1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শান্ত, মুমিনুলের আলোকিত দিন

২২ এপ্রিল ২০২১

শান্ত ও মুমিনুলের অসাধারণ জুটিতে দল টানা দ্বিতীয় দিন দাপটে কাটানোর পর দিন শেষে আলোকস্বল্পতায় থমকে গেল বাংলাদেশের অগ্রগতি৷

Cricket l Sri Lanka vs Bangladesch - Shanto und Haque
ছবি: Ishara S. Kodikara/AFP

শেষ সেশনে হালকা বৃষ্টির পর আকাশ  কালো মেঘে ঢেকে যায় ফলে পর্যাপ্ত আলো না থাকায় ২৫ ওভার আগেই শেষ হয় দিনের খেলা৷ স্টেডিয়ামে ফ্লাড লাইট থাকলেও তা ব্যবহার করা যাবে না! শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লেকেলে টেস্টের দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে বাংলাদেশের রান ৪ উইকেটে ৪৭৪৷

শান্ত আর মুমিনুলের দুর্দান্ত ব্যাটিংয়ে প্রথম সেঞ্চুরির ইনিংসটি ১৬৩ রানে নিয়ে থামেন শান্ত৷দেশের বাইরে প্রথম টেস্ট সেঞ্চুরিতে মুমিনুল করেন ১২৭ রান৷

ম্যাচের প্রথম দিনে শান্ত ও মুমিনুলের গড়া দেড়শ রানের জুটি দ্বিতীয় দিন রেকর্ড উচ্চতা স্পর্শ করে ৷ তৃতীয় উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ ২৪২ রানের জুটি গড়েন এই দুজন ৷

সকালে ১২৬ রান নিয়ে দিন শুরু করেন শান্ত, ৬৪ রান নিয়ে মুমিনুল৷ তবে লঙ্কান পেসাররা দ্বিতীয় দিনে ছিলেন অনেকটা গোছানো৷ লাঞ্চের পরও দারুণ খেলে দুজনের জুটি ছাড়িয়ে যায় বাংলাদেশের আগের রেকর্ড ২৩৬ রানকে ছাড়িয়ে যায়৷

 ৮৫ ওভারের বেশি উইকেটে কাটানো এই জুটি শেষ পর্যন্ত থামে শান্তর বিদায়ে৷  লাহিরু কুমারার বলটি পিচ করে একটু থেমে আসে, শান্তর ড্রাইভে বল সরাসরি যায় বোলারের হাতে৷

৩৭৮ বলে ১৭ চার ও ১ ছক্কায় ১৬৩ রানে শেষ হয় শান্তর দারুণ অভিযান ৷ পরে মুশফিকুর রহিমের সঙ্গে মুমিনুলের জুটিও জমে উঠলেও দীর্ঘ হয়নি ৷ অফ স্টাম্পের বাইরে ধনাঞ্জয়া ডি সিলভার ফ্লাইটেড বলে শরীরের একটু দূরে ড্রাইভ খেলেন মুমিনুল৷ একটু টার্ন করে ব্যাটের কানা ছুঁয়ে ক্যাচ যায় প্রথম স্লিপে ৷ 

৩০৪ বলে তার ১২৭ রানের ইনিংসে চার ১১টি ৷ টেস্ট ক্যারিয়ারে এই প্রথম ৩০০ বল তিনি খেলতে পারলেন ৷ মুশফিকুর রহিম ও লিটন দাসের জুটিতেও ৫০ রান হয় ৷

দিন শেষে মুশফিক অপরাজিত ১০৭ বলে ৪৩ রানে, লিটন ৩৯ বলে ২৫ রানে৷

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ১৫৫ ওভারে ৪৭৪/৪ (আগের দিন ৩০২/২) (শান্ত ১৬৩, মুমিনুল ১২৭, মুশফিক ৪৩*, লিটন ২৫*; লাকমল ৩১-১২-৭৪-০, বিশ্ব ২৮-৮-৭৫-২, কুমারা ২৮-৪-৮৮-১, ম্যাথিউস ৭-১-১৪-০, ধনাঞ্জয়া ২৭-১-১১২-১, হাসারাঙ্গা ৩৩-২-৯৪-০, করুনারত্নে ১-০-৫-০)।

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ