1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাইবার যোদ্ধার উপর হামলা

২০ সেপ্টেম্বর ২০১৩

‘‘শাহবাগে সাইবার যোদ্ধা’’ নামক একটি জনপ্রিয় ফেসবুক পাতার সাবেক এডমিনের উপর হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত৷ এক ফেসবুক বার্তায় এই তথ্য জানিয়েছে পাতাটির কর্তৃপক্ষ৷ হামলার প্রতিবাদে আবারো সরব শাহবাগ৷

People attend a mass demonstration holding Bangladesh's national flag at Shahbagh intersection, demanding capital punishment for Bangladesh's Jamaat-e-Islami senior leader Abdul Quader Mollah, after a war crimes tribunal sentenced him to life imprisonment, in Dhaka February 8, 2013. More than fifty thousands of protesters rallied in cities across Bangladesh for a fourth day on Friday to demand the execution of an Islamist leader sentenced to life in prison for war crimes committed during the 1971 independence conflict. REUTERS/Andrew Biraj (BANGLADESH - Tags: POLITICS CIVIL UNREST)
ফাইল ফটোছবি: REUTERS

একাত্তরের যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গত ফেব্রুয়ারি মাসে শাহবাগে শুরু হয় গণআন্দোলন৷ ব্লগারদের আহ্বানে আমজনতার সেই গণজাগরণ থেকে সৃষ্টি গণজাগরণ মঞ্চ৷ শাহবাগের এই আন্দোলনকে ঘিরে তৈরি হয় বেশ কয়েকটি ফেসবুক পাতা৷ সেগুলোর একটি ‘‘শাহবাগে সাইবার যোদ্ধা৷''

বৃহস্পতিবার ছবিসহ এক ফেসবুক বার্তায় ‘‘শাহবাগে সাইবার যোদ্ধা'' কর্তৃপক্ষ জানিয়েছে, ‘‘শাহবাগ আন্দোলনের প্রথম প্রহরের সঙ্গী ইমন আকন্দ গত সন্ধ্যায় জামায়াত শিবিরের হামলায় তাঁর নিজ এলাকা কিশোরগঞ্জে গুরুতর আহত হয়েছে৷ সাথে তাঁর আরো তিন জন বন্ধুও আহত হয়েছে৷''

ইমন আকন্দের উপর হামলার প্রতিবাদে শাহবাগে মশাল মিছিলেরও আয়োজন করা হয়৷ এই মিছিলের কিছু ছবি ফেসবুকে প্রকাশ করেছেন অনন্ত আহমেদ৷ তিনি লিখেছেন, ‘‘শাহবাগে সাইবার যুদ্ধ পেজ-এর অন্যতম এডমিন ‘‘ইমন আকন্দ''-এর উপর জামাত-শিবির এর নগ্ন আক্রমণের তীব্র নিন্দা জানাচ্ছি এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি৷ এই ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে আজ শাহবাগ, প্রজন্ম চত্বর থেকে এক প্রতিবাদী মশাল মিছিল বের হয়, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার সহ সর্বস্তরের মানুষ এতে অংশগ্রহণ করে৷''

ব্লগার আরিফ জেবতিক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় লিখেছেন, ‘‘পিসি থেকে ফেসবুকে ঢুকেই দুঃসংবাদটা চোখে পড়ল-শাহবাগে সাইবারযুদ্ধ পেজের সাবেক এডমিন, ছাত্রলীগ নেতা ইমনকে কিশোরগঞ্জে আজ হামলা করে গুরুতর আহত করেছে শিবিরের ***৷''

এই বিষয়ে অনলাইন পত্রিকা পরিবর্তন ডটকম লিখেছে, ‘‘কুখ্যাত রাজাকার কাদের মোল্লার প্রথম রায় ঘোষণার পর ৫ই ফেব্রুয়ারি যে কয়েকজন যোদ্ধা রাজপথে নেমে আন্দোলন করেছিলেন তাদের মধ্যে ইমন আকন্দ অন্যতম৷ শাহবাগে সাইবার যুদ্ধ পেজের অ্যাডমিনও ছিলেন ইমন৷''

সন্ত্রাসী হামলায় আহত ইমন আকন্দ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে৷ পরিবর্তন ডটকমকে তিনি বলেন, ‘‘শাহবাগের আন্দোলনে যোগ দেয়ার পর থেকেই আমাকে নানাভাবে হুমকি দিয়ে আসছিল শিবিরের কর্মীরা৷ আমি পিছপা হইনি, বাংলার মাটিতে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই৷''

সংকলন: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ