‘‘শাহবাগে সাইবার যোদ্ধা’’ নামক একটি জনপ্রিয় ফেসবুক পাতার সাবেক এডমিনের উপর হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত৷ এক ফেসবুক বার্তায় এই তথ্য জানিয়েছে পাতাটির কর্তৃপক্ষ৷ হামলার প্রতিবাদে আবারো সরব শাহবাগ৷
বিজ্ঞাপন
একাত্তরের যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গত ফেব্রুয়ারি মাসে শাহবাগে শুরু হয় গণআন্দোলন৷ ব্লগারদের আহ্বানে আমজনতার সেই গণজাগরণ থেকে সৃষ্টি গণজাগরণ মঞ্চ৷ শাহবাগের এই আন্দোলনকে ঘিরে তৈরি হয় বেশ কয়েকটি ফেসবুক পাতা৷ সেগুলোর একটি ‘‘শাহবাগে সাইবার যোদ্ধা৷''
বৃহস্পতিবার ছবিসহ এক ফেসবুক বার্তায় ‘‘শাহবাগে সাইবার যোদ্ধা'' কর্তৃপক্ষ জানিয়েছে, ‘‘শাহবাগ আন্দোলনের প্রথম প্রহরের সঙ্গী ইমন আকন্দ গত সন্ধ্যায় জামায়াত শিবিরের হামলায় তাঁর নিজ এলাকা কিশোরগঞ্জে গুরুতর আহত হয়েছে৷ সাথে তাঁর আরো তিন জন বন্ধুও আহত হয়েছে৷''
ট্রাইব্যুনাল গঠন করে একাত্তরের যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া শুরু হয় ২০১০ সালে৷ এ বছর প্রথম রায়ে হত্যা, ধর্ষণ, অপহরণসহ বিভিন্ন অভিযাগে ফাঁসির আদেশ দেয়া হয় ‘বাচ্চু রাজাকার’ নামে পরিচিত জামায়াতে ইসলামীর সাবেক সদস্য আবুল কালাম আযাদকে৷
ছবি: AP
কাদের মোল্লার ‘বিজয়প্রতীক’, দেশজুড়ে বিক্ষোভ
গত ৫ ফেব্রুয়ারি দ্বিতীয় রায়ে ট্রাইব্যুনাল যাবজ্জীবন কারাদণ্ড দেয় একাত্তরের কর্মকাণ্ডের জন্য ‘মিরপুরের কসাই’ নামে পরিচিতি পাওয়া কাদের মোল্লাকে৷ মানবতাবিরোধী অপরাধের ছয়টি অভিযোগের মধ্যে পাঁচটি প্রমাণিত হওয়া সত্ত্বেও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল সর্বোচ্চ শাস্তি না হওয়ায় এবং রায়ের পর কাদের মোল্লা আঙুল উঁচিয়ে বিজয়প্রতীক দেখানোয় শুরু হয় বিক্ষোভ৷
কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ড নিয়ে প্রবল অসন্তোষ এবং বিক্ষোভ দেখা দিলে আইন সংশোধন করে রাষ্ট্রপক্ষেরও আপিলের সুযোগ সৃষ্টি করা হয়৷ এর আগে শুধু আসামিপক্ষের আপিল করার সুযোগ ছিল৷ কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডাদেশের পর জামায়াতে ইসলামীও বিক্ষোভে নামে৷ দলটি মনে করে, এ রায় যথার্থ হয়নি৷ সেই থেকেই শুরু রায়ের প্রতিবাদে হরতাল৷
ছবি: Reuters
সাঈদির ফাঁসির আদেশ
জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে মুক্তিযুদ্ধের সময় হত্যা, অপহরণ, নির্যাতন, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুণ্ঠনসহ বিভিন্ন অপরাধে ফাঁসির আদেশ দেয় ট্রাইবুনাল৷ প্রতিবাদে হরতাল ডাকে জামায়াতে ইসলামি৷ জামায়াত এবং ইসলামী ছাত্র শিবিরের কর্মী-সমর্থকরা ব্যাপক তাণ্ডব চালায়৷ সংখ্যালঘুদের বাড়ি-ঘর-মন্দির লুট, অগ্নিসংযোগ, পুলিশ স্টেশনে হামলা,অগ্নিসংযোগ, সংঘর্ষ – সবই ঘটেছে, অনেক হতাহতের ঘটনাও ঘটেছে তখন৷
ছবি: Stringer/AFP/Getty Images
‘নাস্তিক’ ব্লগারদের শাস্তি দাবি
যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সোচ্চার কয়েকজন ব্লগারের শাস্তির দাবিতে সোচ্চার হয় মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজত-এ ইসলাম৷ ব্লগারদের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ তুলে তাঁদের ‘নাস্তিক’ হিসেবেও চিহ্নিত করা হয়৷ প্রধান বিরোধী দল বিএনপির সমর্থন এ আন্দোলনে নতুন মাত্রা যোগ করে৷ চারজন ব্লগারকে গ্রেপ্তার করলেও যুদ্ধাপরাধীদের বিচার অব্যাহত রাখে সরকার৷
ছবি: Reuters
অবশেষে কাদের মোল্লার ফাঁসির আদেশ
মঙ্গলবার সংশোধিত আপিল আইনের আওতায় গণহত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় ফাঁসি দিয়ে কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর করার রায় দেয় আপিল বিভাগ৷রায় ঘোষণার আগে সারা দেশে নিরাপত্তা জোরদার করা হয়েছিল৷
ছবি: Munir Uz Zaman/AFP/Getty Images
উৎসবের আনন্দ
এ রায়ে আবার জেগে ওঠে শাহবাগের প্রজন্ম চত্বর৷ ‘মিরপুরের কসাই’ কাদের মোল্লার ফাঁসির আদেশ শুনে সেখানে আবার নামে মানুষের ঢল৷ অপরাধ অনুযায়ী শাস্তি হতে চলেছে – এটাই তাঁদের আনন্দ৷
ছবি: picture alliance/AP Photo
জামায়াতের হরতাল, বিক্ষোভ
কাদের মোল্লার চূড়ান্ত রায় ঘোষণার পর ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী৷ রায়কে ‘ভুল’ দাবি করে, অভিযুক্ত সব নেতার মুক্তির দাবিতে এ হরতাল ডেকেছে তারা৷ আবার বিক্ষোভে নেমেছে জামায়াত-শিবিরের কর্মী-সমর্থকরা৷কাদের মোল্লার আইনজীবী জানিয়েছেন, আপিল বিভাগের মৃত্যুদণ্ডের রায় পর্যালোচনার জন্য আবেদন করা হবে৷ তবে আইনমন্ত্রী শফিক আহমেদ গণমাধ্যমকে বলেছেন, এ রায় পর্যালোচনার কোনো সুযোগ নেই৷
ছবি: STR/AFP/Getty Images
9 ছবি1 | 9
ইমন আকন্দের উপর হামলার প্রতিবাদে শাহবাগে মশাল মিছিলেরও আয়োজন করা হয়৷ এই মিছিলের কিছু ছবি ফেসবুকে প্রকাশ করেছেন অনন্ত আহমেদ৷ তিনি লিখেছেন, ‘‘শাহবাগে সাইবার যুদ্ধ পেজ-এর অন্যতম এডমিন ‘‘ইমন আকন্দ''-এর উপর জামাত-শিবির এর নগ্ন আক্রমণের তীব্র নিন্দা জানাচ্ছি এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি৷ এই ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে আজ শাহবাগ, প্রজন্ম চত্বর থেকে এক প্রতিবাদী মশাল মিছিল বের হয়, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার সহ সর্বস্তরের মানুষ এতে অংশগ্রহণ করে৷''
ব্লগার আরিফ জেবতিক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় লিখেছেন, ‘‘পিসি থেকে ফেসবুকে ঢুকেই দুঃসংবাদটা চোখে পড়ল-শাহবাগে সাইবারযুদ্ধ পেজের সাবেক এডমিন, ছাত্রলীগ নেতা ইমনকে কিশোরগঞ্জে আজ হামলা করে গুরুতর আহত করেছে শিবিরের ***৷''
এই বিষয়ে অনলাইন পত্রিকা পরিবর্তন ডটকম লিখেছে, ‘‘কুখ্যাত রাজাকার কাদের মোল্লার প্রথম রায় ঘোষণার পর ৫ই ফেব্রুয়ারি যে কয়েকজন যোদ্ধা রাজপথে নেমে আন্দোলন করেছিলেন তাদের মধ্যে ইমন আকন্দ অন্যতম৷ শাহবাগে সাইবার যুদ্ধ পেজের অ্যাডমিনও ছিলেন ইমন৷''
সন্ত্রাসী হামলায় আহত ইমন আকন্দ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে৷ পরিবর্তন ডটকমকে তিনি বলেন, ‘‘শাহবাগের আন্দোলনে যোগ দেয়ার পর থেকেই আমাকে নানাভাবে হুমকি দিয়ে আসছিল শিবিরের কর্মীরা৷ আমি পিছপা হইনি, বাংলার মাটিতে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই৷''