শাস্তি চান অমরনাথ তীর্থযাত্রীরা
১১ জুলাই ২০১৭আগের রাতেই নিরীহ, নিরস্ত্র তীর্থযাত্রীদের ওপর সশস্ত্র জঙ্গি হামলা হয়েছে৷ প্রাণ হারিয়েছেন সাতজন, যাঁদের মধ্যে পাঁচজনই মহিলা৷ সাতজনের মধ্যে পাঁচজন গুজরাটের বাসিন্দা, দু'জন মহারাষ্ট্রের৷ এঁদের সবার মৃতদেহ এবং গুরুতর জখম ১৯ জন তীর্থযাত্রীকে মঙ্গলবার সকালেই ভারতীয় বিমানবাহিনীর বিশেষ ব্যবস্থায় উড়িয়ে আনা হয় গুজরাটের সুরাটে৷ সেখান থেকে নিহতদের পরিজনেরা দেহগুলি নিয়ে এদিন সকালেই যে যাঁর বাড়ি ফিরে গেছেন৷ আহতদের কয়েকজনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে, অনেকেই বাড়ি ফিরেছেন৷ গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি এবং তাঁর প্রশাসনের অন্য গুরুত্বপূর্ণ পদাধিকারীরা হাজির থেকে গোটা ঘটনার তদারকি করেছেন৷ তার আগে শ্রীনগর বিমানবন্দরে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এবং রাজ্যপাল এন এন ভোরা-র উপস্থিতিতে নিহত তীর্থযাত্রীদের দেওয়া হয়েছে রাষ্ট্রীয় সম্মান৷
আহতরা, যাঁরা এদিন সুরাটে পৌঁছে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন, তাঁরা সবাই একবাক্যে বলেছেন, যারা এই হামলা ঘটাল, তাদের সবাইকে শাস্তি দিতে হবে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এ আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছেন তাংর টুইটার বার্তায়৷
প্রাথমিক পর্যায়ের তদন্তে যেটা জানা গেছে, পাকিস্তান থেকে আসা চারজন লস্কর-ই-তৈয়বা জঙ্গি এই হামলা করেছে, যাদের সঙ্গে ছিল জম্মু-কাশ্মীরের স্থানীয় হিজবুল মুজাহিদিন জঙ্গিরা৷ হামলার আগে তিন দিন ধরে তারা এই এলাকায় রেকি করেছিল৷ জখম তীর্থযাত্রীরা চাইছেন, এই লস্কর এবং হিজবুল জঙ্গিদের ওপর ভারত সরকার প্রবল, প্রচণ্ড প্রত্যাঘাত করুক৷ এক আহত তীর্থযাত্রী বললেন, তিনি ভারতীয় সেনার এক অফিসারকে নিজের মোবাইল ফোন নম্বর দিয়ে এসেছেন৷ ঐ সেনা অফিসার তাঁকে কথা দিয়েছেন, এর বদলা তাঁরা নেবেন৷ নিহত জঙ্গিদের দেহের ছবি যাতে হোয়াটসঅ্যাপ করে পাঠাতে পারেন, সেই জন্যেই তাঁকে নিজের নম্বর দিয়ে এসেছেন ওই তীর্থযাত্রী, প্রতিশোধের ভাবনা এতটাই তীব্র এখন৷
আক্রান্ত তীর্থযাত্রীদের কথা থেকে উঠে এসেছে আরেকজনের নাম৷ তাঁর নাম সেলিম, যিনি আক্রান্ত বাসটির মালিক এবং চালক৷ সেনা পাহারায় থাকা কনভয়ের বাকি বাসগুলির থেকে পিছিয়ে পড়েছিল এই বাসটি, যেহেতু সেটির চাকায় কিছু সমস্যা হয়েছিল৷ রাতের অন্ধকারের মধ্যে দলছুট বাসটিকে তিনদিক থেকে ঘিরে ধরে গুলিবর্ষণ শুরু করেছিল জঙ্গিরা৷ এই সেলিম তখন বাস না থামিয়ে প্রচণ্ড জোরে চালিয়ে অন্তত এক কিলোমিটার দূরে গিয়ে বাস থামান৷ যাত্রীরা সবাই বলছেন, তা না হলে আরও অনেক বেশি প্রাণহানি হতে পারত৷ সেলিম তাঁদের বাঁচিয়ে দিয়েছেন৷ গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি এদিন জানিয়েছেন, সেলিমের নাম যাতে বীরত্বের পুরস্কারের জন্য মনোনীত হয়, তার জন্য কেন্দ্র সরকারের কাছে সুপারিশ করবে গুজরাট সরকার৷
ভারতের ১৮টি বিরোধী দল এদিন এক যৌথ সিদ্ধান্তে অমরনাথ যাত্রীদের ওপর এই হামলার নিন্দা করেছে, যাদের মধ্যে কংগ্রেস অন্যতম৷
তবে মর্মান্তিক এই ঘটনার পরেও অমরনাথ যাত্রা এদিন বন্ধ হয়নি৷ ঘটনার পর জম্মু-কাশ্মীর উপত্যকায় অমরনাথের দুটি পথ, পহেলগাম এবং বালতাল, দুই রুটেই পাহারা আরও জোরদার করা হয়েছে, বাড়ানো হয়েছে আধা–সেনা জওয়ানের সংখ্যা৷ তার মধ্য দিয়েই এদিন অমরনাথ যাত্রীরা ‘হর হর মহাদেও' ধ্বনি তুলে রওনা হয়ে যান৷ এদিন পরিস্থিতির খতিয়ান নিতে দিল্লিতে স্বরাষ্ট্র মন্ত্রক, সরকারের বিভিন্ন গোয়েন্দা শাখার কর্তাদের মধ্যে বৈঠক হয়৷ স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল হাজির ছিলেন এই বৈঠকে৷ কারণ, অমরনাথ যাত্রীদের ওপর জঙ্গি হামলার সম্ভাবনা প্রতি বছরই থাকে৷ এ বছরও আগাম খবর ছিল জঙ্গি ষড়যন্ত্রের। তার পরেও কেন হামলা ঠেকানো গেল না, তা খতিয়ে দেখা হবে৷ অন্যদিকে লস্কর জঙ্গিদের হিজবুল–যোগ নিয়েও বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে, জানিয়েছেন কাশ্মীরের বিজেপি–পিডিপি জোট সরকারের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি৷
টুইট করে শোক জানিয়েছেন শাহরুখ খান, ফারহান আখতারের মতো তারকারাও৷