1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শাহরুখকেই বেশি পছন্দ করেন মাধুরী দীক্ষিত

২৭ ডিসেম্বর ২০১০

মাধুরী দীক্ষিত, যার নাচ বলিউড নায়িকাদের মধ্যে সেরা বলে ধরা হয়৷ আশি ও নব্বই দশকে সাড়া জাগানো এই বলিউড নায়িকা অভিনয় করেছেন বলিউডের তিন খানের সঙ্গে৷ তবে শাহরুখ খানকেই তাঁর বেশি ভালো লাগে৷

মাধুরী দীক্ষিতছবি: AP

সম্প্রতি এক সাক্ষাৎকারে তেমনটি জানিয়েছেন মাধুরী দীক্ষিত৷ দীর্ঘ প্রায় দুই দশক বলিউডের অন্যতম নায়িকা ছিলেন মাধুরী৷ এখনও যে কোন ছবিতে তাঁর উপস্থিতি সিনেমা হলে বেশি দর্শক টানে৷ তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল, শাহরুখ খান, আমির খান ও সালমান খান, এই তিনজনের সঙ্গেই তো তিনি অভিনয় করেছেন৷ কাকে তাঁর বেশি ভালো লাগে? জবাবে মাধুরী বলেন, আমি এই তিনজনের মধ্যে শাহরুখের সঙ্গে বেশি কাজ করেছি৷ আমি জানি না কেন, তবে আমাদের দু'জনের মধ্যে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে৷ অভিনেতা হিসেবে শাহরুখের জন্য আমার একটা আলাদা শ্রদ্ধা রয়েছে, তাঁর সঙ্গে দেখা হলে আমি বেশি খুশি হই৷

শাহরুখ খানছবি: AP

শাহরুখের প্রতি এই অতিরিক্ত ভালো লাগা কেন? জানতে চাওয়া হলে মাধুরী হেসে বলেন, আমি নিজেও শাহরুখকে এটা জিজ্ঞেস করেছি৷ আসলে সে এমন একজন যার সঙ্গে সিনেমা ছাড়াও অন্য কোন বিষয় নিয়েও আলাপ করা যায়৷ এবং দেখা যায় সেসব বিষয়ে শাহরুখের বেশ জ্ঞান রয়েছে৷ আমিরও একই ধরণের৷ তবে শাহরুখের সঙ্গে আমি বেশি কাজ করেছি বলেই তাঁকে আমার বেশি পছন্দ৷

মাধুরীর কথা থেকে বোঝা গেল, সিনেমা ছাড়াও অন্য বিষয়েও বেশ জ্ঞান রাখেন বলিউডের দুই খান৷ মানে শাহরুখ আর আমির৷ কিন্তু সালমান খান এক্ষেত্রে অনেকটা পিছিয়ে আছেন বলতে হয়৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ