন সফরে৷ মঙ্গলবার খুব গুরুত্বপূর্ণ এক বৈঠকে বসার কথা তাঁর৷ বৈঠকটি হবে ইউক্রেনের প্রধানমন্ত্রী এবং অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের সঙ্গে৷ যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট এ বৈঠকে ইউক্রেনের সংবিধান সংস্কার, অর্থনীতিকে জোরদার করা, বিকেন্দ্রীকরণ এবং সুষ্ঠুভাবে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের বিষয়গুলোর ওপর গুরুত্ব দেবেন বলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে৷

অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন এক পদক্ষেপের মাধ্যমে ইউক্রেনের রুশভাষীদের প্রতি সহানুভূতি এবং সমর্থনকে আরো বোধগম্য করেছেন৷ সোমবার প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের যে-কোনো অংশের রুশভাষীদের জন্য রাশিয়ার নাগরিক হওয়ার আইনকে আরো সহজ করার প্রস্তাবে স্বাক্ষর করেছেন তিনি৷

গত সপ্তাহেই ইউক্রেন সংকট অবসানের লক্ষ্যে চুক্তি স্বাক্ষরে সম্মত হয়েছিল রাশিয়া৷ সেই সিদ্ধান্তের পরও বিশ্লেষকরা বলছেন, ইউক্রন প্রশ্নে রাশিয়া তার পূর্বতন অবস্থান থেকে সরে আসছে এমন ভাবার কোনো কারণ নেই৷ তাঁদের মতে, পুটিনের মূল লক্ষ্য সব রুশ ভাষাভাষীকে একতাবদ্ধ করা৷ রশভাষাভাষীদের জন্য রাশিয়ার নাগরিক হওয়া আরো সহজ করে কি সেই পথেই এগোচ্ছেন ভ্লাদিমির পুটিন?

এসিবি/জেডএইচ (রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ