1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নারী জাগরণ সমাবেশে বিস্ফোরণ

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৮ মার্চ ২০১৩

ককটেল বিস্ফোরণ ঘটিয়ে শাহবাগে নারী জাগরণ সমাবেশে পণ্ড করার চেষ্টা ব্যর্থ হয়েছে৷ বিকেলে মঞ্চের পাশে দুটি ককটেল বিস্ফোরণের পর পুলিশ ২ মহিলা সহ ১৪ জনকে আটক করেছে৷ বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন ১ জন ব়্যাব সদস্য৷

ছবি: picture-alliance/dpa

শাহবাগ গণজাগরণের ৩১তম দিনে শুক্রবার বিশ্ব নারী দিবসে আয়োজন ছিল নারী গণজাগরণ সমাবেশ৷ আর দুপুর থেকেই তাই শাহবাগে আসতে থাকেন বিভিন্ন পেশা, শ্রেণি এবং বয়সের নারী৷ কিন্তু বিকেল পৌনে ৫টার দিকে সমাবেশে চলাকালে বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের দিক থেকে মঞ্চের পিছনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটে৷ এতে একজন ব়্যাব সদস্য আহত হন৷ ঘটনায় জড়িত সন্দেহে তাৎক্ষনিকভাবে ২ মহিলা সহ ১৪ জনকে আটক করেছে পুলিশ৷ বিস্ফোরণের ঘটনায় সাময়িক আতঙ্ক সৃষ্টি হলেও তা কাটিয়ে ওঠেন সমাবেশের নারী পুরুষ সবাই৷ ককটেলের বিরুদ্ধে মুহুর্মুহু স্লোগানে কেঁপে ওঠে শাহবাগের প্রজন্ম চত্বর৷

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার এই হামলার জন্য জামায়াত-শিবির চক্রকে দায়ী করেন৷ প্রত্যক্ষদর্শী একজন জানালেন, উপরের দিক থেকে ককটেল ছুটে আসে৷ তিনি দাবি করেন, পুলিশের তৎপরতা যথার্থ ছিলনা৷

সেখানে উপস্থিত নারীরা এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানান৷ তাঁরা বলেন, এভাবে নারী জাগরণ থামাতে পারবেনা প্রতিক্রিয়াশীল চক্র৷ সমাবেশে সংহতি জানাতে এসে নারী নেত্রী অ্যাডভোকেট সুলতানা কামালও বললেন একই কথা৷ তিনি বলেন, একাত্তরে নারীরা যেমন যুদ্ধ করেছে তরুণ প্রজন্মের এই যুদ্ধেও নারীরা পিছিয়ে থাকবেনা৷

ককটেল বিস্ফোরণের পর শাহবাগ প্রজন্ম চত্বরের নিরাপত্তা আরো বাড়ানো হয়েছে৷ মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ