1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘শাশ্বত ডিভা – ক্লিওপেট্রা’

মারুফ আহমদ১৬ জুলাই ২০১৩

দু’হাজার বছরেরও বেশি সময় ধরে বিস্ময়কর ক্লিওপেট্রা হয়ে আছেন এক কিংবদন্তি, এক মিথ৷ ইতিহাসের আর কোনো ব্যক্তিত্ব বোধহয় তাঁর মতো এমন ভাবে চিরজীবী, এতটা বিতর্কিতভাবে অনুভূত হননি৷

Sarah Bernhardt as Cleopatra 1891. French stage actress Sarah Bernhardt (1844-1923) as Cleopatra, photograph by Napoleon Sarony (1821-1896). Date: 1891 Abgerufen am 28.6.2013 unter: http://commons.wikimedia.org/wiki/File:Sarah_Bernhardt_as_Cleopatra_1891.jpeg Copyright: public domain
ছবি: public domain

শাশ্বত ডিভা – ক্লিওপেট্রা, এই শিরোনামে জার্মানির বনে শুরু হয়েছে এক অসাধারণ প্রদর্শনী৷

ক্লিওপেট্রার জন্ম খ্রিষ্টপূর্ব ৬৯ সালে৷ ৫১ থেকে ৩০ খ্রিষ্টপূর্ব পর্যন্ত তিনি ছিলেন ধন-ধান্যে পুষ্পে ভরা মিশরের শেষ রানি৷ তিনি ছিলেন, শক্তিশালী রোমান সম্রাট জুলিয়াস সিজারের প্রেমিকা৷ সিজারের মৃত্যুর পর প্রভাবশালী মার্ক অ্যান্টনির জীবন সঙ্গিনীও ছিলেন ক্লিওপেট্রা৷ রোমান সাম্রাজ্যের কাছে মিশরের পরাজয়ের কারণে মাত্র ৩৯ বছর বয়সে কোবরা সাপের দংশনে আত্মহত্যা করেন তিনি৷

ক্লিওপেট্রা ছিলেন সুশিক্ষিতা ও সম্মোহনী, ক্ষমতা সচেতন ও বুদ্ধিমতী, অনির্দেশ্য ও সাহসী৷ তিনি দেবী হিসাবে আরাধ্য হয়েছেন, তাঁর সৌন্দর্যও ছিল কিংবদন্তি৷ তাঁর ঘটনাবহুল জীবন ও তাঁর বর্ণাঢ্য ব্যক্তিত্ব এবং তাঁর বিয়োগান্তক মৃত্যু আজও অনুপ্রাণিত করে বহু লেখক, চিত্রশিল্পী এবং সংগীতশিল্পীকে৷

দু'হাজার বছর ধরে এক একটি অধ্যায় সৃষ্টি করেছে তাঁর স্বতন্ত্র ভাবমূর্তি৷ বিভিন্ন সময়ের বিভিন্ন ভাবমূর্তির টুকরো টুকরো অংশই তুলে ধরা হয়েছে এই প্রদর্শনিতে৷ ক্লিওপেট্রাকে এখানে উপস্থাপন করা হয়েছে শিল্প, গল্প এবং ইতিহাসের ওপর একটি অনুপ্রাণিত রচনা হিসেবে৷ ভাস্কর্য, চিত্রকলা, আলোকচিত্র, চলচ্চিত্র ও ভিডিও শিল্পসহ প্রায় ২০০-রও বেশি শিল্পকর্ম স্থান পেয়েছে এই প্রদর্শনীতে৷

প্রাচীন থেকে রেনেসাঁস যুগের ভাস্কর্য, বারক থেকে শুরু করে অতি সাম্প্রতিক শিল্প৷ ক্লিওপেট্রাকে কল্পনা করে, মিকেলাঞ্জেলো থেকে শুরু করে ও্যজেন দেলাক্রোয়া ও গিডো রেনি, ইয়ান স্টেন, হান্স মাকার্ট-এর অঙ্কন ও তেলচিত্র ছাড়াও রয়েছে গত শতাব্দীর অ্যান্ডি ওয়ারহোলের স্যারিওগ্রাফি ‘ব্লু লিজ অ্যাজ ক্লিওপেট্রা', ‘সিলভার লিজ অ্যাজ ক্লিওপেট্রা'৷ বিংশ শতাব্দীতে ক্লিওপেট্রাকে আবারো পুনর্জীবীত করেছিলেন লিজ টেলার৷ ১৯৬৩ সালে ‘ক্লিওপেট্রা' ছায়াছবির মধ্য দিয়েই চলচ্চিত্র জগতের ডিভা এলিজাবেথ টেলার এক কিংবদন্তি হয়ে আছেন৷ এই ছবি এবং আরো ক'টি ক্লিওপেট্রা ছায়াছবির অংশবিশেষ দেখানো হচ্ছে এই প্রদর্শনিতে৷

বিজ্ঞাপন জগতেও ক্লিওপেট্রার সমান আধিপত্য৷ তারও কিছু নমুনা দেখা যায় এখানে৷ বিভিন্ন সময়ে বিভিন্ন খ্যাতিমান মহিলা ব্যক্তিত্বের ক্লিওপেট্রার রূপ ধারণকারী আলোকচিত্র ছাড়াও রয়েছে ভিডিও ক্লিপস৷ ২০১২ সালে ইন্ডিয়ানাপোলিসে ক্লিওপেট্রার উজ্জ্বল রূপান্তরে, পপ তারকা ম্যাডোনার নব্য-মিশরীয় এক জাঁকজমকপূর্ণ কনসার্ট এবং পপ সম্রাট মাইকেল জ্যাকসনের ক্লিওপেট্রা ভিত্তিক ভিডিও'র অংশবিশেষ দেখেই শেষ হয় মিথ সুন্দরী সপ্তম ক্লিওপেট্রার এই প্রদর্শনী৷ স্মৃতিতে ভেসে থাকে বিভিন্ন সময়ে তাঁর বিভিন্ন ভাবমূর্তি৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ