1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শাস্তি পেতেই হবে বাদাউয়িকে

১০ জুন ২০১৫

মানবাধিকারকর্মী ও ব্লগার রাইফ বাদাউয়ির বিরুদ্ধে শাস্তি বলবৎ রেখেছে সৌদি আরবের সর্বোচ্চ আদালত৷ আবারও উঠেছে প্রতিবাদের ঝড়৷ শাস্তি মওকুফের দাবি জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়ন,যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স৷

Raif Badawi Amnesty International Demo
ছবি: Getty Images/AFP/T. Schwarz

২০১২ সাল থেকে কারাবন্দি সৌদি আরবের মানবাধিকারকর্মী ও ব্লগার রাইফ বাদাউয়ি৷ সে বছর ব্লগ লিখে দেশের প্রযুক্তি আইন লঙ্ঘন এবং ইসলাম ধর্মের শ্রদ্ধেয় ব্যক্তিদের অবমাননার অভিযোগে গ্রেপ্তার করা হয় তাঁকে৷ ২০১৪ সালের নভেম্বরে আদালত ৩১ বছর বয়সি ব্লগারের বিরুদ্ধে ১০ বছরের কারাভোগ এবং ১ হাজার দোররার শাস্তি ঘোষনা করে৷ তখনও প্রতিবাদের ঝড় উঠেছিল৷ উঠেছিল শাস্তি প্রত্যাহারের দাবি৷ কিন্তু শাস্তি প্রত্যাহার না করে শাস্তি কার্যকর শুরু করে সৌদি আদালত৷

এ বছরের জানুয়ারিতে প্রথম ধাপের ৫০ বার দোররা মারা হয় বাদাউয়িকে৷ তাঁর স্ত্রীর আশঙ্কা ছিল, পর্যায়ক্রমে আরো ৯৫০ বার বেত্রাঘাত করা হলে আন্তর্জাতিক পুরস্কার পাওয়া মানবাধিকারকর্মীর জীবন সঙ্কটাপন্ন হতে পারে৷ আন্তর্জাতিক পর্যায়ের সব মানবাধিকার সংস্থা, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং যুক্তরাষ্ট্রসহ আরো কিছু দেশ শাস্তি প্রত্যাহারের বিষয়টি পুনর্বিবেচনার করার আহ্বান জানিয়েছিল৷ মঙ্গলবার সৌদি আরবের সুপ্রিম কোর্ট জানিয়েছে, শাস্তি প্রত্যাহার বা হ্রাস করা সম্ভব নয়, রাইফ বাদাউয়ির বিরুদ্ধে আগের রায় পুরোপুরিই বলবৎ থাকবে৷

বার্লিনে বাদাউয়িকে নিয়ে গণবিক্ষোভ...ছবি: DW/H. Kiesel

ইইউ এর প্রতিবাদ জানিয়ে বলেছে, ‘‘এটা অগ্রহণযোগ্য এবং পুরোপুরি মানবাধিকারের পরিপন্থি৷ '' এক বিবৃতিতে ইউরোপীয় এই জোট জানিয়েছে, বাদাউয়ির শাস্তি প্রত্যাহারের জন্য সম্ভব সব ধরণের চেষ্টাই তারা করবে৷

যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সও সৌদি আদালতের এই রায়ে ক্ষুব্ধ এবং হতাশ৷ এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ‘‘গত জানুয়ারিতেও সৌদি কর্তৃপক্ষের কাছে বাদাউয়ির শাস্তি প্রত্যাহার এবং মামলার পূর্ণ তদন্তের দাবি জানানো হয়েছিল৷ যুক্তরাষ্ট্র আবার জোরালোভাবে সেই দাবি জানাবে৷''

মানবাধিকাকর্মী এবং ব্লগার হিসেবে আন্তর্জাতিকভাবে খুব পরিচিত রাইফ বাদাউয়ি৷ ২০১৪ সালে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স-এর ‘প্রেস ফ্রিডম' অ্যাওয়ার্ড জেতেন তিনি৷ এ বছর ডয়চে ভেলে প্রথমবারের মতো ‘বাক স্বাধীনতা পুরস্কার' দিচ্ছে, বাদাউইকেই দেয়া হয়েছে এই স্বীকৃতি৷

এসিবি/ডিজি (এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ