1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শান্তি ফেরানোর আশায় #হোকপ্রতিবাদ

২২ জানুয়ারি ২০১৫

বাংলাদেশে গত কয়েকদিন ধরে চলছে রাজনৈতিক অস্থিরতা৷ বিএনপি নেতৃত্বাধীন বিশদলের অবরোধের কাছে হার মানতে নারাজ সরকার৷ এদিকে, সহিংসতা, আগুনে মরছে সাধারণ মানুষ৷

Bangladesch Opfer eines Brandanschlags auf ein Bus in Dhaka 21.01.2015
ছবি: picture alliance/ZUMAPRESS.com

বাংলা ভাষায় হ্যাশট্যাগ টুইটার এখনো গ্রহণ করে না৷ হয়ত চাহিদা নেই বলেই তাদের এই অবস্থান৷ তাই কারিগরিভাবে বাংলা হ্যাশট্যাগ ব্যবহার কার্যত অর্থহীন ব্যাপার৷ তবে বর্তমান বাস্তব প্রেক্ষাপটে #হোকপ্রতিবাদ হ্যাশট্যাগটির গুরুত্ব অনেক৷

অবরোধের সময় বোমা মেরে মানুষ পুড়িয়ে মারার প্রতিবাদের একদল মানুষ পথে নামার সিদ্ধান্ত নিয়েছেন৷ তাদের প্রতিবাদের শিরোনাম ‘শান্তির জন্য #হোকপ্রতিবাদ৷' ইতোমধ্যে একটি ফেসবুক পাতা খুলে এই বিষয়ে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে৷ পাশাপাশি সন্ত্রাসবিরোধী আলোর মিছিলের আয়োজন করেছে আরেকটি পক্ষ৷

জ্বলছে আগুনছবি: AFP/Getty Images

বৃহস্পতিবার পাতাটিতে একটি স্টিকি পোস্টে লেখা হয়েছে ভূপেন হাজারিকার একটি বিখ্যাত গানের কয়েকটি লাইন, ‘‘মানুষ যদি সে না হয় মানুষ/দানব কখনও হয় না মানুষ/যদি দানব কখনওবা হয় মানুষ/লজ্জা কি তুমি পাবেনা.....৷''

এদিকে, রাজনৈতিক অস্থিরতায় অতিষ্ঠ হয়ে মুখ খুলতে শুরু করেছেন বিনোদন জগতের তারকারাও৷ আগুনে পোড়া একটি লঞ্চের ছবি ফেসবুকে শেয়ার করে অভিনেত্রী শামীমা তুষ্টি লিখেছেন, ‘‘খালেদা জিয়া এবং হাসিনা থামেন প্লিজ৷ জাস্ট স্টপ৷ এটা আমার দেশ না... কত বড় সাহস আপনাদের আমাদের সম্পদ নষ্ট করছেন... জাস্ট স্টপ৷''

বলাবাহুল্য, রাজনৈতিক এই অস্থিরতা দমাতে ঢালাওভাবে ধরপাকড়ও চালাচ্ছে বাংলাদেশ পুলিশ৷ কথিত ‘বন্দুকযুদ্ধে' মারা যাচ্ছে বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলের সমর্থকরা৷ সরকারি মন্ত্রীদের হিসেবে, গত কয়েকদিন সাত হাজার আন্দোলনকারী গ্রেপ্তার হয়েছে৷ আন্তর্জাতিক অঙ্গনে বিষয়টি গুরুত্ব পেয়েছে৷ বিশেষ করে টুইটারে অনেকে গ্রেপ্তারের বিষয়টি উল্লেখ করেছেন৷

উল্লেখ্য, বাংলাদেশের দশম জাতীয় নির্বাচনের এক বছর পূর্তির দিন ঢাকায় সমাবেশ করতে চেয়েছিল বিএনপি৷ কিন্তু সরকার সেই সমাবেশের অনুমতি না দিয়ে তার দু'দিন আগে থেকে বিএনপি নেত্রী খালেদা জিয়াকে তাঁর গুলশান কার্যালয়ে অবরুদ্ধ করে রাখে৷ এরপর বিএনপিসহ বিশ দলের ডাকা অবরোধ এখনো চলছে৷

সংকলন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ