1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শার্লি এব্দো’র নতুন সংখ্যা

১৪ জানুয়ারি ২০১৫

প্যারিস হত্যাকাণ্ডের ঠিক পরের বুধবারে আবার প্রকাশিত হল ফরাসি ব্যঙ্গ-পত্রিকা শার্লি এব্দো: প্রচ্ছদে হজরত মোহাম্মদ (সা.)-এর একটি কার্টুন, যাতে তিনি অশ্রু বিসর্জন করছেন; হাতে ‘আমি শার্লি' ফলক৷

Charlie Hebdo Pressekonferenz 13.01.2015
ছবি: Aurelien Meunier/Getty Images

শার্লি এব্দো-র এই সংখ্যাটি সাধারণত যতো ছাপা হয়, তার ৫০ গুণ বেশি ছাপা হয়েছে: মোট ত্রিশ লাখ৷ আগে থেকে বলে না রাখলে কপি পাওয়া যায়নি; ভোরবেলাতেই সব কপি বিক্রি হয়ে গেছে প্যারিসে এবং অন্যত্র৷ শার্লি এব্দো-র সম্পাদক নাকি আরো বিশ লাখ মুদ্রণের নির্দেশ দিয়েছেন৷

নাম রাখা হয়েছে ‘‘যারা প্রাণে বেঁচেছেন, তাদের সংখ্যা'', অর্থাৎ শার্লি এব্দো-র যে কর্মীরা আততায়ীর গুলিতে নিহত হননি, তাদের সংখ্যা – এবং প্রচ্ছদটি এঁকেছেন তাদেরই একজন, রেনাল্ড লুজিয়ে৷ ‘‘লুজ'' গতকাল একটি সাংবাদিক সম্মেলনে বলেন, ‘‘ছবিটির উপরে ‘সব কিছু ক্ষমা করা হয়েছে' লেখার সময় আমি কেঁদেছি৷'' ‘লিবারাসিওঁ' দৈনিকের ধার করা অফিসে বসে তখন সত্যিই কাঁদছিলেন এই ব্যঙ্গচিত্রকার৷

শার্লি এব্দো’র নতুন সংখ্যা কিনতে ভিড়ছবি: DW/B. Riegert

সরকার সতর্ক

শার্লি এব্দো-র নতুন সংস্করণ প্রকাশিত হওয়ার দিনই ফরাসি পুলিশ দিয়োদন নামের এক কৌতুকাভিনেতাকে গ্রেপ্তার করেছে, যিনি তাঁর ফেসবুক পোস্টে লিখেছিলেন যে, তাঁর নিজের ‘‘শার্লি কুলিবালি''-র মতো লাগছে – আমেদি কুলিবালি ছিল সেই বন্দুকধারী, যে ইহুদি ‘কোশার মার্কেটে' হামলা চালিয়ে চারজন ব্যক্তিকে হত্যা করে৷ দিয়োদন এর আগেও নানা ধরনের জাতিবাদী ও ইহুদি বিদ্বেষী প্ররোচনার জন্য সরকারের অপাত্র হয়েছেন৷

দেশ জুড়ে আরো জোরালো সন্ত্রাসবাদ প্রতিরোধী পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে৷ বিভিন্ন ইহুদি স্কুল ও সিনাগগ, এছাড়া মসজিদ, এবং সেই সঙ্গে পর্যটক অধ্যুষিত স্থানগুলির সুরক্ষার জন্য দশ হাজার সৈন্য নিয়োগ করা হয়েছে৷ ফরাসি পুলিশ বলছে, প্যারিস আক্রমণগুলির জন্য দায়ী যে ‘টেররিস্ট সেল', তাদের ছ'জন অবধি সদস্য নাকি এখনও বাইরে ঘুরে বেড়াচ্ছে – এদের মধ্যে একজনকে একটি গাড়ি চালাতে দেখা গেছে, যা নিহত আততায়ীদের একজনের স্ত্রী'র নামে রেজিস্ট্রি করা ছিল৷

নিন্দা, সৎসাহস

ইরান শার্লি এব্দো-র নতুন সংস্করণকে ‘‘অপমানজনক'' এবং ‘‘প্ররোচনামূলক'' আখ্যা দিয়েছে৷ তেহরানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মারজিয়ে আফখাম বলেছেন, পত্রিকাটির প্রচ্ছদ ‘‘সারা বিশ্বের মুসলিমদের প্ররোচিত করে ও তাদের আবেগ-অনুভূতিতে আঘাত দেয়, যার ফলে জঙ্গিবাদ উসকানি পেতে পারে৷''

তুরস্কের প্রথম সারির দৈনিক ‘জুমহুরিয়েত' কিন্তু তাদের বুধবারের সংস্করণে শার্লি এব্দো-কে কেন্দ্র করে একটি চার পাতার ক্রোড়পত্র প্রকাশ করেছে৷ এই ক্রোড়পত্রে শার্লি এব্দো-র ঐতিহাসিক সংখ্যা থেকে নেওয়া নানা ব্যঙ্গচিত্র ও প্রবন্ধ তুর্কি অনুবাদ সহ প্রকাশ করা হয়েছে৷ এর মধ্যে নাইজেরিয়ার বোকো হারাম এবং ইসলামিক স্টেটের জিহাদিদের নিয়ে কার্টুন আছে, কিন্তু শার্লি এব্দো-র প্রচ্ছদের মূল চিত্রটি সংবাদপত্রের পঞ্চম পৃষ্ঠায় ছোট আকারে, অপর একটি সংবাদভাষ্যের অলঙ্করণ হিসেবে মুদ্রিত হয়েছে৷

এসি/এসবি (এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ